ঠান্ডা মেজাজের শিমু

রিকিতা নন্দিনী শিমু। শিল্পীর সৌজন্যে

প্রচারণায় একের পর এক চমক দেখাচ্ছে ‘চক্কর ৩০২’। পরিচালক শরাফ আহমেদের জীবনের হাত চেয়ারের সঙ্গে বেঁধে, মুখ টেপ দিয়ে আটকিয়ে সিনেমা মুক্তির ঘোষণা দেন প্রধান অভিনেতা মোশাররফ করিম। সেই অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রশংসা পায়। পরে সিনেমার টিজার প্রকাশ পায়। সম্প্রতি আলোচনায় এসেছে সিনেমার গান। রাজ্জাক দেওয়ানের লেখা ‘কাউয়া নাকি কমলা খাইতে জানে না’ গানটি প্রশংসা পাচ্ছে। এটি গেয়েছেন কাজল দেওয়ান।

ইতিমধ্যে সিনেমার অভিনয়শিল্পীদের আলাদা ক্যারেক্টার পোস্টারও প্রকাশ পেয়েছে। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার, রওনক হাসান, সুমন আনোয়ার, শাশ্বত দত্ত। তবে সিনেমায় চমক হিসেবে রয়েছে মূল অভিনেত্রী। জানা যায়, মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

রিকিতা নন্দিনী শিমু। শিল্পীর সৌজন্যে

ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যপূর্ণ সব চরিত্রে রিকিতাকে দেখা গেছে। তারেক মাসুদের রানওয়ে চলচ্চিত্রে শিউলি চরিত্র দিয়ে সিনেমায় নাম লেখান রিকিতা। পরে ‘আন্ডার কনস্ট্রাকশন’ সিনেমায় রিকিতা অভিনেত্রী শাহানা গোস্বামী, রাহুল বোসদের মতো অভিনয়শিল্পীদের পেয়ে যান। পরে কলকাতার সিনেমা ‘ওয়ান্স আপন আ টাইম ইন কলকাতা’, ইরানের ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করেন শিমু।

খুনের রহস্য নিয়ে ‘চক্কর ৩০২’ সিনেমায় এবার কীভাবে দেখা যাবে? রিকিতা বলেন, ‘সিনেমাটিতে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। পুরো সিনেমায় আমার দৈর্ঘ্য কম। কিন্তু দারুণ একটি চরিত্র। দর্শক বিনোদন পাবেন এটুকু বলতে পারি।’ তাঁর অংশের বেশির ভাগ দৃশ্যের শুটিং ঢাকায় হয়েছে।

সিনেমার পরিচালক শরাফ আহমেদ জানান, প্রতিটি চরিত্রের ওপর গুরুত্ব দিয়েই তিনি গল্প বেছে নিয়েছেন। এখানে যেমন নায়িকা নেই; তেমন কে নায়ক, সে বিষয়গুলো নেই।

রিকিতা নন্দিনী শিমু। শিল্পীর সৌজন্যে

রিকিতাকে কেন গল্পে প্রয়োজন মনে হয়েছে, সেই প্রসঙ্গে এই পরিচালক বলেন, ‘প্রধান চরিত্রের সঙ্গে বয়সের ব্যবধান রয়েছে এমন একটি মেয়েকে আমরা খুঁজছিলাম। যে মেয়েটার চুল অনেক লম্বা, চেহারা মিষ্টি। তার মধ্যে সহনশীল বিষয় থাকবে। চেহারার মধ্যে একটি গৃহিণীর ভাব রয়েছে। সেই জায়গা থেকে শিমু আমাদের পছন্দের তালিকায় ছিল। ঠান্ডা মেজাজের চরিত্রে দর্শক তাঁকে দেখবেন।’

আরও পড়ুন

শরাফ আহমেদ আরও বলেন, ‘সিনেমায় যেমন একটি রহস্যজনক খুনের তদন্ত আছে, তেমনি এটি আবার তদন্তে থাকা পুলিশ কর্মকর্তার পরিবারের নানা ঘটনাকে ঘিরে। যে কারণে শিমু চরিত্রটি দর্শকদের কাছে একসময় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’ অনুদানের এই সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পাবে।