ট্রেন্ডিংয়ে ফিরল দেশি সিনেমা, শীর্ষে আছে কোনটি
অনেক দিন ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বিদেশি সিনেমার গান, টিজার বা ট্রেলার। দেশি কনটেন্ট শীর্ষে থাকলেও বেশি দিন স্থায়ী হয়নি। কিন্তু এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিজার, গান দিয়ে আবারও ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ফিরেছে দেশি কনটেন্ট।
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় এসেছে শাকিব খান অভিনীত ঈদের সিনেমা ‘বরবাদ’-এর প্রথম গান ‘দ্বিধা’। রিয়েল এনার্জি প্রোডাকশন ও প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে গানটি। এতে উঠে এসেছে শাকিব খান ও ইধিকা পালের প্রেমের রসায়ন। ইনামুল তাহসীনের কথায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদি হাসান। মুক্তির পরেই ইউটিউবের মিউজিক বিভাগের শীর্ষে উঠে এসেছে গানটি। আজ শনিবার বেলা ৩টা পর্যন্ত গানটির ভিউ ১২ লাখের বেশি।
অন্যদিকে ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের শীর্ষে রয়েছে শিহাব শাহীনের ঈদের সিনেমা ‘দাগি’র টিজার। ১১ মার্চ মুক্তি পেয়েছে আফরান নিশো, তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত সিনেমাটির টিজার। চরকির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া টিজারটির ভিউ ৬ লাখ ১০ হাজারের বেশি।
১ মিনিট ৭ সেকেন্ডের টিজারে তিনটি ভিন্ন লুক ও পরিস্থিতিতে আফরান নিশোকে পাওয়া গেছে। সিনেমায় তাঁর চরিত্রের নাম নিশান। প্রথমে বড় চুলে, মাঝখানে ছোট চুল আর একদম শেষে কয়েদির পোশাকে হাজির হন তিনি। তাঁর কয়েদি নম্বর ৭৮৬। টিজারের শুরুতেই নিশোকে বলতে শোনা যায়, ‘আব্বা আমাকে সব সময় বলত, “নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর।”’এরপর নিশোর কণ্ঠে শোনা যায়, ‘এবার বুঝতে পারতেসি, জীবনের লক্ষ্য। জেলের দাগ একবার যার লাগছে, সে-ই দাগি। সারাটা জীবন।’
ইউটিউব ট্রেন্ডিংয়ের মুভিজ বিভাগের দুই ও তিনে রয়েছে এম রাহিমের ‘জংলি’ ও মেহেদি হাসানের ‘বরবাদ’ সিনেমার টিজার। গত বৃহস্পতিবার রাতে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘জংলি’র টিজারের ভিউ তিন লাখের বেশি। উষ্কখুষ্ক দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস। এক যুবক হেঁটে যাচ্ছে।
ভয়েস ওভারে শোনা যায়, ‘বারুদ, আগুন আর হাওয়া; এক হইলেই ধোঁয়া।’ হাঁটতে হাঁটতে যুবক হাজির হয় এমন এক জায়গায়, যেখানে উৎসবের আমেজ; বিয়েবাড়ির প্যান্ডেল কি! এরপরেই বিস্ফোরণ। ধীরে ধীরে চেহারা মালুম হয়, সিয়াম আহমেদই বটে। বাংলা নাটক আর সিনেমায় সিয়ামকে বেশির ভাগ সময়ই দেখা গেছে রোমান্টিক চরিত্রে। তবে আগে মুক্তি পাওয়া পোস্টার আর প্রাক্-টিজার দেখে বোঝা গিয়েছিল, এবার ভিন্ন সিয়ামকে পাওয়া যাবে। টিজারে সেটা আরও স্পষ্ট হয়েছে।
ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এম রাহিমের ‘জংলি’ সিনেমার টিজারে সিয়ামকে দেখে চমকে গেছেন ভক্তরা। অনেকে টিজারের নিচে মন্তব্য করেছেন, ‘বরবাদ’, ‘দাগি’র পর ‘জংলি’র ধামাকা টিজার। এবারের ঈদ–উৎসব জমে যাবে। সিনেমাটিতে সিয়াম ছাড়াও আছেন বুবলী ও দীঘি।
গত ২৭ ফেব্রুয়ারি রিয়েল এনার্জি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘বরবাদ’-এর টিজার। এখন পর্যন্ত এ টিজারের ভিউ ছাড়িয়েছে ৪ লাখ। মিনিট ৪৪ সেকেন্ড টিজারে পাওয়া গেছে ধুন্ধুমার অ্যাকশনের আভাস।
টিজারে শাকিবকে পাওয়া গেছে বেশ কয়েকটি ভিন্ন লুকে। টিজার দেখে মনে করা হচ্ছে, প্রেম আর প্রতিশোধের গল্প হতে যাচ্ছে এটি। তবে ছবিতে যে দারুণ সব অ্যাকশন দৃশ্য থাকতে চলেছে, সে কথা বলা বাহুল্য। আর অ্যাকশনগুলো হবে যথেষ্ট নৃশংস, সেটাও বোঝা গেছে টিজার দেখে।
এ সিনেমায় শাকিব খান ছাড়াও আছেন যীশু সেনগুপ্ত ও ইধিকা পাল।