সোশ্যাল মিডিয়ায় হয়রানির অভিযোগে নায়িকার জিডি, মামলার প্রস্তুতি

চিত্রনায়িকা শিরিন শিলা
শিল্পীর সৌজন্যে

সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউব, ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচার করে সামাজিকভাবে হয়রানি করার দাবি করে একাধিক ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন চিত্রনায়িকা শিরিন শিলা। এমন ১৮টি ইউটিউব ও ফেসবুক আইডির লিংক উল্লেখ করে রাজধানীর বাড্ডা থানায় এই উদ্যোগ নেন তিনি। ডায়েরি নম্বর ৩৬৭। পরবর্তী সময়ে সাইবার ক্রাইমে মামলা করবেন বলে জানান। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেন।

শিরিন শিলা জানান, প্রথমে একটি টেলিভিশন চ্যানেল তাঁকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ্যা, বানোয়াট ও আজগুবি তথ্য দিয়ে খবর প্রচার করে। এরপর ওই কনটেন্ট কপি করে অসংখ্য ফেসবুক পেজে আপলোড করা হয়। এটি একজন তারকার জন্য খুবই অসম্মানজনক ও মর্মান্তিক। এ কারণেই প্রশাসনের সহায়তা চেয়েছেন। সাধারণ ডায়েরি করেছেন তিনি।

শিরিন শিলার ভাষ্য, ‘প্রমাণ ছাড়া ওই চ্যানেল আমাকে নিয়ে আজগুবি ও ভুয়া তথ্য প্রকাশ করেছে। আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, চরিত্র নিয়ে নেতিবাচক খবর প্রকাশ করেছে। আমি নাকি নানা ধরনের অসামাজিক কাজের সঙ্গে জড়িত। দেশ ছেড়ে পালিয়ে গেছি। প্রমাণ ছাড়াই এমন নানা ধরনের মিথ্যা তথ্য প্রকাশ করেছে। যা আমাকে সামাজিকভাবে খুবই হেয় করা হচ্ছে। এতে আমার পরিবার ও আত্মীয়স্বজনের সম্মানহানি হয়েছে। এমন মিথ্যা খবরে একজন শিল্পীর জীবন বিপন্ন হতে পারে, ক্যারিয়ার ধ্বংস হতে পারে।’

চিত্রনায়িকা শিরিন শিলা
শিল্পীর সৌজন্যে

শিরিন শিলা আরও বলেন, ‘বিষয়টি এখন চরম পর্যায়ে চলে গেছে। অসংখ্য পেজে এসব মিথ্যা খবর ছড়িয়েছে। এতে আমার ভক্ত-দর্শকের কাছে ভুল বার্তা যাচ্ছে। এটি কোনোভাবেই মেনে নিতে পারি না। আমি যে কাজ করিনি, নানা রং মাখিয়ে কেন আমাকে জড়িয়ে এমন নিউজ করতে হবে। এসব কনটেন্টে লাখ লাখ ভিউ হয়েছে। এটি নিয়ে একধরনের ভিউ–বাণিজ্যও হচ্ছে।’

চিত্রনায়িকা শিরিন শিলা
শিল্পীর সৌজন্যে

শিরিন শিলার বক্তব্য, ‘আমি খুবই অবাক হয়েছি। কেন আমাকে এভাবে তাঁরা হেয় করছেন। অথচ কনটেন্টে কোনো সত্য ভিত্তি নেই। মনগড়া সংবাদ দিয়ে কনটেন্ট সাজানো হয়েছে। আমি এসব মিথ্যা খবর তৈরিকারীদের ছাড়ব না। থানায় সাধারণ ডায়েরি করেছি। শিগগির এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করব। মিথ্যা ও ভুয়া খবর তৈরিকারীদের আইনের আওতায় আনব। যাতে ভবিষ্যতে কোনো তারকা বা সাধারণ মানুষের জীবন নিয়ে কোনো চক্রান্তকারী এভাবে মিথ্যা-বানোয়াট খবর প্রকাশ না করতে পারে।
শিরিন শিলা প্রত্যাশা করে বলেন, ‘নতুন বাংলাদেশে, নতুন সরকার এসেছে। তাঁদের প্রতি আমাদের সবার অগাধ বিশ্বাস আছে। আমি ন্যায়বিচার পাব।’