‘ভদ্রতার জন্য কিছু বলি না’, কেন লিখেছিলেন অঞ্জনা

অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা। ছবি: ফেসবুক

ফেসবুকে সরব ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা। প্রায়ই প্রকাশ করতেন নিজের ব্যবসাসফল সিনেমার কথা। কখনো তরুণদের ফিরিয়ে নিতেন অতীতের ঢালিউডের দিনগুলোর স্মৃতিকথায়। সেই অঞ্জনা হঠাৎ করেই ফেসবুকে লিখলেন, ‘এখন যে কথাগুলো বলব, এতে কেউ রাগ করলে আমার কিছু করার নেই।’ কেন তিনি সাত বছর আগে তরুণদের ওপর মনঃক্ষুণ্ন হয়েছিলেন?

অঞ্জনা একসময়ের জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় না করলেও তিনি প্রায়ই নানা আয়োজনে বাইরে যেতেন। সেই অভিজ্ঞতা নিয়ে মনে করতেন, অতিতে ঢালিউড শিল্পীরা যে সম্মান পেতেন, সেই সম্মান বর্তমান সময়ে অনেকটাই অপ্রত্যাশিত। তিনি অনেকবার গণমাধ্যমেও জানিয়েছেন, সেই অর্থে তরুণ অভিনয়শিল্পীদের কাছে মূল্যায়ন পেতেন না।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা। ছবি: ফেসবুক

ক্ষোভ প্রকাশ করে অঞ্জনা তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন, ‘আমি এখন যেই কথা বলব, এতে যদি কেউ রাগ করে, তাতে আমার কিছু করার নেই। আমাদের বাংলা চলচ্চিত্রে কিছু নতুন অভিনয়শিল্পী এসেছে, বেয়াদব অসভ্য নায়িকা এসেছে, যাদের মধ্যে কোনো শিষ্টাচার নেই। বড়দের তারা একটুও সম্মান করতে জানে না।’

অঞ্জনা স্ট্যাটাসটি ফেসবুক প্রথম পোস্ট করেছিলেন ২০১৮ সালে। সর্বশেষ মারা যাওয়ার দুই সপ্তাহ আগেও তিনি এই স্ট্যাটাস ভক্তদের সঙ্গে আবার ভাগাভাগি করেন।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা। ছবি: ফেসবুক

সেই সময় তিনি আরও মনঃক্ষুণ্ন হয়ে লিখেছিলেন, ‘ভদ্রতার জন্য কিছু বলি না। কিন্তু আজ আমি তাদের উদ্দেশে বলছি, তোমরা তো দুই দিনের বৈরাগী, তাই ভাতেরে অন্ন বলো। অথচ তোমাদের ঝুলিতে একটা করে সুপারহিট সিনেমা নেই, তবুও তোমারা নিজেদের তথাকথিত সুপারস্টার মনে করো। আর আমাদের ঝুলিতে অসংখ্য সুপার বাম্পার চলচ্চিত্র আছে, যা এখনো মানুষের হৃদয়জুড়ে আছে।’

আরও পড়ুন
অঞ্জনা। সংগৃহীত

এই সময় স্ট্যাটাসে অঞ্জনা ব্যবসাসফল ‘বারদাস্ত’ সিনেমা নিয়ে তথ্য তুলে ধরেন। একটি গানও ভাগাভাগি করেন ভক্তদের সঙ্গে। তিনি লেখেন, ‘আমি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরাক, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকং ও নেপালের অনেক সুপারহিট চলচ্চিত্রে অভিনয় করেছি। এ গানটি আমার পাঞ্জাবি সুপারহিট চলচ্চিত্র “বারদাস্ত” সিনেমার। এই ছবিটি সেই সময় ৫ কোটি টাকা ব্যবসা করে।’

গত শুক্রবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান অঞ্জনা রহমান। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর।