শাকিবের ‘বরবাদ’ ছাড়পত্রের জন্য জমা পড়েছে
শাকিব খানের ‘বরবাদ’ ছবির প্রচার-প্রচারণা সবই চলছিল। মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান—সবই প্রকাশ হয়েছিল। ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ‘বরবাদ’ ছবিটি ঘিরে হঠাৎই তৈরি হয় অনিশ্চয়তা। জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেলে তবে ছবিটি জমা দিতে পারবেন সার্টিফিকেশন বোর্ডে। কিন্তু সেই নথিপ্রাপ্তিতে দেরি হওয়ায় ‘বরবাদ’ মুক্তিতে তৈরি হয় অনিশ্চয়তা। চলচ্চিত্র–সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে এ নিয়ে লেখালেখি হয়।
এদিকে শাকিবের ভক্তরা তাঁদের প্রিয় নায়কের ছবিটি মুক্তির দাবি জানিয়ে ফেসবুকে সরব ছিলেন। তাঁদের সেই আশঙ্কা দূর হয়েছে। গতকাল রোববার মন্ত্রণালয়ের অনুমতিপত্র পেয়েছে ছবিটি। আজ সোমবার ছাড়পত্রের জন্য ছবিটি জমা পড়েছে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে। ছাড়পত্রের জন্য জমা পড়ার খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান আবদুল জলিল।
আজ সকালে আবদুল জলিল বলেন, ‘ছাড়পত্রের জন্য “বরবাদ” আমাদের কাছে জমা পড়েছে। আজই আমরা ছবিটি দেখব। দেখার পরপরই আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব।’
এদিকে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশনের স্বত্বাধিকারী শাহরিন আক্তার বলেন, ‘আমরা অনেক কষ্ট করে ছবিটি বানিয়েছি। একটা ভালো ছবি বানানোর জন্য যা যা করণীয়, তা–ই করেছি। বাংলাদেশি ছবির গ্লোবাল মার্কেটের কথা ভেবেছি, তাই কোনো কিছুতে বিন্দুমাত্র আপস করিনি। ছবির নাম ঘোষণা এবং শুটিং শুরুর পর থেকেই “বরবাদ” নিয়ে দর্শক আগ্রহ টের পেয়েছি। পোস্টার, টিজার ও গান প্রকাশের পর দেশ-বিদেশে ছড়িয়ে থাকা শাকিবের ভক্তদের পাশাপাশি সিনেমাপ্রেমীরা ছবিটি নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তা আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। সারা দেশের হলমালিকেরাও আমাকে ছবিটি নিয়ে তাঁদের আশাবাদের কথা জানিয়েছেন। এর মধ্যেই হঠাৎ সামান্য জটিলতা তৈরি হয়। তবে সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে। দর্শকের জন্য বানানো ছবিটি তাঁদের কাছে নিয়ে যেতে পারছি, এটাই সবচেয়ে স্বস্তির ও আনন্দের খবর। পবিত্র ঈদুল ফিতরে সবাই “বরবাদ” মেতে থাকুক, এটাই চাওয়া।’
ঈদে সিনেমাটির মুক্তি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা প্রসঙ্গে এই প্রযোজক আরও বলেন, ‘আমরা কিন্তু বাংলাদেশ সরকারের যত নিয়ম আছে, সব নিয়ম মেনেই ছবিটি বানিয়েছি। মন্ত্রণালয় কাগজপত্র যাচাই-বাছাই করে শুটিংয়ের অনুমতি দিয়েছে। গতকাল মন্ত্রণালয়ে গিয়ে দেখলাম সবাই, সেখানকার সবাই আগ্রহ নিয়ে “বরবাদ” সম্পর্কে আমার কাছে জানতে চাইছেন। ছবির প্রযোজক হিসেবে আমি নিজেও এতে অবাক হয়েছি।’
‘বরবাদ’ ছবির পরিচালক মেহেদী হাসান। এই ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। ছবিতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।