ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব শুরু

ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী আয়োজনে গতকাল নির্মাতা ও চিত্রগ্রাহকদের সম্মাননা জানানো হয়। বাঁ থেকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, চিত্রগ্রাহক অপু রোজারিও, নির্মাতা সৈয়দা নিগার বানু ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমানছবি: তানভীর আহাম্মেদ

বাংলাদেশ ও ইউরোপের চলচ্চিত্র নিয়ে পাঁচ দিনব্যাপী ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হলো। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় নেদারল্যান্ডসের সিনেমা ম্যালি ক্যান ফ্লাই প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবটি শুরু হয়েছে।
২৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ, শিল্পকলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং ডাচ ক্লাবে চলচ্চিত্রের প্রদর্শনী থাকছে। ঢাকার বাইরে খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়েও প্রদর্শনী রয়েছে।

উৎসবটি আয়োজন করছে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস; সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। উদ্বোধনী আয়োজনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘এই চলচ্চিত্র উৎসব আয়োজনের জন্য বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শিল্পকলা একাডেমি, গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশসহ সবাইকে ধন্যবাদ জানাই।’
এর আগে ‘ইয়ুথ ইন সিনেমা’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ, নির্মাতা অমিতাভ রেজা, অ্যাকটিভিস্ট সিমিন ইবনাত ধরিত্রী। আয়োজনটি পরিচালনা করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

‘ইয়ুথ ইন সিনেমা’ শীর্ষক আলোচনা পরিচালনা করেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এতে অংশ নেন অ্যাকটিভিস্ট সিমিন ইবনাত ধরিত্রী, নির্মাতা অমিতাভ রেজা ও প্রথম আলোর নির্বাহী সম্পাদক ও কবি সাজ্জাদ শরিফ
ছবি: সাজিদ হোসেন

বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে সাজ্জাদ শরিফ বলেন, ‘আমাদের তরুণ নির্মাতারা নতুন ভাষার খোঁজ করছেন, সমাজের অজানা অভিজ্ঞতা তুলে ধরছেন। সৃষ্টিশীল প্রকাশের স্বাধীনতার পথে নানা ধরনের বাধাই এখন তাঁদের সামনে বড় সমস্যা। এই বাধা দূর করতে পারলে তাঁরা আমাদের সিনেমা বদলে দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন।’
সিনেমা নিয়ে হতাশার কথা বলেছেন আয়নাবাজির নির্মাতা অমিতাভ রেজা। তাঁর দাবি, সিনেমা এখন মৃত। তিনি অভিযোগ করেছেন, সরকারি অনুদানের সিনেমা দুর্নীতিতে ভরা, কোনো শৃঙ্খলা নেই।
অ্যাকটিভিস্ট সিমিন ইবনাত ধরিত্রী বলেন, ‘আমরা ইউরোপিয়ান সিনেমাও দেখি। তবে বাংলাদেশের সিনেমায় আমাদের সংস্কৃতি, আমাদের দৃষ্টিভঙ্গি উঠে আসে। ফলে আমরা সব সময় বাংলাদেশের সিনেমাকে উৎসাহিত করেছি। বিশেষ করে তরুণদের জীবনে সিনেমার প্রভাব বেশ জোরালো। ফলে বিনোদনের পাশাপাশি বুদ্ধিবৃত্তিক চর্চা ও সমাজসচেতনতার ক্ষেত্রেও সিনেমা কাজে আসতে পারে।’

সৃজনশীল কাজের মাধ্যমে ইউরোপ ও বাংলাদেশের সংস্কৃতির নানা বৈচিত্র্যকে সমৃদ্ধ করার জন্য তরুণ নির্মাতাদের নিয়ে ‘মাস্টারক্লাস’–এর আয়োজন করে ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ। গত শুক্র ও শনিবার ঢাকার ব্রিটিশ কাউন্সিলে মাস্টারক্লাসে অংশ নেন নির্মাতা সৈয়দা নিগার বানু, চিত্রগ্রাহক অপু রোজারিও, নির্মাতা অমিতাভ রেজা ও নির্মাতা পিপলু আর খান।
গতকাল তাঁদের সম্মাননা জানানো হয়। সম্মাননা জানান ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। পিপলু আর খান ছাড়া অন্যরা উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের অংশ হিসেবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা ছবি জমা দেন। গতকাল তিন বিভাগে পুরস্কার ঘোষণা করা হয়। সেরা গল্পের পুরস্কার পায় প্যাসেঞ্জার, ছবিটি পরিচালনা করেন মোস্তফা মনোয়ার। সেরা নির্মাতার পুরস্কার পান অশ্লেষা নির্মাতা আকিব মাহমুদ। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে মেহেদি জোসেফের পোস্টার।

পুরস্কারপ্রাপ্ত নির্মাতাদের সঙ্গে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি ও ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি
ছবি: তানভীর আহাম্মেদ

বিজয়ী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। এরপর পোস্টার  প্রদর্শিত হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক, ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক ফ্রঁসোয়া ঘ্রোজঁসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জাতীয় নাট্যশালার বাইরে প্রথমা প্রকাশন ও ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির স্টল ছিল।
পুরো আয়োজন উপস্থাপনা করেছেন কাজী সাবির।

আরও পড়ুন