মৌসুমী–ওমর সানীর বাসায় চুরি, থানায় মামলা
চিত্রনায়িকা মৌসুমী ও ওমর সানী দম্পতির বাসায় চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকালে বাসা থেকে বের হওয়ার পর এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এই তারকা দম্পতির পরিবার। চুরির ঘটনায় ঢাকার ভাটারা থানায় আজ মঙ্গলবার সকালে মামলা দায়ের করেছেন ওমর সানী। প্রথম আলোকে মামলার খবরটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম।
প্রথম আলোকে মাজহারুল ইসলাম বলেন, ‘বাসায় চুরির অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন ওমর সানী। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’ ভাটারা থানার পুলিশ জানিয়েছে, ওমর সানীর বাসা থেকে নগদ ২০–২২ হাজার টাকা ও তিনটি মুঠোফোন চুরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে বাসা থেকে হাঁটতে বেরিয়েছিলেন ওমর সানী। ৪০ মিনিট হাঁটাহাঁটির পর বাসায় ফিরে দেখেন তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন, ২২ হাজার টাকা এবং তাঁর সহকারীর একটি দামি মুঠোফোন চুরি হয়ে গেছে! ওমর সানী বলেন, ‘সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে আমি মর্নিং ওয়াকে বের হই।
এরপর হাঁটা শেষে আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে বাসায় ফিরে ড্রয়িংরুমে এসে দেখি আমার স্যামসাং এস টোয়েন্টি আলট্রা এবং আরেকটি অপো ফোন নেই। ড্রয়ারে নগদ ২২ হাজার টাকা ছিল, সেটিও নেই। আমার পিএস আরিফ জানায়, তার ব্যবহৃত ইনফিনিক্স মোবাইল ফোনটিও চুরি হয়েছে।’
ওমর সানীর বিশ্বাস, যেহেতু চুরি হয়ে যাওয়া ফোনগুলোর আইএমইআইসহ সব তথ্যই পুলিশকে দেওয়া হয়েছে, তাই শিগগিরই চোরদের খুঁজে বের করা সম্ভব হবে।