যে হলে আজ মুক্তি পাচ্ছে কুসুমের ‘শরতের জবা’

‘শরতের জবা’ সিনেমার দৃশ্যে ইয়াশ রোহান ও কুসুম শিকদারছবি : কুসুম শিকদারের সৌজন্যে

প্রথমবার সিনেমার পরিচালক হিসেবে দর্শকদের সামনে আসছেন কুসুম শিকদার। নতুন পরিচয়ের আগে অনেকটাই শঙ্কিত তিনি। রয়েছেন কিছুটা ভয়ের মধ্যেও। দর্শকেরা কীভাবে সিনেমাটিকে গ্রহণ করবেন, সেটাই ভয়। এমনটাই জানান কুসুম। তাঁর সিনেমার নাম ‘শরতের জবা’। সিনেমাটি আজ ঢাকা ও চট্টগ্রামে মুক্তি পাচ্ছে।

মুক্তির প্রক্রিয়া থেকে প্রচারণার প্রায় সব কাজ নাকি একাই করতে হচ্ছে কুসুম শিকদারকে। এ জন্য চাপের মধ্যে রয়েছেন তিনি। কয়টি হলে ছবিটি মুক্তি পাচ্ছে জানতে চাইলে তিনি জানান, সিনেপ্লেক্সের শাখার মধ্যে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, ধানমন্ডির সীমান্ত সম্ভার, মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার ও চট্টগ্রামের বালি আর্কেডে মুক্তি পাচ্ছে।

‘শরতের জবা’ চলচ্চিত্রের পোস্টার
নির্মাতার সৌজন্যে

কুসুম বলেন, ‘আমাদের আগে থেকে পরিকল্পনা ছিল, সিনেমাটি স্বল্প পরিসরে মুক্তি দেওয়া। এটা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন হলে মুক্তি দেওয়া হবে। দর্শকদের কেমন প্রতিক্রিয়া পাই, সেটা দেখেই ভবিষ্যতে আরও বড় পরিসরে যাব। এখন দর্শকেরা কীভাবে নেন, সেটাই ভাবাচ্ছে।’

‘গহীনে শব্দ’, ‘লাল টিপ’, ‘শঙ্খচিল’ দিয়ে আলোচনায় আসা এই অভিনেত্রী বিরতি দিয়ে ফিরছেন।

কুসুম শিকদার। ছবি: শিল্পীর সৌজন্যে

‘শরতের জবা’ সিনেমার গল্পটি তাঁর লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এক একাকী নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে সিনেমাটির গল্প।

আরও পড়ুন

জানা যায়, অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যুজড়ানো জবার জীবন একেক সময় একেক প্রশ্নের জন্ম দেয়। এখানে ‘জবা’ চরিত্রে নামভূমিকায় অভিনয় করেছেন কুসুম নিজেই।

‘শরতের জবা’ ছবিতে কুসুমের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন তাঁরা। সিনেমায় আরও অভিনয় করেছেন জিতু আহসান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া প্রমুখ। শেষ ২০১৬ সালে কুসুম শিকদার অভিনীত ‘শঙ্খচিল’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। দীর্ঘ আট বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি।