মাসুম বাবুলকে নিয়ে যা বললেন শাবনূর, ফেরদৌস, ঋতুপর্ণারা

শুটিংয়ের ফাঁকে (বাম থেকে) ফেরদৌস, ঋতুপর্ণা ও মাসুম বাবুলছবি: ফেসবুক থেকে
দীর্ঘদিন ক্যানসারে ভুগে অবশেষে গতকাল সোমবার মারা যান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল। চলচ্চিত্রে তিনি শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেছিলেন। একটা সময় অভিনয়ের চেয়ে নৃত্য পরিচালনায় মনোযোগী হন তিনি। হয়ে ওঠেন তারকাদের নাচের গুরু। দিনে দিনে নিজেকে তারকা নৃত্য পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেন। শাবানা থেকে শাবনূর—কয়েক প্রজন্মের নায়িকারা মাসুম বাবুলের নির্দেশনায় চলচ্চিত্রের পর্দায় নাচ করেছেন। দেশের বাইরের তারকারাও এই নৃত্য পরিচালকের নির্দেশনায় চলচ্চিত্রের পর্দা কাঁপিয়েছেন। তিন যুগের ক্যারিয়ারে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাসুম বাবুল। ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমা দিয়ে প্রথম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হন। ২০০৮ সালে ‘কি জাদু করিলা’ সিনেমার জন্য দ্বিতীয়বারের মতো এ পুরস্কার পান। সর্বশেষ তিনি ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’ ছবি দিয়ে জাতীয় পুরস্কার পান তিনি। বঙ্গবন্ধুর বায়োপিকেও একমাত্র বাংলাদেশি কলাকুশলী হিসেবে কাজ করেছেন তিনি। সদ্য প্রয়াত এই নৃত্য পরিচালককে নিয়ে স্মৃতিচারণা করেছেন শাবনূর, ফেরদৌস, ঋতুপর্ণা ও সাইমন সাদিকেরা
মাসুম বাবুল ও শাবনূর
ছবি: ফেসবুক থেকে

শাবনূর
মাসুম বাবুল আমার অত্যন্ত পছন্দের একজন নৃত্য পরিচালক! অসাধারণ একজন গুণী নৃত্য পরিচালক ছিলেন তিনি। তাঁর সঙ্গে আমার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তিনি সেটে সব সময় সবাইকে অনেক আনন্দে মাতিয়ে রাখতেন! আমার অসংখ্য ছবির নৃত্য পরিচালক ছিলেন তিনি! আমাদের মাঝ থেকে তিনি এভাবে চলে গেছেন, এটা ভাবলেই যেন গা শিউরে উঠছে! হয়তো আরও অনেক নৃত্য পরিচালকই আসবে, কিন্তু তাঁর শূন্যস্থান কখনোই পূরণ হবে না! তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি! আপনারা যে যেখানে আছেন, সবাই তাঁর জন্য দোয়া করবেন!

ফেরদৌস
পৃথিবী থেকে আরও একজন প্রিয় বন্ধু, অসম্ভব ভালোবাসার মানুষ চলে গেলেন। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাবুল ভাই নেই। আর আমি তাঁকে জড়িয়ে ধরে আমার না–বলা কথাগুলো বলতে পারব না। আমার কথা শুনে এফডিসির আকাশ–বাতাস কাঁপিয়ে বাবুল ভাই আর হাসবেন না। নাচের মুদ্রা ভুলে গেলে মাথা চুলকে মিষ্টি হাসি দিয়ে বলবেন না আবার কর।  অ্যাকশন। আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি বাবুল ভাই। আপনি আজীবন থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের ভালোবাসা আর আমাদের শ্রদ্ধায়।

ঋতুপর্ণা
মনটা খুব খারাপ হয়ে গেল। অনেক অনেক ছবি করেছি তোমার সঙ্গে বাবুল। কত গল্প, কত হাসি, কত দারুণ দারুণ কাজ। তুমি আমাকে বলতে ম্যাজিক গার্ল। বড় তাড়াতাড়ি চলে গেলে। অনেক লড়াই করলে। এখন তোমার প্রিয় বন্ধু মান্না ভাইয়ের কাছে চলে গেলে। কত কাজ করেছি আমরা সবাই। সব স্মৃতি হয়ে গেল। ভালো থেকো, যেখানেই থাকো।

মাসুম বাবুলের সঙ্গে সাইমন সাদিক
ছবি: ফেসবুক থেকে

সাইমন সাদিক
আপনি আমার কাছে চিরনতুন, চিরতরুণ। ওপারে ভালো থাকবেন ওস্তাদ। মহান আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। অসংখ্যবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক মাসুম বাবুল।