‘গানের শুটিং করার সময় বলে রেখেছিলাম অ্যাম্বুলেন্স এনে রাখতে’
শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার গান দ্বিধা প্রকাশের পর থেকেই ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল। সেই গানকে এবার ছাড়িয়ে গেল ঈদের ‘জ্বীন-৩’ সিনেমার গান কন্যা। ৯ দিন ধরে আবদুন নুর সজল ও নুসরাত ফারিয়া অভিনীত সিনেমাটির গান ট্রেন্ডিংয়ে ২ নম্বরে ছিল। অন্যদিকে দ্বিধা ১২ দিন ধরে শীর্ষে জায়গা ধরে রেখেছিল।
‘কন্যা’ গানটি ইতিমধ্যে দর্শকদের মাঝে সাড়া ফেলেছে। গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমার নায়ক সজল। তিনি বলেন, ‘দর্শক গানটি এতটা পছন্দ করবেন ভাবিনি। এখন বাইরে বের হলেই দেখি কন্যা কোথাও না কোথায় বাজছে। অল্প সময়ের জন্য কোথায় গেলেও গানটি শুনি। এটা দর্শক শ্রোতাদের ভালোবাসা। তাঁরা গানটি পছন্দ করেছেন, এ জন্য শুনছেন, তাঁদের কাছে কৃতজ্ঞতা।’
সজল জানালেন, তিনি আগেই ধারণা করেছিলেন গানটি ট্রেন্ডিংয়ের শীর্ষে চলে আসবে। ‘শুরু থেকেই যেভাবে সাড়া পেয়েছি, তাতে মনেই হচ্ছিল এটি দিন দিন বেশি দর্শকের কাছে পৌঁছাবে। অবশেষে সেটাই হচ্ছে। আমাদের সিনেমাটিও আশা করছি দর্শক গ্রহণ করবেন। সেই অপেক্ষায় রয়েছি।’
সজল ফিরে গেলেন গানটির শুটিংয়ের দিনগুলোয়। এ মাসের শুরুতেই তাঁকে গানের শুটিংয়ে অংশ নিতে হয়। সেই সময় তাঁর শরীরে জ্বর ছিল ১০২–এর ওপরে। অসুস্থতা থাকার পরও বাধ্য হয়ে তাঁকে শুটিংয়ে অংশ নিতে হয়।
সজল বলেন, ‘ঈদের সিনেমা। শুটিং না করলে আটকে যাওয়ার সম্ভাবনা। কারণ শিডিউল মেলানো কঠিন। এদিকে চিকিৎসকও আমাকে শুটিং করতে নিষেধ করে দিয়েছেন। টানা জ্বরের কারণে পুরো বিশ্রাম নিতে বলেছেন। সেখানে আমি ১০২ জ্বর নিয়ে এই কন্যা গানে শুটিং করেছি। কন্যার গানের শুটিং করার সময় বলে রেখেছিলাম অ্যাম্বুলেন্স এনে রাখতে। কিছু হলে যেন দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে মনের জোর দিয়েই শুটিং করেছি। এখন দর্শকেরা পছন্দ করছেন অভিনেতা হিসেবে এটাই প্রাপ্তি।’
কন্যা গানটির সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল। গানটি গেয়েছেন ইমরান ও দিলশাদ নাহার কনা। গানটি লিখেছেন রবিউল ইসলাম। জাজ মাল্টিমিডিয়ার এই সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।