‘আদম’ সিনেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে রিট
আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘আদম’ সিনেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। মো. জামিল হাসান নামে রাজধানীর মোহাম্মদপুরের এক বাসিন্দা আজ বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
এর আগে ২০১৯ সালের আগস্টে ‘আদম’-এর শুটিং শুরু হয়। ২০২৩ সালে এসে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি।
রিট আবেদনকারীর আইনজীবী মো. ইসমাঈল হোসেন ভূইয়া প্রথম আলোকে বলেন, ‘২ এপ্রিল ছবিটির ট্রেলার প্রকাশিত হয়। এতে কুমারীর অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এ নিয়ে সালিসের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় বিশ্বাস ও রীতিকে পাশাপাশি দাঁড় করানোর প্রচেষ্টাও দেখা যায়। ছবিটিতে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো সংলাপ ও দৃশ্য রয়েছে বলে প্রতীয়মান হয়, যা দেশের প্রচলিত আইন ও সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ নয়। তাই সিনেমাটির সেন্সর সনদপত্র বা ছাড়পত্র বাতিল চেয়ে ১২ এপ্রিল আপিল বোর্ডে আপিল করা হয়। এতে ফল না পেয়ে সিনেমাটির সেন্সর সনদপত্র বা ছাড়পত্র বাতিল করে এর প্রদর্শন বন্ধ চেয়ে রিটটি করা হয়েছে।’
আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান রিট আবেদনকারীর এই আইনজীবী।
রিট আবেদনে দেখা যায়, আপিল নিষ্পত্তিতে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং ছবিটির সেন্সর সনদপত্র স্থগিত করে প্রদর্শন বন্ধের কেন নির্দেশ দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে রিটে।
আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ‘আদম’ সিনেমার প্রদর্শন বন্ধের নির্দেশনা চাওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচারসচিব, সিনেমার পরিচালক আবু তাওহীদ হিরন, প্রযোজক তামিম হোসাইনসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে।
চলচ্চিত্রটির নির্মাতা সূত্রে জানা গেছে, গ্রামীণ জনপদের একটি কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, জান্নাতুল ফেরদৌস ঐশী, ইয়াশ রোহান, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, সুমনা সোমা, ইকবাল হোসেন, মিলন ভট্টাচার্য প্রমুখ ।