শাকিব খানের সেঞ্চুরি

সেঞ্চুরি হাঁকালেন শাকিব খান। নতুন ছবি ‘লিডার: আমিই বাংলাদেশ’ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, সিলেটসহ দেশের ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। প্রথম আলোকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছেন ছবির পরিচালক তপু খান।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

এবার ঈদে শাকিব খানের দুটি চলচ্চিত্র মুক্তির কথা ছিল। শেষ মুহূর্তে ‘আগুন’ ছবিটি পিছিয়ে গেলে ‘লিডার: আমিই বাংলাদেশ’ নিয়ে প্রেক্ষাগৃহ মালিকদের আগ্রহ বাড়তে থাকে। টিজার ও প্রথম গান মুক্তির পর থেকে এই আগ্রহের আরও কয়েক গুণ বেড়ে যায়। তখনই ধারণা করা হয়, প্রেক্ষাগৃহ–খরার এ সময়েও শাকিব খান অভিনীত ছবিটি ঠিকই ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবির পরিবেশক প্রতিষ্ঠান টিওটি ফিল্মস কর্তৃপক্ষও প্রথম আলোকে জানিয়েছিল, তাঁদের টার্গেট ১০০ প্রেক্ষাগৃহ। আজ বৃহস্পতিবার তা পূর্ণ হয়েছে। এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, চাহিদা থাকলেও আপাতত প্রেক্ষাগৃহ বাড়ানোর কোনো পরিকল্পনা নেই তাদের।

চলচ্চিত্র প্রদর্শক সমিতি, চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান, পরিবেশক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘শত্রু’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘আদম’ ও ‘প্রেম প্রীতির বন্ধন’—এই আট ছবি এবারের ঈদে মুক্তি পাবে।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

গত কয়েক বছরের হিসাবে ছবি মুক্তির এই সংখ্যা চমকে যাওয়ার মতো। কেউ বলছেন, একসঙ্গে এত চলচ্চিত্র মুক্তি একই সঙ্গে ইতিবাচক ও নেতিবাচক। সারা দেশে এখন যে পরিমাণ প্রেক্ষাগৃহ, তাতে তিন-চারটি ছবি মুক্তি পেলেই ঠিকঠাক ছিল। এতগুলো ছবি মুক্তির কারণে বর্তমানে চালু ৬০টির মতো প্রেক্ষাগৃহের বাইরে ঈদে আরও শতাধিক বন্ধ প্রেক্ষাগৃহ চালু হয়েছে। আর চালু হওয়া প্রেক্ষাগৃহের দুই–তৃতীয়াংশ শাকিব খানের ছবি মুক্তির কারণে হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সাড়ে তিন শর মতো নাটক ও বিজ্ঞাপনচিত্র বানানো নির্মাতা তপু খান এবারই প্রথম চলচ্চিত্র বানালেন। প্রথম চলচ্চিত্র ঈদে মুক্তি ও ১০০টি প্রেক্ষাগৃহ প্রাপ্তিতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির পরিচালক তপু খান
ছবি : পরিচালকের সৌজন্যে

প্রথম আলোকে বৃহস্পতিবার সন্ধ্যায় বললেন, ‘ভাইয়া (শাকিব খান) আমাকে এককভাবে ঈদে আসার সুযোগটা করে দিয়েছেন। আমার বানানো প্রথম ছবি ১০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার বিষয়টি সত্যিই আনন্দের। মনে মনে তেমনটা চেয়েছিলামও। এরই মধ্যে ছবির টিজার ও দুটি গান “কথা আছে” এবং “সুরমা” প্রকাশের পর থেকে সবাই পছন্দ করেছেন। আশা করছি ছবিটিও সবার মন জয় করবে। সারা দেশে ছড়িয়ে থাকা শাকিব খানের ভক্তরা আনন্দে মেতে উঠতে পারবেন।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিটি প্রসঙ্গে জানতে চাইলে তপু বললেন, ‘বর্তমান যুগে পারিবারিক বন্ধনের জায়গাটা একটু কমে গেছে। সবাই যার যার জায়গা থেকে নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত সময় পার করছে। সোশ্যাল মিডিয়া নিয়ে বেশি ব্যস্ত। গল্পে আমরা চেষ্টা করেছি পারিবারিক ব্যাপারগুলো ইনভলভ করতে। ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, মা-বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক, তারপর ভাবির সঙ্গে দেবর-ননদের সম্পর্ক —এই সম্পর্কগুলোকে আমরা যৌক্তিকভাবে মধ্যবিত্ত পরিবারে যেভাবে থাকে, সেভাবে তুলে ধরার চেষ্টা করেছি। পারিবারিক মূল্যবোধের ব্যাপারটাকে ফোকাস করেছি—যা  দীর্ঘদিন ধরে আমাদের দেশের চলচ্চিত্রে অনুপস্থিত বলে মনে করছি। এ কারণে সবাই পরিবার নিয়ে ছবিটি দেখবে।’

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির শুটিংয়ে শাকিব খান
ছবি : পরিচালক তপু খানের সৌজন্যে

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনতার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।