এক সুখের জীবন জায়েদ খানের
‘ডিগবাজি’ থেকে শুরু করে অদ্ভুত সব কর্মকাণ্ড দিয়েই আলোচনায় এসেছিলেন জায়েদ খান। সেই ডিগবাজিতেই জায়েদ খানের যেন সৌভাগ্যের দরজা খুলে গেছে। জায়েদ খান এখন তুমুল ব্যস্ত। দেশে-বিদেশে শো করে বেড়াচ্ছেন এই অভিনেতা। এই মাসে সিডনি তো পরের মাসে লন্ডন। কিছুদিন পর মুম্বাই কিংবা দুবাই। শুক্রবার আবারও বিমানের বিজনেস ক্লাসে জায়েদ। এবারের গন্তব্য যুক্তরাষ্ট্র ও কানাডা।
সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের কর্মকাণ্ডের নিয়মিত তথ্য-উপাত্ত দিচ্ছেন অভিনেতা। জানান, ‘যুক্তরাষ্ট্র ও কানাডায় কয়েকটি শো নিয়ে ব্যস্ত থাকব। দোয়া করবেন যেন সুস্থভাবে আবার ফিরে আসতে পারি। আপনাদের ভালোবাসাই আমার শক্তি। বাংলাদেশ এবং আপনাদের সবাইকে অনেক মিস করব।’
এত কিছুতে যারপরনাই খুশি সময়ের আলোচিত এই অভিনেতা। সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমি ভাগ্যবান, এত সুখের জীবন পেয়েছি। আমার সঙ্গে বাবার দোয়া সব সময় ছিল। আমি সহজ সরল, আমার সরলতায় মুগ্ধ হয়ে মানুষ ভালোবাসা জানায়। আমি সেই ভালোবাসাকে শ্রদ্ধা জানাই। মাঝে মাঝে ভাবি মানুষের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই।’ বিদেশের মানুষের ভালোবাসার টানে ছুটে যান তিনি।
অভিনেতা বলেন, ‘আগে শিল্পী সমিতির দায়িত্বে ছিল কাঁধে। তখন বিদেশ থেকে ডাক এলেও রাজি ছিলাম না। তখন সেখানে গেলে অনেকে বলত সমিতির নাম ভাঙিয়ে গিয়েছি। এখন সেই দায়িত্ব নেই। তাই বিদেশের শোগুলো হাতছাড়া করি না। শো করে বিদেশে ঘুরেও বেড়াতে পারছি। বিভিন্ন দেশের মানুষ, নতুন নতুন স্থান দেখে নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করছি।’