তাজমহল থেকে ছবি দিয়ে বুবলী বললেন, প্রতিটি দিনই ভালোবাসার তারপরও...

এবারের ভালোবাসা দিবসে ফেসবুকে একগুচ্ছ স্থিরচিত্র পোস্ট করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এসব স্থিরচিত্রের কোনোটিতে সঙ্গে আছে সন্তান শেহজাদ খান বীর। একনজরে দেখে নেওয়া যাক আগ্রার তাজমহলে তোলা বুবলীর সেসব স্থিরচিত্র
১ / ৬
শুটিং আর পারিবারিক মুহূর্তের বিভিন্ন স্থিরচিত্র ছাড়াও প্রায় সময় ফেসবুকে সন্তান শেহজাদ খান বীরসহ দেখা দেন চিত্রনায়িকা শবনম বুবলী। মা-ছেলের ঘোরাঘুরি ছাড়াও পারিবারিক মুহূর্তের এসব স্থিরচিত্র ফেসবুকে আলোচনায় আসে। এবারের ভালোবাসা দিবসে সন্তানের সঙ্গে ২০টির বেশি স্থিরচিত্র পোস্ট করেছেন। দেখা গেছে, এসব স্থিরচিত্র ভারতের আগ্রার তাজমহলে তোলা।
২ / ৬
২০২০ সালের ২১ মার্চ জন্ম শেহজাদের। আগামী মাসে তার ৪ বছর পূর্ণ হবে। শেহজাদ এখন ঢাকার একটি বেসরকারি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে। সন্তানসহ পোস্ট করা এসব স্থিরচিত্রের ক্যাপশনে চিত্রনায়িকা মা শবনম বুবলী লিখেছেন, ‘আমার বাপজান আমার ভালোবাসা, আমার পৃথিবী।’
৩ / ৬
ভালোবাসা দিবসে পোস্ট করা এসব স্থিরচিত্রের ক্যাপশনে বুবলী বলে গেছেন ভালোবাসার কথাও। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে বুবলী লিখেছেন, ‘প্রতিটি দিনই ভালোবাসার, তারপরও একটি দিন একটু বেশি ভালোবেসে বিশেষভাবে কাটালে ক্ষতি কী! সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা...।
৪ / ৬
পোস্ট করা স্থিরচিত্রে দেখা গেছে, কোনো স্থিরচিত্রে চিত্রনায়িকা মা শবনম বুবলী সন্তান শেহজাদকে আদর করে চুমু খাচ্ছেন। আবার কোনোটিতে সন্তান তার মাকে আদর করে গালে চুমু দিয়েছে।
৫ / ৬
ভারতের আগ্রার তাজমহল থেকে পোস্ট করা এসব স্থিরচিত্রে দেখা গেছে, চিত্রনায়িকা মা শবনম বুবলী ও তাঁর সন্তান শেহজাদ ম্যাচিং করে পোশাক পরেছে। মা-ছেলের ম্যাচিং করা পোশাক নজর কেড়েছে।
৬ / ৬
ছবিগুলো কবে তোলা হয়েছে, সে ব্যাপারে কিছুই বলেননি শবনম বুবলী। ধারণা করা হচ্ছে, কলকাতায় ছবির শুটিং করার ফাঁকে আগ্রার তাজমহল দেখতে গিয়েছিলেন তিনি।