এফডিসি থেকে অরুণা বিশ্বাসের ফোন, ক্রেডিট কার্ড, জাতীয় পরিচয়পত্র চুরি

অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর একটি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। এখান থেকেই চুরি হয়ে গেল চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যবহৃত ব্যাগ, যে ব্যাগে ছিল তাঁর আইফোন ১১ সিরিজ, স্যামসাং এ ৭৫, জাতীয় পরিচয়পত্র, ক্রেডিট কার্ড, ঘরের চাবিসহ আরও অনেক কিছু। এফডিসির মতো জায়গা থেকে এসব হারিয়ে হতবাক দেশের চলচ্চিত্রের গুণী এই অভিনেত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এফডিসির শোক দিবসের একটি অনুষ্ঠান শুরুর আগে এসব চুরি হয়ে যায় বলে নিশ্চিত করেন তিনি।

অরুণা বিশ্বাস
ছবি: সংগৃহীত

ব্যাগ চুরির খবরটি অরুণা বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছেন। আজ শুক্রবার তিনি লিখেছেন, ‘চুরি হয়ে গেল ব্যাগ এফডিসির ভেতর থেকে, সব ছিল ওখানে। যদি ইন্ডাস্ট্রির কেউ জানেন, কারা এসব কাজ করেন, প্লিজ সাহায্য করুন।’ এই পোস্ট দেওয়ার পর কথা হয় অরুণা বিশ্বাসের সঙ্গে। তিনি বলেন, ‘এফডিসিতে শোক দিবস উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিকদের ডাকছিলেন কথা বলার জন্য। আমি আর অঞ্জনা দিদি তখন একসঙ্গে বসা ছিলাম। একপর্যায়ে সঙ্গে থাকা ব্যাগ চেয়ারে রেখে কথা বলতে যাই। অঞ্জনা দিদিকে বলি, দেখে রেখো ব্যাগটা। কথা বলা শেষে এসে দেখি, ব্যাগ আর নেই! আমি তো হতভম্ব হয়ে যাই।’

অরুণা বিশ্বাস
সংগৃহীত

ক্ষোভ প্রকাশ করে অরুণা বিশ্বাস বলেন, ‘আমি শুনেছি, এফডিসিতে একটা চক্র তৈরি হয়েছে, যারা বিভিন্নজনের এটা–সেটা চুরি করে। এত গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর বহিরাগত লোকজন আসা–যাওয়া করলে তো এ ধরনের ঘটনা ঘটবেই। খবর নিয়ে আমি জানতে পেরেছি, এফডিসিতে যে কেউই এখন অনায়াস ঢুকে যেতে পারেন। এত এত ইউটিবার কীভাবে এত গুরুত্বপূর্ণ জায়গায় ঢোকেন, আমার মাথায় আসে না। তাহলে এফডিসির নিরাপত্তার দায়িত্বে যাঁরা নিয়োজিত, তাঁরা কী করছেন, এই প্রশ্ন থেকে যায়। কাজের লোকেরা এখানে কাজ করে চলে যাবেন। বহিরাগত ব্যক্তিদের ঢোকার বিষয়টি নিয়ন্ত্রণ করতেই হবে।’

চুরির বিষয়টি নিকটস্থ থানায় অবহিত করে একটি সাধারণ ডায়েরি করেছেন অরুণা বিশ্বাস। এই অভিনেত্রী বলেন, ‘আমার ব্যাগ চুরির সময় এফডিসিতে তেজগাঁও অঞ্চলের উপপুলিশ কমিশনারও ছিলেন। তিনি বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখছেন বলে আমাকে জানিয়েছেন। তবে যা–ই হোক না কেন, এফডিসিতে এভাবে চুরি হবে, এটা আমি মানতেই পারছি না।’

১৯৮৬ সালে রাজ্জাক পরিচালিত ‘চাঁপাডাঙ্গার বউ’ ছবিতে বাপ্পারাজের বিপরীতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ অরুণা বিশ্বাসের। আগের বছর বিটিভির নিজস্ব নাটক ‘এখানে জীবন’–এ অভিনয় করেন তিনি। চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে ‘বহুবচন’ নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় করেছেন তিনি। অরুণা বিশ্বাস অভিনীত উল্লেখযোগ্য কিছু সিনেমা হলো ‘পরশপাথর’, ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘মায়ের কান্না’, ‘গণ-আন্দোলন’ ইত্যাদি। তাঁর অভিনীত শেষ মুক্তি পাওয়া ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’।