২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এফডিসিতে ঢুকতেই জড়িয়ে ধরছেন নায়ক রুবেল, ভেতরে কী করছেন মিশা, নিপুণ, রত্নারা

আজ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। ছবি: কোলাজ

সকাল সাড়ে ১০টা পার হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ঢুকতেই গেটের সামনে দেখা গেল অনেক পুলিশ সদস্যকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন বলে এমন নিরাপত্তা। শুরুতেই পরিচয় ও কার্ড দিয়ে ভেতরে ঢোকার পালা। এই ঝক্কি পেরিয়ে হাঁফ ছেড়ে বাঁচা গেল। এফডিসির নতুন ভবন তৈরি ও উন্নয়নকাজের জন্য কারওয়ান বাজার রেললাইনের পাশে গেট করা হয়েছে।

সেই গেট দিয়ে ভেতরে প্রবেশ করার পরই একজন অভিনয়শিল্পীকে দেখা গেল। তাঁকে দূর থেকেই ডাকছেন চিত্রনায়ক রুবেল। তিনি পাশেই গাছের ছায়ায় চেয়ার নিয়ে বসে আছেন। পরে সেই অভিনেতাকে জড়িয়ে ধরে বলেন, ‘কিরে কেন এসেছিস? কেন এসেছিস, সব ঠিক আছে তো।’ পরে আর তাঁদের কথা বোঝা গেল না। এটা বোঝা গেল, আন্তরিকতার সঙ্গে ভোট চাইছেন এই নায়ক। তিনি মিশা ও ডিপজল প্যানেলের সহসভাপতি পদে নির্বাচন করছেন।

বসে আছেন চিত্রনায়ক রুবেল। ছবি: প্রথম আলো

ভেতরে প্রবেশ করেই শোনা গেল, নির্বাচন কমিশন থেকে মাইকে ভোটারদের ডাকা হচ্ছে ভোট দিতে। ভিড় এড়াতে ঘোরাঘুরি না করে দ্রুত ভোট দিতে বলছেন। এখন তেমন ভোট পড়ছে না। এ ছাড়া মনে করিয়ে দিচ্ছেন নামাজের জন্য ৪৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকবে।
এফডিসির ভেতরে প্রবেশ করেই ক্যানটিনের পাশে নায়ক আলেকজান্ডার বো ও মেহেদীকে ঘিরে ধরেছেন সাংবাদিকেরা। তাঁরা জানতে চাইছেন নির্বাচনের পরিবেশ নিয়ে। আলেকজান্ডার বলেন, ‘নির্বাচনের পরিবেশ খুবই ভালো ও উৎসবমুখর। এখন পর্যন্ত এখানে কোনো ঝামেলা হয়নি। ভালোভাবেই সব হচ্ছে। আমরা খুবই খুশি।’

আরেকটু এগোতেই চলচ্চিত্র পরিচালক সমিতির পাশেই কয়েকজনের জটলা। সেখানে গণমাধ্যমকর্মী ও ইউটিউবাররা ঘিরে ধরেছেন কমেডিয়ান হারুন কিসিঞ্জারকে। নানা রকম প্রশ্ন করা হচ্ছে তাঁকে। ভোট–সম্পর্কিত প্রশ্ন ছাড়াও তিনি সবশেষ কবে সিনেমায় অভিনয় করেছিলেন, এখন এফডিসির পরিবেশ কেমন, কেন অভিনয় করেন না ইত্যাদি। তাঁর পাশ দিয়ে হেঁটে গেলেন চিত্রনায়ক ইমন ও সমু চৌধুরী। তড়িঘড়ি করে বের হতে দেখা গেল শতাব্দী ওয়াদুদকে।

মেহেদী ও পাশে আলেকজান্ডার। ছবি: প্রথম আলো

পরিচালক সমিতির সামনে ভোট দিতে যাওয়ার জন্য আগে থেকেই ওপরে শামিয়ানা তৈরি করা হয়েছে। তার নিচে বাঁশ দিয়ে ভোটারদের জন্য প্রবেশপথ তৈরি করা। সেই লাইনের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রার্থীরা। ভোটাররা সেদিক দিয়ে যাওয়ার সময় তাঁরা শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছেন তাঁদের ভোট দিতে। ভোটার উপস্থিতি তেমন নেই। যে কারণে একজন ভোটার সেই লাইনে দাঁড়ালেই হইচই শুরু হয়ে যায়, কেউ কেউ নাম ধরে মিছিল করেন। কখনো–বা তাঁর সিনেমার গান গাইতে থাকেন।

তখন সবার চোখ থাকে ভোটারের দিকে। এক অভিনেতাকে চিত্রনায়িকা রত্না বলছেন, ভোটটা তাঁদেরকে দিতে। সেই ভোটার অবশ্য কোনো কথা বলছেন না। একটু এগোলেই ভোটারকে আস্তে কী যেন বললেন অভিনেত্রী নাসরিন। কেউ কেউ পাশে থেকে বলে দিচ্ছেন নম্বর। লাইন ধরে দাঁড়িয়ে আছেন মিশা-ডিপজল ও মাহমুদ কলি-নিপুণ প্যানেলের সব প্রার্থী। ভোটারদের কাছে শেষ মুহূর্তে ভোট চাইতে দেখা গেল, মাহমুদ কলি, নিপুণ, মিশা, ডি এ তায়েব, বাপ্পী চৌধুরী, ডিপজল, অমিত হাসান, ডন, জ্যাকি আলমগীরসহ প্রায় সব প্রার্থীকে।

চিত্রনায়িকা রত্না ও অন্যরা। ছবি: প্রথম আলো

এর প্রায় ১০ মিনিট পরে অভিনেতা সীমান্তকে ভোট দেওয়ার লাইনের পাশে দেখা গেল। তাঁকেও অন্যদের মতো ঘিরে ধরেছেন ভোটাররা। প্রার্থীরা কেউ কেউ ভোট চাইছেন। তিনি বলেন, ‘আমি এখনই ভোট দেব না। ভোট দিলে তো সব শেষ। আরও পরে দেব।’ পাশ থেকে চিত্রনায়িকা রত্না তাঁকে বলেন, পানি খেতে। তিনি পানি খাবেন না। তারপরও জোর করে পানি দিলেন। পানির বোতল হাতে নিয়ে সীমান্ত বলেন, ‘পড়া পানি না তো আপা।’ পরে এক ঢোক খাওয়ার পরে মজা করেই রত্না বলেন, ‘পানি খাইছস এবার ভোট দিবি।’ পাশ থেকে সবাই হাসতে শুরু করলেন।

চিত্রনায়ক অমিত হাসান। ছবি: ফেসবুক

লাইনে দাঁড়িয়েই অমিত হাসানকে দেখা গেল সাক্ষাৎকার দিতে। তিনি বলেন, ‘আপনারা দেখেন কী সুন্দর ও সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। সিচুয়েশন তো ভালো। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। কোনো বিশৃঙ্খলা দেখিনি। মজা করে ভোট চাইছি। আনন্দ হচ্ছে।’ তাঁকে এক সাংবাদিক বলেন, তিনি জিতবেন কি না? এ প্রশ্নে অমিত হাসান জানান, তিনি নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী। বাকিটা ভোটের পরেই জানা যাবে।
নির্বাচনে ভোট দেওয়ার এই লাইনের মধ্যে হঠাৎ ঢুকে পড়লেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি সাংবাদিকসহ সবার উদ্দেশে বলেন, ‘নির্বাচনে কে জিতবে আমি জানি। সব জানি কী হবে।’

আড্ডা দিচ্ছেন দেলোয়ার জাহান ঝন্টু ও অন্যরা
ছবি: প্রথম আলো

দেলোয়ার জাহান ঝন্টুর কাছে জানতে চাওয়া হলো, কে হতে যাচ্ছেন শিল্পী সমিতির নেতা? তিনি হেসে বলেন, ‘যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন, তিনি জিতবেন। এখন কে বেশি ভোট পাবেন, সেটা তো আমি জানি না। এটা ফলাফল হলেই জানিয়ে দেওয়া হবে।’ এমন রসিকতা উপভোগ করেন উপস্থিত সবাই।
চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ কার্যনির্বাহী সংসদের নির্বাচন আজ শুক্রবার সকালে শুরু হয়েছে। সকাল আটটা থেকে ভোট গ্রহণের কথা থাকলেও কিছুটা বিলম্বে ভোট গ্রহণ শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, ‘আপনারা দেখেন নির্বাচনের পরিস্থিতি কেমন। অনেক ভালো ভোট হচ্ছে। আমরা খুবই খুশি। দুপুরের পর ভোট গ্রহণ বাড়বে।’

ভোট চাইছেন অভিনয়শিল্পী। ছবি: সংগৃহীত