শাকিব–ভক্তদের জন্য ঈদ হতে পারে ‘বরবাদ’হীন, কী বলছেন প্রযোজক
ঈদে মুক্তির অপেক্ষায় বেশির ভাগ সিনেমাই এখন প্রচারে সরব রয়েছে। কোনো কোনো সিনেমা রয়েছে সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায়। বলা যায়, এগিয়ে আছে সব সিনেমা। সেখানে শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে এখনো রয়ে গেছে শঙ্কা। ঈদের সিনেমা হিসেবে দিন যত যাচ্ছে, মুক্তির সম্ভাবনা কতটা রয়েছে, সেই প্রশ্নও এখন ঘুরছে।
বাংলা সিনেমা–সংশ্লিষ্ট বেশ কিছু ফেসবুক গ্রুপে গতকাল রাত থেকে একাধিক সিনেমা সমালোচক ও শাকিব–ভক্ত দুশ্চিন্তার কথা জানিয়েছেন। তাঁরা কেউ কেউ লিখেছেন, ঈদ হতে পারে শাকিবহীন। তাহলে সেটা সিনেমার জন্য হবে অশনিসংকতে। কারণ, শাকিবহীন ঈদ সিনেমাকে পিছিয়ে দেবে।
তানভীর খালেদ নামের একজন লিখেছেন, ‘যে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা যদি সত্যি হয়, তবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাই। এমনিতেই দেশের প্রেক্ষাগৃহগুলো ধুঁকছে। ঈদের সময় আলোচনায় থাকা একটি সিনেমা আটকে দিলে দেশের ইন্ডাস্ট্রির কফিনে পেরেক ঠুকে দেওয়ার মতো হয়ে যাবে। যেখানে প্রধান কলাকুশলীদের ম্যাক্সিমাম দেশের, সেখানে খোঁড়া যুক্তি দেখিয়ে আটকে দেওয়া হলে সেটা হঠকারী সিদ্ধান্ত হবে।’
‘বরবাদ’ সিনেমার নাম উল্লেখ না করলেও মন্তব্যে ভক্তরা ঠিকই লিখেছেন ‘বরবাদ’–এর কথা। এখন ভক্ত ও সমালোচকদের প্রশ্ন, দুই মাসের বেশি সময় আগে সিনেমার কাজ শেষ হয়েও কেন মুক্তিতে জটিলতা তৈরি হচ্ছে? কারণ, আগামী দু–এক দিনের মধ্যে সিনেমা জমা দিতে না পারলে মুক্তির সম্ভাবনা কম। সপ্তাহের শেষের দিকেই ঈদের ছুটি শুরু হবে। তাই প্রশ্ন উঠেছে, সময় যতই যাচ্ছে, ততই ‘বরবাদ’ মুক্তির সম্ভাবনা কি কমছে? সিনেমাটির মুক্তি নিয়ে কথা হয় সিনেমার প্রযোজক শাহরিন আক্তারের সঙ্গে।
শাহরিন শনিবার রাত আটটায় প্রথম আলোকে বলেন, ‘আমরা সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার জন্য এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। সব নিয়ম মেনেই আমরা কাজ করছি। আমরা সিনেমার সব তথ্য আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানিয়েছি। সেখানে মন্ত্রণালয়ের কাছ থেকে একটি ডকুমেন্ট পেলেই সিনেমাটি আমরা সেন্সরে জমা দিতে পারব। সিনেমা নিয়ে সেই প্রস্তুতি রয়েছে। এটা নিয়েই দীর্ঘ সময় লাগছে। সর্বশেষ গত সপ্তাহে পাওয়ার কথা ছিল। এটা আর এক দিনের মধ্যেই পাওয়ার কথা রয়েছে। দেখা যাক।’
সেন্সর সার্টিফিকেশন বোর্ড সূত্রে জানা যায়, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’ সেন্সরে জমা হয়েছে। সিনেমাগুলো দেখেছেন সেন্সর সার্টিফিকেশন বোর্ড। ‘জংলি’ ও ‘দাগি’র প্রযোজকেরা জানালেন, দু-এক দিনের মধ্যেই সিনেমাগুলো সেন্সর সার্টিফিকেশন সনদ পাওয়ার অপেক্ষায় রয়েছে। অন্য সিনেমার মধ্যে ‘চক্কর ৩০২’ অনেক আগেই সেন্সর সার্টিফিকেট পেয়েছে।
এদিকে ‘বরবাদ’ মুক্তি নিয়ে কোনো অনিশ্চয়তা রয়েছে কি না? এমন প্রশ্নে শাহরিন বলেন, ‘হয়তো শিগগিরই পেয়ে যাব। আমরা পাওয়ামাত্রই সিনেমাটি সেন্সরে জমা দেব। সেভাবেই আমরা প্রস্তুত। একজন প্রযোজক হিসেবে এ দেশে সিনেমা বানানো কঠিন কাজ। দেশে হল নেই। ইন্ডাস্ট্রির অবস্থা ভালো নয়। সেখানে আমরা এগিয়ে এসেছি। আমার বড় বাজেটের সিনেমা। সেটা সব নিয়ম মেনে কাজ করা। সেই সিনেমা নিয়ে যদি অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, তাহলে ঢালিউডে কেন প্রযোজকেরা আসবে?’
এ সময় শাহরিন আরও বলেন, ‘সিনেমা বানানোর জন্য সারা বিশ্বের প্রযোজকদের সুযোগ করে দেওয়া হয়েছে। আমাদের এখানেও সরকার আন্তরিক। আমরা “বরবাদ” নিয়ে আশাবাদী। সেভাবেই আমরা সিনেপ্লেক্সসহ সিঙ্গেল সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে প্রতিদিন কথা বলছি। আমাদের মুক্তির জন্য প্রচারণার সব প্রক্রিয়ার মধ্যে রয়েছি। আশা করছি, আমরা ডকুমেন্টটি পাব এবং ঈদে সিনেমাটি–ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেব। তা না হলে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য কি ভালো হবে? প্রযোজক যদি সিনেমা বানিয়ে মুক্তি দিতে না পারে, তাহলে লগ্নি কে করবে?’
আজ রোববার বেলা একটার দিকে প্রযোজককে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে জানতে চাওয়া হয়, সিনেমাটি সেন্সরে জমা দেওয়ার জন্য ডকুমেন্টটি পেয়েছেন কি না, তিনি কোনো উত্তর দেননি। তবে অন্য প্রশ্নের উত্তর দিয়েছেন।
আরেকটি সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে শেষ হওয়া শাকিব খান অভিনীত ‘অন্তরাত্মা’ ছবিটি আজ সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। অনেকেই ধারণা করছেন, কোনো কারণে যদি পরিচালক ‘বরবাদ’ মুক্তি না দিতে পারেন, তাহলে ওয়াজেদ আলী পরিচালিত ‘অন্তরাত্মা’ ঈদে মুক্তির বিকল্প ভাবা হচ্ছে।
‘বরবাদ’–এ আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, ইন্তেখাব দিনার, মামুনুর রশীদ প্রমুখ। একটি আইটেম গানে থাকবেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। ছবির বড় অংশের শুটিং হয়েছে ভারতের মহারাষ্ট্রে।