পাল্টে যাচ্ছে দেশীয় চলচ্চিত্রের হিসাব–নিকাশ
ব্যবধান মাত্র তিন মাসের। পাল্টে গেছে দেশীয় চলচ্চিত্রের হিসাব–নিকাশ। এই সময়টা স্বপ্ন দেখাচ্ছে চলচ্চিত্রের মানুষদের। আশা দেখাচ্ছে প্রেক্ষাগৃহমালিকদের। চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে এমনও বলছেন, তিন মাস ধরে দেশীয় চলচ্চিত্রে যে সুবাতাস বইছে, তা গেল ছয়–সাত বছরেও দেখা যায়নি। হলমালিকদের সংগঠন বাংলাদেশ প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন তো বলেই ফেললেন, ঈদে ‘প্রিয়তমা’ যে ব্যবসা দিয়েছে, তার মতো বা কাছাকাছি মানের ছবি পেলে বাংলাদেশের হলে হিন্দি সিনেমা চালানোর দরকার হবে না।
ঢালিউডের তিন মাসের চালচিত্র নিয়ে গত ১ এপ্রিল প্রথম আলোর সংবাদের শিরোনাম ছিল, ‘আবারও দর্শকখরা’। প্রেক্ষাগৃহমালিকেরা তখন এমনও জানিয়েছিলেন, একটি সিনেমা সপ্তাহজুড়ে কয়েকটা শো মিলিয়ে মাত্র ১২ দর্শক দেখেছেন। দর্শকের অভাবে অনেক প্রদর্শনী বন্ধও রাখতে হয়। মার্চের তৃতীয় সপ্তাহে রোজা শুরু হয়। এপ্রিলের তৃতীয় সপ্তাহে ঈদের সময়টাতে এসে প্রেক্ষাগৃহের চিত্র বদলাতে শুরু করে। ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো ‘হাউসফুল’ খবরও দেয়। ঢাকার মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে ছবি দেখতে নতুন নতুন দর্শকের আনাগোনা বাড়ে। ঈদুল আজহায় তো প্রেক্ষাপট আরও বদলে যায়। সিনেমার টিকিটের জন্য দর্শককে হাহাকার করতেও দেখা গেছে। কালোবাজারিতে ১০০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তৃতীয় সপ্তাহে এসেও এমন দৃশ্যের কথা শোনা যাচ্ছে।
বেড়েছে ছবি মুক্তি
বছরের প্রথম ৩ মাসে মাত্র ১৩টি ছবি মুক্তি পায়। শুরুতে ছিল ‘ব্ল্যাক ওয়ার’। তারকা শিল্পী নির্বাচন থেকে নির্মাণ ব্যয়—সব মানদণ্ডেই এগিয়ে থাকা সিনেমাটি দর্শক টানবে বলে আশা করেছিলেন হলমালিকেরা। হলমালিকদের সংগঠন বাংলাদেশ প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন তখন বলেছিলেন, আশানুরূপ না হলেও ব্ল্যাক ওয়ার অল্প কিছু দর্শক টানতে পেরেছে। পরের তিন মাসের শুরুটা হয় ঈদুল ফিতরে, শেষটা ঈদুল আজহায়। এ তিন মাসে ছবি মুক্তির সংখ্যাও বেড়েছে।
১৯টি ছবির মধ্যে আছে ‘লিডার: আমিই বাংলাদেশ’, ‘লোকাল’, ‘জ্বীন’, ‘শত্রু’, ‘আদম’, ‘কিল হিম’, ‘পাপ’, ‘প্রেম প্রীতির বন্ধন’, ‘আদিম’, ‘মা’, ‘সুলতানপুর’, ‘আমি টোকাই’, ‘যেমন জামাই তেমন বউ’, ‘পাঠান’, ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’, ‘ক্যাসিনো’। এসব ছবিতে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় তারকা শাকিব খান যেমন ছিলেন, তেমনি পাঠান দিয়ে দেশের প্রেক্ষাগৃহে দেখা দেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। দেশের তারকাদের মধ্যে অপু বিশ্বাস, অনন্ত জলিল, পরীমনি, বর্ষা, পূজা চেরি, শবনম বুবলী, আফরান নিশো, নিরব, সাইমন সাদিক, সজল, আদর আজাদ প্রমুখ তারকাও ছিলেন।
এবং ‘পাঠান’
‘পাঠান’–এর মধ্য দিয়ে আট বছর পর বাংলাদেশে হিন্দি সিনেমা মুক্তি পায়। ১২ মে শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ মুক্তি দিয়ে এ বিরতি কাটে। ছবিটি নিয়ে দেশের প্রেক্ষাগৃহমালিকদের আগ্রহ ছিল। মাল্টিপ্লেক্সে ছবিটি ব্যবসা করলেও সিঙ্গেল স্ক্রিনে সেভাবে দাপট দেখাতে পারেনি। প্রথম সপ্তাহে (১২ থেকে ১৯ মে) বাংলাদেশে ৪১টি সিনেমা হল মিলিয়ে ৮৫ লাখ টাকার টিকিট বিক্রি (গ্রস) হয়েছে। এর মধ্যে মুক্তির দিনেই বিক্রি হয় ২৫ লাখ টাকার টিকিট। মাল্টিপ্লেক্সে ‘পাঠান’ সিনেমা দেখতে দর্শকের উপস্থিতি দেখা গেলেও ঢাকাসহ দেশের একক সিনেমা হলগুলোর চিত্র ছিল ভিন্ন।
আলোচনায় ঈদের ছবি
তিন মাসের মধ্যে এবার দুই ঈদের দেখা মিলেছে। এ সময়ে ডজনের বেশি ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া সব কটি ছবি কমবেশি আলোচনায় ছিল। বাকি সময়টাতে মুক্তি পাওয়া ছবির মধ্যে ‘আদিম’, ‘মা’ ও ‘সুলতানপুর’ প্রশংসিত হয়েছে। এর মধ্যে ‘আদিম’ তো বিশ্বের নামকরা কয়েকটি উৎসবে অংশ নিয়ে পুরস্কারও জিতেছে। চলচ্চিত্র সমালোচকদের পাশাপাশি ছবিটি যাঁরাই দেখেছেন, তাঁরাই প্রশংসা করেছেন।
মধুমিতা প্রেক্ষাগৃহের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ গতকাল বলেন, ‘আমার দৃষ্টিতে গেল তিন মাস দারুণ সূচনা হয়েছে। আমরা এখনো হাউসফুল দর্শক পাচ্ছি, যা চার–পাঁচ বছর পাইনি। সারা দেশের প্রেক্ষাগৃহমালিকেরাও ভালো খবর দিচ্ছেন। রোজার ঈদের পর এ দর্শক–আগ্রহ দেখছি। কোরবানির আগে আবার থেমে গিয়েছিল। কোরবানির ঈদের ছবি থেকে আবার দর্শকের যেন জোয়ার এসেছে।’
আলোচনায় লুক ও গান
ঈদুল আজহায় এক ডজন ছবি মুক্তির আভাস মিলেছিল। শেষ পর্যন্ত মাত্র পাঁচটি মুক্তি পায়। মুক্তির ঠিক এক মাস আগে থেকেই সিনেমার লুক ঘিরে ছিল আলোচনা। এতে সবচেয়ে এগিয়ে ছিলেন শাকিব খান। ‘প্রিয়তমা’ ছবিতে তাঁর ৮০ বছরের একটি লুক প্রকাশের পর ভাইরাল হয়। এর বাইরে ‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও ‘প্রহেলিকা’য় মাহফুজ আহমেদের লুক আলোচনায় এসেছে। ঈদের ছবির গানও ছিল বেশ আলোচনায়।
চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, দীর্ঘ সময় পর সিনেমার গান নিয়ে এতটা আলোচনা হয়েছে। এর মধ্যে ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’, ‘ঈশ্বর’, ‘গভীরে’ যেমন আলোচনায় ও ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল, তেমনি ‘সুড়ঙ্গ’ ছবির ‘গা ছুঁয়ে বলো’ ও ‘কলিজা আর জান’ গান দুটি ঘিরে ছিল আলোচনা। ‘প্রহেলিকা’ ছবির ‘মেঘের নৌকা’, ‘হৃদয় দিয়ে’ ও লাল শাড়ি ছবির ‘রঙে রঙে ঢঙে ঢঙে’ এবং টাইটেল গান ‘লাল শাড়িও ছিল আলোচনায়।
নিশোর অভিষেক, মাহফুজের ফেরা
বিনোদন অঙ্গনে দুই দশকের পথচলায় এবারই প্রথম আফরান নিশোকে চলচ্চিত্রে দেখা গেল। এর আগে অবশ্য টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও অভিনয় করেন তিনি। চরকি ও আলফা আই প্রযোজিত ‘সুড়ঙ্গ’ ছবি দিয়ে নিশোর বড় পর্দায় অভিষেক ঘটে। টেলিভিশন তারকার বড় পর্দায় অভিষেকের বিষয়টিও ছিল আলোচনায়। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে নিশো অভিনয় করেন তমা মির্জার বিপরীতে। মাহফুজ আহমেদের ক্যারিয়ারের তিন দশকের বেশি সময় পার হয়েছে। মাঝখানে আট বছর সব ধরনের কাজ থেকে দূরে ছিলেন। ঈদে মুক্তি পাওয়া ‘প্রহেলিকা’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন। হয়েছেন প্রশংসিতও।