যে গান সিনেমায় থাকবে না, সেটির জন্যই ২৫ লাখ টাকা খরচ

‘দামাল’ সিনেমার সংবাদ সম্মেলনে ফুটবল হাতে হাজির হয়েছিলেন চিত্রনায়ক সিয়াম
ছবি: ফেসবুক থেকে

২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দামাল’। এর আগে অভিনব কায়দায় প্রচার চালিয়ে যাচ্ছেন ছবিটির পরিচালক, অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। কখনো কখনো টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হুট করেই ফুটবল হাতে ঢুকে পড়ছেন, কখনো কখনো দল বেঁধে ঢুকে ভরা শপিং মলে ঢুকে ফুটবল খেলছেন সিয়াম, রাজ ও মিমদের মতো তারকারা। তাঁদের এভাবে ফুটবল খেলতে দেখে কেনাকাটা করতে আসা ক্রেতারাও বিস্মিত। প্রিয় তারকাদের চোখের সামনে পেয়ে হইহুল্লোড় করে ঘিরে ধরছেন ভক্তরা, সেলফি তুলছেন তাঁদের সঙ্গে। সেই সুযোগে তারকারাও তাঁদের সিনেমার কথা তুলে ধরছেন ভক্তদের কাছে, ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার আহ্বান জানাচ্ছেন তাঁরা। এবার প্রচারের জন্য বিশেষ একটি গান তৈরি করেছে ‘দামাল’ টিম।

১৬ ও ১৭ অক্টোবর ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে ‘দামাল’ শিরোনামের গানটির ভিডিওর। গানটিতে দেখা যাবে ছবির সব শিল্পী ও কলাকুশলীকে। গানটি ভিডিও পরিচালনা করেছেন ছবির পরিচালক রায়হান রাফি নিজেই। তিনি জানান, এটি সিনেমার প্রচারণামূলক গান; এটি সিনেমাতে থাকবে না। তবে সিনেমা মুক্তির আগে থেকেই ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে টেলিভিশন ও রাস্তার ধারে বড় বড় ডিজিটাল বিলবোর্ডে বাজবে গানটি। ২২ অক্টোবর প্রকাশিত হবে এটি।

‘দামাল’ ছবির মিট দ্য প্রেসে

বলিউডে সিনেমার প্রচারে এ ধরনের কৌশল দেখা গেলেও ঢালিউডে এটি নতুন। পরিচালক বলেন, ‘বলতে পারেন সিনেমা মুক্তির আগেই দর্শকের জন্য উপহার এটি। উদ্দেশ্য মুক্তির আগে গানটি দিয়ে সিনেমার সঙ্গে দর্শককে সংযুক্ত করা। নতুন নতুন পদ্ধতিতে সিনেমার প্রচার করতে পারলে সিনেমার খবর জানতে পেরে দর্শকেরা প্রেক্ষাগৃহে আসবেন। মোটকথা, প্রচারের মাধ্যমে সিনেমাটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করতে হবে।’

‘দামাল’–এ রাজ ও মিম
ছবি : সংগৃহীত

চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, গানটির জন্য বড় বাজেট বরাদ্দ ছিল। রাফি বলেন, ‘টানা তিন দিন ধরে শুটিং করা হয়েছে। গানটির মধ্যে ছবির সব শিল্পী ও কলাকুশলীকে রাখা হয়েছে। প্রায় ২৫ লাখ টাকা খরচ করা হয়েছে গানটিতে।’
গানটি নিয়ে ছবির অন্যতম নায়ক সিয়াম বলেন, ‘এটি ছবির প্রচার জন্য করা হয়েছে। তবে গানটির মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যেসব তরুণ কাজ করছেন, তাঁদের উৎসাহিত করতে চাই। এটা দর্শকের জন্য সিনেমা মুক্তির আগেই আমাদের উপহার।’

আগামী ২৮ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রায়হান রাফির ‘দামাল’
ছবি : সংগৃহীত

ছবির আরেক নায়ক শরিফুল রাজ বলেন, ‘আপনার নিশ্চয়ই খেয়াল করেছেন “দামাল” নিয়ে আমরা কীভাবে, কোন পদ্ধতিতে প্রচার-প্রচারণা চালাচ্ছি। নানা কৌশলে প্রচারণার মাধ্যমে সিনেমাটি মুক্তির আগেই দর্শকের কাছে নিয়ে যেতে চাই। নতুন পদ্ধতিতে গানটিও তেমনি প্রচারের অংশ। বর্তমান সময়ে সিনেমার প্রচার-প্রচারণা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ, ভালো গল্পের ছবি, ভিন্ন প্রচারণা কৌশল দিয়ে আমাদের হারানো দর্শককে হলে ফিরিয়ে আনতে হবে।’

আরও পড়ুন

গানটিতে দ্বৈতকণ্ঠ দিয়েছেন ঐশী ও শাকিব চৌধুরী। সুর ও সংগীত করেছেন আরাফাত মহসীন। লিখেছেন রাসেল মাহমুদ। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলার ফুটবল টিমের গল্পকে উপজীব্য করে তৈরি ‘দামাল’ ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইন্তেখাব দিনার, আহসান হাবিব, মামুন অপু, সামিয়া অথৈ, সাহানাজ সুমী প্রমুখ।

‘দামাল’ সিনেমার চারটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন (বাম থেকে) অথৈ, মিম বৃষ্টি ও পূজা
ছবি : সংগৃহীত।
আরও পড়ুন