এবার অর্চির ‘অপ্রত্যাশিত’
চার বছরের ক্যারিয়ারে ছয়টি সিনেমায় নাম লিখিয়েছেন অভিনেত্রী প্রিয়াম অর্চি। এ সময়ে সব কটি কাজই তাঁকে ভিন্নভাবে দর্শকদের সামনে এনেছে। সিনেমাগুলো শুধু দেশেই নয়, বিদেশেও প্রশংসিত হয়েছে। এ বছর তাঁর অভিনীত ‘নির্বাণ’ পুরস্কার পেয়েছে রাশিয়ার মস্কো চলচ্চিত্র উৎসবে। এর আগে বুসানে নিউ কারেন্টস পুরস্কার জয় করে ‘বলী’ সিনেমাটি। এই সিনেমাতেও দেখা গেছে প্রিয়ামকে। এবার তিনি নতুন চরিত্রের খবর দিলেন। তাঁকে দেখা যাবে অপ্রত্যাশিত সিনেমায়। এটি পরিচালনা করেছেন দেবাশীষ ব্যানার্জি।
প্রিয়াম অর্চি জানান, মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত একজন লেখক। তিনি জীবনের শেষ বইটা লেখার চেষ্টা করছেন। সেই বইয়ের একটা চরিত্র হয়েই উঠে আসে এক তরুণী। সেই চরিত্রে দেখা যাবে প্রিয়ামকে।
সিনেমাটিতে কেন অভিনয় করেছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘২০২০ থেকে ছয়টা সিনেমায় কাজ করেছি। আমার এই চলচ্চিত্র–যাত্রায় পরিচালক বেছে কাজ করার সুযোগ কম। যে কারণে আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কারণ, আমি তালিকা বড় করতে চাইনি। এখানেই আমি সফল। চরিত্র বুঝে আমি যতগুলো কাজ করেছি, সবই আমার পছন্দের সিনেমা। এবারও যখন অপ্রত্যাশিত সিনেমা নিয়ে বলা হয়, গল্প শুনে মনে হয়েছিল এটা আমার গল্প।’
বেশ কিছুদিন ধরেই যুক্তরাজ্যে রয়েছেন এই অভিনেত্রী। সেখানেই ঘুরতে যাওয়ার ফাঁকে সিনেমাটিতে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘আমি পরিকল্পনা করেই যুক্তরাজ্যে এসেছি। সিনেমাটি নিয়ে আমার নির্বাণ সিনেমার পরিচালক আসিফ ইসলামের মাধ্যমে দীর্ঘ সময় ধরে কথা হচ্ছিল। পরে ব্যাটে–বলে মিলে যায়। যুক্তরাজ্যে আসার পরই ঘোরাঘুরির পাশাপাশি শুটিং শুরু করেছিলাম। সিনেমাটি নিয়ে আমি দারুণ আশাবাদী।’
বিদেশের কোনো টিমের সঙ্গে প্রিয়ামের এবারই বড় পরিসরে প্রথম কাজ করা। পুরো লন্ডন ও আশপাশের শহরে শুটিং করেছেন।
অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, ‘মাল্টি-কান্ট্রি একটা টিম ছিলাম। ডিরেক্টর ইন্ডিয়ান, সিনেমাটোগ্রাফার বাংলাদেশ থেকে, আবার লাইট গ্রেফার যুক্তরাজ্যের, মেকআপ আর্টিস্ট আফগানিস্তানের। সত্যি বলতে সবার সঙ্গে কাজ করতে দারুণ লেগেছে। অনেক কিছু শিখেছি। এটা আমাকে অনেক দূর যেতে সহায়তা করবে।’
অপ্রত্যাশিত সিনেমার পোস্ট প্রোডাকশনের শেষ মুহূর্তের কাজ চলছে। এরপর যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবগুলোতে পাঠানো হবে সিনেমাটি। পাশাপাশি যুক্তরাজ্যের সিনেমা হলে মুক্তি পাবে। প্রিয়াম আরও জানান, সিনেমাটির পোস্টের কাজও হয়েছে কলকাতা ও যুক্তরাজ্যে। বাংলাদেশের বাজারেও সিনেমাটি মুক্তি দেওয়ার চিন্তা রয়েছে প্রযোজকদের। সিনেমায় তাঁর সহ–অভিনয়শিল্পী শিবালিক ব্যানার্জি।