জমজমাট শুক্রবারের অপেক্ষা ফুরাবে কবে

‘শ্যামা কাব্য’, ‘মেঘনা কন্যা’ ও ‘যন্ত্রণা’ সিনেমার পোস্টার। কোলাজ

স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে বার্ষিক পরীক্ষা। নভেম্বরের হালকা শীত গায়ে মেখে সামনের দীর্ঘ ছুটি কাটানোর পরিকল্পনা আঁটছেন অনেকেই। পাশের দেশ ভারতের চিত্রটাও প্রায় একই; বড়দিন আর নববর্ষের ছুটি কাটানোর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। ছুটি কাটানোর রুটিনে ভ্রমণ যেমন আছে তেমনি আছে একাধিক সিনেমা দেখার পরিকল্পনাও। তবে দেশের চিত্রটা ভিন্ন। সারা দুনিয়া যখন আসন্ন উৎসবের মৌসুমে বহুল প্রতীক্ষিত সব সিনেমা দেখার অপেক্ষায়, দেশি দর্শকদের জন্য তখন নতুন কোনো বাংলা সিনেমারই খবর নেই!

আরও পড়ুন

গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমা ‘অ্যানিমেল’-এর ট্রেলার। রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত সিনেমাটির ট্রেলার মুক্তির পরই রীতিমতো অন্তর্জালে আগুন ধরিয়ে দিয়েছে।

‘অ্যানিমেল’ ছবির ট্রেলারের দৃশ্য
ভিডিও থেকে

২৪ ঘণ্টায় পাঁচ কোটির বেশি ভিউ পেয়েছে সিনেমাটি। কেবল এটিই নয়, ডিসেম্বরে ভারতীয় দর্শকের সিনেমা দেখার তালিকা রয়েছে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’সহ আরও অনেক হিন্দি, দক্ষিণি বা বাংলা সিনেমা। কিন্তু দেশের দর্শকেরা কী দেখবেন? বাংলা সিনেমার আপাতত একটিই খবর—‘স্থগিত’।

নভেম্বর মাসের শুরুতে দেশে মুক্তি পায় ‘অসম্ভব’ ছবিটি। রাজনৈতিক অস্থিরতা ও হরতাল-অবরোধের প্রভাব পড়ে অভিনয়শিল্পী অরুণা বিশ্বাস পরিচালিত ও প্রযোজিত প্রথম ছবিটিতে। বেশ আগ্রহ নিয়ে ছবিটি মুক্তি দেওয়া হলেও শেষ পর্যন্ত পরিচালকের মুখে হতাশার কথাই শোনা গেছে। তিন দিনের মাথায় ছবিটির দর্শকসংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। পরিচালক নিজেরও এখন উপলব্ধি, ‘ছবিটা নির্বাচনের পর মুক্তি দিলেই ভালো হতো।’ ‘যন্ত্রণা’ নামের আরেক ছবি মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।

‘শ্যামা কাব্য’ সিনেমায় সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। রাজনৈতিক অস্থিরতার কারণে ছবিটির মুক্তি স্থগিত করা হয়েছে
ছবি: পরিচালকের সৌজন্যে

১৭ নভেম্বর মুক্তি পায় মানিক মানবিকের সিনেমা ‘আজব ছেলে’। ঢাকার একটি হলে মুক্তি পায় ছবিটি। ‘আজব ছেলে’র অভিনয়শিল্পী তাহমিনা অথৈ জানান, প্রথম দিন ছবিটি দেখার অভিজ্ঞতা। তিনি বলছিলেন, তাঁর সঙ্গে সেই শোতে হাজির ছিলেন ৫০ কি ৬০ জন দর্শক। রাজনৈতিক অস্থিরতার মধ্যে সিনেমা মুক্তি নিয়ে নিজের হতাশার কথা উল্লেখ করেন তিনি।

চলতি মাসেই এফডিসিতে সংবাদ সম্মেলন করে পরিচালক বদরুল আনাম সৌদ জানিয়েছিলেন তাঁর ‘শ্যামা কাব্য’ ছবিটি ২৪ নভেম্বর অর্থাৎ আজ মুক্তি পাবে। কিন্তু দিন কয়েক আগে তিনিও জানান, মুক্তি স্থগিতের সিদ্ধান্ত। জানা যায়, চলতি বছর সিনেমাটি আর মুক্তি পাচ্ছে না। কেবল এ কয়টি সিনেমাই নয়, ডিসেম্বরে পূর্বনির্ধারিত অনেকগুলো সিনেমার মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। সারা দুনিয়ায় ডিসেম্বর-জানুয়ারি মাসে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার তালিকা চূড়ান্ত। এসব ছবির ট্রেলার, টিজার বা গান এসে গেছে, শিল্পীরাও ব্যস্ত প্রচারে; দেশি সিনেমাগুলো তখন একের পর এক পিছিয়ে যাচ্ছে।

‘মেঘনা কন্যা’ সিনেমার দৃশ্য। ছবি : ফেসবুক থেকে

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘প্রহেলিকা’, ‘লাল শাড়ি’ ও ‘ক্যাসিনো’ সিনেমাগুলো নিয়ে কমবেশি আলোচনা ছিল। এর মধ্যে প্রথম দুটি দেশে ও বিদেশে ভালো ব্যবসা করে। অন্য সিনেমাগুলো দেখতেও প্রেক্ষাগৃহে ভিড় করেন দর্শকেরা।
এরপর ‘অন্তর্জাল’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’সহ আরও কয়েকটি সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল।

ছুটির দিন তো বটেই, অন্য দিনগুলোতেও এ ছবিগুলো দেখতে ভিড় করেছেন দর্শকেরা। কিন্তু এরপর আবার সেই ‘মুক্তি পিছিয়ে দেওয়ার গল্প’। তাই চলতি বছর বাংলা সিনেমার হালহকিকত নিয়ে লিখতে গেলে নভেম্বর-ডিসেম্বর বাদ দিয়েই হিসাব করতে হবে।

চিত্রনায়ক আদর আজাদ ও অভিনেত্রী মানসী প্রকৃতি জুটির সিনেমা ‘যন্ত্রণা’
সংগৃহীত

উৎসবের মৌসুমে অন্যান্য দেশে ছবি মুক্তির পর যখন দর্শকেরা হলে ভিড় করছেন, দেশি সিনেমার জন্য জমজমাট শুক্রবারের অপেক্ষা তখন আরও দীর্ঘতর হচ্ছে।
চলচ্চিত্র-সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হলে আবার হয়তো নিয়মিত বাংলা সিনেমা মুক্তি পাবে।