‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ছাড়িয়ে যাবে ‘লায়ন’, বললেন রাফী

রাফী, রাজ ও জিৎ। ছবি: পরিচালকের সৌজন্যে

তিনি প্রতিযোগিতা বলতে বোঝেন, নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা। সব সময় নিজেকেই ছাড়িয়ে যেতে চান তিনি। তার প্রমাণ দিয়েছেন ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’ ও ‘তুফান’ সিনেমা দিয়ে, যাকে নির্দিষ্ট কোনো সিনেমার মধ্যে আটকে রাখা যায়নি। প্রতিবারই নিজেকে ভেঙেছেন। নির্মাণ, গল্পের বৈচিত্র্যে দর্শকদের কাছে সাফল্যের নাম হয়ে উঠেছেন। তিনি ঢালিউডের বর্তমান সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফী। এবার তিনি নতুন চমক নিয়ে আসছেন। ঘোষণা দিলেন ‘লায়ন’ সিনেমার। এতে প্রথমবার বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় দুই তারকা শরীফুল রাজ ও জিৎ গভীর সাগরে মুখোমুখি হচ্ছেন।

এর আগে শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে ‘পরাণ’ বানিয়ে তরুণ নির্মাতা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় আসেন রাফী। পরে আফরান নিশো ও তমা মির্জাকে নিয়ে নির্মিত ‘সুড়ঙ্গ’ সেই আলোচনাকে ছাপিয়ে যায়। সেই ‘সুড়ঙ্গ’র আলোচনাকেও পেছনে ফেলে শাকিব খান অভিনীত ‘তুফান’। বক্স অফিস বা আলোচনায় তিনটি সিনেমাই একটি অন্যটিকে ছাড়িয়ে গেছে। এবার সেই ‘তুফান’কেও ছাড়িয়ে যাবে ‘লায়ন’, এমনটাই জানালেন রাফী।

রায়হান রাফী
প্রথম আলো

রাফী বলেন, ‘বিশাল আয়োজনে আমাদের এই সিনেমাটি। এমন একটি গল্প নিয়ে কাজ করছি, যা দেশের দর্শক আগে দেখেনি। এটি নানা বৈচিত্র্যের থ্রিলার সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ নতুনভাবে পর্দায় আসছেন। বাংলাদেশ থেকে শরীফুল রাজের চরিত্রে চমক আছে। আগের অভিজ্ঞতা থেকে আমরা বলব, আমার “পরাণ”, “সুড়ঙ্গ”, “তুফান”–এর চেয়েও “লায়ন-১” বেশি আলোচিত হবে। সেভাবেই আমরা সিনেমার প্রজেক্টটিকে দাঁড় করাচ্ছি।’
এর আগে ‘তুফান’সহ তিনটি সিনেমা একের পর এক ব্লকবাস্টার হয়। সেই জনপ্রিয়তা থেকে নিজের মধ্যে কোনো চাপ তৈরি হচ্ছে কি না, এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো চাপ নিচ্ছি না। আমি টেনশনেও নেই। যেভাবে আমাদের আগের তিনটি সিনেমা দর্শক গ্রহণ করেছে, সেটার চেয়েও বেটার আরও কিছু দেব এবার। যা হবে দর্শকদের প্রত্যাশার বাইরে। দর্শক যেভাবে আগের সিনেমাগুলোকে ব্লকবাস্টার করেছে। এবারও আমাদের লায়নকে ব্লকবাস্টার করবে। সেই চেষ্টাটা আমাদের থাকবে। সেই চেষ্টাই অনবরত করছি।’

শরীফুল রাজ। ছবি: প্রথম আলো

আগামী ডিসেম্বর থেকে ‘লায়ন’–এর শুটিং করতে যাচ্ছেন রায়হান রাফী। জানিয়ে রাখলেন, সিনেমাটি তিনটি কিস্তিতে শেষ হবে। ‘লায়ন-১’ থেকে ৩। প্রথম কিস্তি আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চান। পর্যায়ক্রমে শুটিং হবে। বাংলাদেশ ও কলকাতার বড় অংশের দর্শক ধরার টার্গেট রয়েছে। তাহলে কি কলকাতার দর্শক ধরতেই জিৎ–কে অভিনয়ে নিচ্ছেন? এমন প্রশ্নে রাফী বলেন, ‘নিঃসন্দেহে জিৎ একজন ভালো, দক্ষ ও যোগ্য অভিনেতা। তাঁর কলকাতায় ও আমাদের এখানে বড় শ্রেণির দর্শক রয়েছে। সেসব দর্শককে আমরা টার্গেট করতে চাই। আমরা শুধু ঢালিউডের বাজারের ওপর নির্ভর করতে চাচ্ছি না। এই দুই বাজারের বাইরে আন্তর্জাতিক বাজারও আমরা ধরতে চাই।’

এই সময় রাফী আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমা কলকাতায় দর্শকেরা পছন্দ করলেও সেই অর্থে ব্যবসায়িকভাবে আমরা সফল হতে পারছি না। সেই জায়গায় আমরা আর সংকুচিত করতে চাই না। আমাদের এখানে কলকাতার তারকারা পরিচিতি যত বেশি পাবে তত দর্শক বেশি হবে। তেমন আমি রাফী যদি কলকাতায় পরিচিতি পাই, তাহলে তারাও কিন্তু আমার পরের ছবিগুলো দেখবে। এভাবে রাজেরও একটা পরিচিতি হবে। এখন পুরোনো দিনের চিন্তা করলে হবে না। সবাইকে বাজার সম্প্রসারণ করতে কাজ করতে হবে। তাহলে সিনেমা অঙ্গন ও ইন্ডাস্ট্রি এগোবে।’

কলকাতার অভিনেতা জিৎ
ছবি: ফেসবুক

‘লায়ন’ নিয়ে সবকিছু জানালেও গল্প কী, সেটা বলতে গিয়ে থেমে গেলেন রাফী। জানালেন, এখনই গল্প নিয়ে কিছু বলতে চান না। তবে এমন প্রেক্ষাপট আগে কেউ দেখেননি। ‘আমরা শুধু গল্পের আঁচ দিতে পারি। ৭০ শতাংশ শুটিং হবে সাগরের মাঝে। সাগরের মাঝেই পুরো অ্যাকশন। জাহাজ, স্পিডবোট, হেলিকপ্টার আর গল্পের উত্তেজনায় দর্শক বুঁদ হয়ে থাকবে।’—বলেন রাফী। জানা গেল এখন বঙ্গোপসাগরে সিনেমাটি লোকেশন দেখা নিয়ে ব্যস্ত। তবে লোকেশন এখনো অনির্ধারিত।
‘তুফান’ সিনেমার আগেও তিনি একইভাবে বিব্রত হয়েছেন। কেন জানতে চাইলে রাফী বলেন, ‘এখন এমন হয়ে গেছে। মিথ্যা কোনো তথ্য নিয়ে অনেকেই খবর প্রচার করার কারণে সেটাই অনেকে সত্য মনে করে। হুট করে কই থেকে শুনলাম “তুফান” সিনেমায় যিশু সেনগুপ্ত অভিনয় করেছেন। অনেক দর্শক সেটা বিশ্বাস করেছিলেন। কিন্তু আমরা কখনোই বলিনি আমাদের সিনেমায় যিশু রয়েছে।’

চঞ্চল ও নিশো। ছবি: ফেসবুক

এবারও ‘লায়ন’ সিনেমার প্রি-প্রোডাকশনের আগে গুজব চাউর হয়। রাফী জানালেন, কেউ কেউ খবর প্রকাশ করেছেন তাঁর সিনেমায় অভিনয় করার কথা ছিল চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর। এখন বলা হচ্ছে, চঞ্চলের জায়গা রাজ আর নিশোর জায়গায় জিৎকে নেওয়া হচ্ছে। রাফী বললেন, ‘দেখুন, আমি কিন্তু এই গল্প নিয়ে চঞ্চল ভাইয়ের সঙ্গে কথা বলিনি। এমনকি তাঁকে কাস্টিং করব, এমন কথাও বলিনি। এ ছাড়া নিশোর সঙ্গে আমার কথা হয়নি। এখানে কাউকে বাদ দেওয়ার প্রসঙ্গে আসাই অপ্রত্যাশিত। যাকে আমাদের গল্পের সঙ্গে দরকার তাদের নিয়েই সিনেমাটি করছি। গুজব বেশি ছড়াতে না দিতেই আমরা দ্রুত সিনেমাটি কাস্টিং ঘোষণা দিলাম। আমরা চাই কেউ বিব্রত না হোক।’ সিনেমাটি প্রযোজনা করছেন শ্যাডো ফিল্মস। শিগগির আরও প্রযোজক যুক্ত হবে বলে জানান, পরিচালক।

এর আগে শোনা যাচ্ছিল, ‘তুফান–২’ নিয়ে ব্যস্ত হচ্ছেন রায়হান রাফী। তবে এই পরিচালক জানালেন, আপাতত ‘লায়ন’ নিয়ে ব্যস্ত হচ্ছেন। এর পরেই ‘তুফান–২’–এর কাজ শুরু করবেন।