মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩: মনোনয়নপ্রাপ্ত সেরা আট নবাগত অভিনয়শিল্পী
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৩–এর জানুয়ারি থেকে জুন পর্বের তারকা জরিপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পাঠক পত্রিকার কুপন ও অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে প্রিয় তারকা ও তাঁর প্রিয় কাজকে ভোট দিয়েছেন। সাতটি বিভাগের প্রতিটি বিভাগ থেকে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সেরা আট নির্ধারণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম চলেছে।
২০২৩ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত কাজের ওপর এই ভোট নেওয়া হয়েছে। আগামী পর্বে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কাজের ভোট নেওয়া হবে ২০২৪ সালের জানুয়ারি মাসে। দুই পর্ব থেকে মনোনয়নপ্রাপ্ত কাজগুলো চূড়ান্ত মনোনয়নের জন্য লড়বে।
সেরা নবাগত অভিনয়শিল্পী
আরিয়ানা জামান-‘পাপ: প্রথম চাল’
জাকিয়া মাহা-‘পাপ: প্রথম চাল’
প্রান্তর দস্তিদার-‘আন্তঃনগর’
মিষ্টি জাহান-‘কিল হিম’
মায়ামী-‘টেক অফ’
নিদ্রা নেহা-‘আন্তঃনগর’
নীলাঞ্জনা নীল-‘ফ্রাইডে’
নিহা-‘লাভ সেমিস্টার’