যেখানে দুই সপ্তাহ পরও ‘জওয়ান’কে পেছনে ফেলতে পারল না সিয়াম–মিমদের ‘অন্তর্জাল’

জওয়ান’কে পেছনে ফেলতে পারল না সিয়াম–মিমদের ‘অন্তর্জাল’
ছবি: কোলাজ

৮ সেপ্টেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল ‘অন্তর্জাল’ সিনেমার। অনেক হল বুকিংও চূড়ান্ত হয়েছিল। কিন্তু হঠাৎ ঘোষণা আসে, একই দিনে বাংলাদেশে মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’। বেশির ভাগ সিনেমা হল তখন ‘জওয়ান’ চালানোর পক্ষে ছিল। সেই সময়ে হলসংখ্যা কমে যাওয়া ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় ‘অন্তর্জাল’ সিনেমার মুক্তি পিছিয়ে যায়। দুই সপ্তাহ পর আজ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু এখানেও ‘জওয়ান’ সিনেমার হলসংখ্যাকে ছাড়িয়ে যেতে পারেনি।

‘জওয়ান’ আমদানিকারক সূত্রে জানা গেছে, বাংলাদেশের মোট ৪৬ প্রেক্ষাগৃহে ৮ সেপ্টেম্বর ‘জওয়ান’ মুক্তি পেয়েছিল। সেই তুলনায় ১১টি হল কম পেয়েছে ‘অন্তর্জাল’। সিনেমাটি দেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এমনকি ‘জওয়ান’ সিনেমা মুক্তির প্রথম দিন থেকেই সর্বমোট ২৩৭টি করে প্রদর্শনী হয়। এই চিত্রেও অনেকটা পিছিয়ে রয়েছে ‘অন্তর্জাল’।

জানা যায়, বর্তমানে তৃতীয় সপ্তাহে ‘জওয়ান’ ৪৪টি সিনেমা হলে চলছে। প্রতিদিন সিনেমাটির শো ১৮৯টি।

সিনেমার পোস্টার
ছবি: প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

‘অন্তর্জাল’ দেশে বেশিসংখ্যক সিনেমা হল না পেলেও এটি দেশের বাইরে হলসংখ্যায় রেকর্ড গড়েছে। সিনেমাটির পরিচালক দীপংকর দীপন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা হিসেবে ইতিহাস গড়ে “অন্তর্জাল” আমেরিকার রেকর্ডসংখ্যক সিনেমা হলে মুক্তি পাচ্ছে বাংলাদেশের সঙ্গেই ২২ সেপ্টেম্বর। আমেরিকার ৩২টি স্টেটের ১৪৩টি থিয়েটারে এবং কানাডার ৪টি প্রভিন্সের ৭টি থিয়েটারে—মোট ১৫০টি থিয়েটারে মুক্তি পাচ্ছে “অন্তর্জাল”। এটাই আমেরিকায় পুরোপুরি বাংলাদেশে নির্মিত কোনো সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড।’

‘অন্তর্জাল’ নিয়ে আশাবাদী অভিনেতা সিয়াম আহমেদ ফেসবুক স্ট্যাটাসে সিনেমার হলসংখ্যার ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটা সিনেমা যখন রিলিজের জন্য রেডি হয়, তখন এর পেছনে একটা জার্নির গল্পও লুকিয়ে থাকে।

‘জওয়ান’–এ শাহরুখ। ফেসবুক থেকে

“অন্তর্জাল” আমাদের জন্য সে রকমই একটা জার্নি। প্রায় তিন বছর ধরে এই সিনেমাটাকে লালন করেছি আমরা। আমরা চেষ্টা করেছি বাংলাদেশের দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আগামীকাল থেকে দেশ-বিদেশের শত শত প্রেক্ষাগৃহে যখন “অন্তর্জাল” মুক্তি পাবে, তখন থেকে এই সিনেমা আর আমাদের না, দর্শকদের হয়ে যাবে। আমাদের এই নতুন কিছু করার প্রচেষ্টা আপনাদের ভালো লাগবে, এটুকুই আমাদের চাওয়া।’

ছবিটি ঈদুল আজহায় মুক্তির ঘোষণা দিয়েছিলেন পরিচালক। এরপর ছবির টিজার, পোস্টার ও একটি গান প্রকাশিত হয়। অপেক্ষা সেন্সর ছাড়পত্রের। তবে তার আগে ঈদে মুক্তির তালিকা থেকে সরে যায় ‘অন্তর্জাল’ সিনেমাটি। পরে পরিচালক জানিয়েছিলেন, জুলাই মাসে মুক্তির সম্ভাবনা রয়েছে। পরে জানা যায়, ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সেখানে ‘জওয়ান’–এর কারণে বাধ্য হয়ে সিনেমার মুক্তি পেছাতে হয়।

একই সময়ে সিয়ামের ‘অন্তর্জাল’ ও শাহরুখ খানের ‘জওয়ান’ মুখোমুখি হচ্ছে
কোলাজ