ঈদের চার সিনেমা দেখে দর্শকেরা কী বলছেন
পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার একটি তুফান নিয়ে উন্মাদনার মধ্যে বাকি চার সিনেমার খবর কী?
‘ছবিটি দেখে আমি কেঁদেছি; হৃদয়বিদারক কাহিনি। সিনেমাটি খুব ভালো লেগেছে আমার।’ পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘ময়ূরাক্ষী’ সিনেমা দেখে বলছিলেন এক নারী দর্শক।
সিনেমাটি ঢাকার স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখা ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে। আজ শুক্রবার থেকে স্টার সিনেমাসের বসুন্ধরা সিটি শাখা ও লায়ন সিনেমাসেও প্রদর্শিত হবে ছবিটি।
রহমান মতি নামের এক দর্শক বাংলা চলচ্চিত্র গ্রুপে লিখেছেন, ‘এটি বাস্তবসম্মত ছবি। রঙিন জগতের আড়ালে বাস্তবে কী ঘটে, তার একটা ছাপ রয়েছে এতে।’
ঢাকাই সিনেমার এক চিত্রনায়িকার জীবনের গল্পের ছায়া অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। এতে নয়নতারা নামে এক চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ববি, নয়নতারার প্রেমিক জিমির চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা দীপ।
নয়নতারার প্রেমে বুঁদ হয়ে জিমি কীভাবে ময়ূরাক্ষী নামে একটি বিমান ছিনতাই করে, সে ঘটনাই তুলে আনা হয়েছে।
পরিচালক রাশিদ পলাশ জানান, গতকাল বৃহস্পতিবার দুই প্রেক্ষাগ্রহে চারটি শো ছিল। আজ থেকে চার প্রেক্ষাগৃহে আটটি শো চলবে।
সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। ববি, দীপ ছাড়াও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, সাদিয়া মাহি।
এই ঈদে মুক্তিপ্রাপ্ত পাঁচ সিনেমার মধ্যে সর্বোচ্চ ১২০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। বাকি চার সিনেমা ময়ূরাক্ষী, রিভেঞ্জ, ডার্ক ওয়ার্ল্ড ও আগন্তুক মিলিয়ে ৩৫টির মতো হল পেয়েছে। এর মধ্যে ১৫টি হল পেয়েছে মোহাম্মদ ইকবাল প্রযোজিত ও পরিচালিত রিভেঞ্জ, সুমন ধরের আগন্তুক ৫টি ও মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড ১২টি হলে মুক্তি পেয়েছে।
‘রিভেঞ্জ’ দেখে এক দর্শক বলেছেন, ‘এটি একটি সামাজিক সিনেমা। ছবিতে শিল্পীদের অভিনয় ভালো লেগেছে। তবে অ্যাকশন দৃশ্যগুলো আরও জমলে ভালো হতো।’
এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন শবনম বুবলী ও রোশান। আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, মিশা সওদাগর।
‘আগন্তুক’ দেখে ইফতেখার আহমেদ নামে এক দর্শক বাংলা চলচ্চিত্র গ্রুপে লিখেছেন, ‘পরিচালক সুমন ধরের অসাধারণ নির্মাণ “আগন্তুক”। পূজা চেরি এবং শ্যামল মাওলা দুর্দান্ত অভিনয় করেছে।’
এই থ্রিলার ছবিতে আরও অভিনয় করেছেন মিলি বাশার, মাসুম বাশার, হিন্দোল রায়। ছবিটির ডিজিটাল পার্টনার টাইগার মিডিয়া। পরিচালক আশা করছেন, আগামী সপ্তাহে ছবিটির হলসংখ্যা বাড়বে।
‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার এক দর্শক আসিফ আহমেদ বাংলাদেশি চলচ্চিত্র গ্রুপে লিখেছেন, ‘ছবিটির ট্রেলার দেখে ভেবেছিলাম, হয়তো একজন ডাকাতের জীবনের গল্প, মারামারি, নায়িকার সঙ্গে প্রেম-ভালোবাসা, অতঃপর পরিণয় কিংবা ভয়ংকর মৃত্যু! এ ধরনের গল্পে এগোবে কাহিনিটি। কিন্তু আমার যেটা পছন্দের, সেটাই গতানুগতিক চিন্তার বাইরে সম্পূর্ণ ভিন্ন গল্প দিয়ে মুভিটি বানানো হয়েছে। মুভি শুরুর ২০ মিনিট পর শুরু হয় গল্পের টুইস্ট, মোড় নেয় এমন এক গল্পে, যা উপস্থিত সব দর্শককে হয়তো কাঁদিয়েছে। আমিই চোখের পানি ধরে রাখতে পারিনি। আমার মনে হয় প্রত্যেক উঠতি বয়সী তরুণীর এই মুভিটি দেখা উচিত।’
ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় মুন্না খান, কলকাতার কৌশানী মুখার্জি, দীপা খন্দকার, মিশা সওদাগরসহ আরও অনেকে অভিনয় করেছেন।