‘তুফান’ সাফল্যের মাঝে ‘দরদ’ মুক্তির খবর
‘তুফান’ মুক্তির তিন সপ্তাহ পার হতে চলেছে। এরই মধ্যে দেশের বাইরেও মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত ছবিটি। দেশের পাশাপাশি দেশের বাইরেও ছবিটি নিয়ে দর্শক আগ্রহের খবর শোনা যাচ্ছে। কাঙ্ক্ষিত সময়ে দর্শকেরা ছবি দেখার টিকিট পাচ্ছেন না, এমন খবরও দেশের পাশাপাশি দেশের বাইরে থেকে আসছে।
‘তুফান’ নিয়ে যখন এত ডামাডোল চলছে, ঠিক সে সময়ে মুক্তির ঘোষণা এসেছে শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। আজ ছবিটির পরিচালক অনন্য মামুন এক ফেসবুক পোস্টে জানালেন, সেপ্টেম্বরে ছবিটি প্রেক্ষাগৃহে আসছে। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পুরোদস্তুর প্রচারেও নামবেন বলে জানালেন পরিচালক।
অনন্য মামুন আজ রোববার সকালে নিজের ফেসবুকে একটি স্থিরচিত্র পোস্ট করেছেন। কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের সঙ্গে দেখা করেন ছবির অন্যতম প্রযোজক সরদার সানিয়াত হোসেন ও পরিচালক অনন্য মামুন। এরপর তাঁরা জানান সেপ্টেম্বরে ছবিটি মুক্তি পাবে।
শাকিব খানের সঙ্গে স্থিরচিত্র পোস্ট করে মামুন ফেসবুকে লিখেছেন, ‘সকল প্রচারণা শুরু হবে ১৫ জুলাই থেকে। দেশের সঙ্গে বিশ্ববাজারে ভালো কিছু করাই আমাদের লক্ষ্য...। আগামী দুই মাস “দরদ”–এর প্রচারণায় থাকবে নতুন কিছু...। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনো বড় আয়োজন হবে। সেখানেই জানানো হবে সেপ্টেম্বরের কত তারিখে “দরদ” প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’
মামুন জানান, মধ্যপ্রাচ্যে বড় অংশজুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শককে শাকিব খানের ছবির মাধ্যমে প্রেক্ষাগৃহে আনাটাই অন্যতম লক্ষ্য। এদিকে গেল ঈদুল আজহায় প্রকাশ পেয়েছিল ‘দরদ’ ছবির দেড় মিনিটের টিজার। যেখানে ‘বহুরূপী’ শাকিব খানকেই দেখা গেছে! কখনো তিনি একেবারে ছা–পোষা মানুষ, আবার কখনো ভয়ংকর এক রহস্য মানব! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হতে যাচ্ছে এটি।
টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের রোমান্সের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে ছিল অ্যাকশন ও সাসপেন্স। টিজার দেখে দর্শকেরা বলছেন, দুর্দান্ত গল্পে বাণিজ্যিকভাবে সফল করার সব ধরনের উপাদান এই ছবিতে রয়েছে। টিজার প্রকাশের আগে শাকিব খানের চরিত্র সম্পর্কে ধারণা দিতে ‘দরদ’ লুক প্রকাশ হয়।
বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও ছবিতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।