কাকে ‘অ-উপস্থাপক’ বললেন দেবাশীষ বিশ্বাস
একসময়ের টেলিভিশন, চলচ্চিত্র অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। এখন অভিনয়ে খুব একটা দেখা যায় না তাঁকে। পুরোদস্তুর উপস্থাপক হিসেবে সব মহলে পরিচিতি আছে তাঁর। উপস্থাপনায় নিজের আলাদা একটি অবস্থানও তৈরি করে নিয়েছেন জয়। তবে এই তারকার উপস্থাপনার ধরন নিয়ে রয়েছে তর্ক-বিতর্ক, সমালোচনা। বিনোদন অঙ্গনের তারকাদের নিজের অনুষ্ঠানে ডেকে এনে বিতর্কিত সব প্রশ্ন করার অভিযোগও বিস্তর।
এসব নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা সহ্য করতে হয় উপস্থাপককে। কখনো কখনো সেটি চরম পর্যায়েও পৌঁছে যায়। তবে এগুলোকে কখনোই পাত্তা দেননি জয়। সমালোচকেরা বলেন, বর্তমান সময়ে যত সমালোচনা হবে, ততই সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হওয়ার সম্ভাবনা প্রবল। আর এতেই বাড়তে থাকে প্রচারও। গণ্ডির বাইরে গিয়ে তারকাদের নানা প্রশ্ন করায় দর্শকও আগ্রহ নিয়ে দেখেন জয়ের অনুষ্ঠান।
এত দিন জয়ের সমালোচনা করে আসছিলেন তাঁর অনুষ্ঠানে আমন্ত্রিত তারকারা। তবে এবার মনে হচ্ছে জয়ের ওপর খেপেছেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসও। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্টে জয়ের নাম উল্লেখ করেননি এই নির্মাতা।
দেবাশীষ বিশ্বাস ফেসবুক পোস্টে লিখেছেন, ‘একজন “অ–উপস্থাপক” কী করে একটি প্রথিতযশা টিভি চ্যানেলে নিয়মিতভাবে ফালতু, বিতর্কিত, অভদ্র, অশ্লীল, অপ্রচারযোগ্য প্রশ্নাবলিসহ চতুর্থ শ্রেণির বাচনভঙ্গি সহকারে অনুষ্ঠান সঞ্চালনা করে! এবং কী করেই–বা ওই অনুষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠিত টিভি চ্যানেল বা চ্যানেলসমূহ প্রচার করতে বিন্দুমাত্র দ্বিধা পর্যন্ত বোধ করে না! আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যমূলকভাবে অপমান করা তো তাদের হাত ধরে এখন প্রায় শিল্পের পর্যায়ে উন্নীত হয়েছে!’
দেবাশীষ বিশ্বাসের এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে আলোচনা। কমেন্ট বক্সে তাঁর এই মন্তব্যের পক্ষে মত দিচ্ছেন বহু মানুষ।