সোনার বাটি, চামচে প্রথম ভাত খাবে রাজ্য, ফেসবুকে ছবি দিয়ে জানালেন পরীমনি
১০ ফেব্রুয়ারি তারকা দম্পতি রাজ ও পরীমনির সন্তান রাজ্যর বয়স ছয় মাস পূর্ণ হবে। ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। তবে সেটি যেনতেনভাবে নয়, একেবারেই সোনার বাটি ও চামচে করে।
বুধবার সন্ধ্যায় পরীমনি তাঁর ফেসবুকে পেজে সেই চামচ-বাটির ছবি প্রকাশ করে লিখেছেন, ‘বাজানের মুখে ভাতের আয়োজন।’ পোস্টের আরেকটি অংশে পরী জানিয়েছেন, সোনার বাটি, চামচের এই আয়োজন করেছেন রাজ। ভক্তদের উদ্দেশে পরী প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের–বাবার কাণ্ড। সুন্দর না?’
ঘটনার বিস্তারিত জানতে যোগাযোগ করা হলে প্রথম আলোকে পরীমনি বলেন, ‘বিষয়টি এত গুরুত্বপূর্ণ নয়। বাসায় এসে সবাই বলেন, রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবাসে বলেই এভাবে বলেন। আমরা মজা করে এসব আয়োজন করেছি। ছয় মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি, বাবা-মার রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান, আমাদের ঘরে এত সুন্দর একটা রাজা পেয়েছি।’
পরীমনি জানান, ১০ ফেব্রুয়ারি নিজ হাতে তিনি বাজার করবেন, রান্না করবেন। পরী জানান, ‘মা হিসেবে আমার জন্য বিশেষ দিন হবে এটি। নিজ হাতে রান্না করে ছেলের মুখে প্রথম ভাত তুলে দেব। একটু ভয়ও পাচ্ছি, ভাত তুলে দেওয়ার সময় ওর প্রতিক্রিয়া কী হয়, ভেবে।’
শুরুর দিন থেকে সন্তানকে কী কী খাওয়ানো যাবে, সে ব্যাপারে চিকিৎসকের পরামর্শও নিয়েছেন পরীমনি। বলেন, ‘ডাক্তার বলেছেন আপাতত ভাত ও সবজি খেতে পারবে রাজ্য। ভাত খাওয়া শুরু করলে রাজ্য তাড়াতাড়ি বেড়ে উঠবে। ভেবে খুব ভালো লাগছে।’
পরীমনি মনে করেন, রাজ্য তাঁর জীবনে আশীর্বাদ বয়ে এনেছে। তিনি বলেন, ‘এত লক্ষ্মী আমার ছেলেটি। কোনো প্যারা দেয় না। কোনো কিছুতেই জ্বালায় না। আমার কোলে সে খুব আরাম পায়। বাড়িতে কোনো আত্মীয়স্বজন আসলে বুঝতেই পারে না যে ঘরে একটা বাচ্চা আছে। এটি আমার জন্য আশীর্বাদ।’
তিনি আরও বলেন, ‘রাজ্য আমার আমার জীবনকে পাল্টে দিয়েছে। আমার জীবনকে রঙিন করেছে, আনন্দে ভরে দিয়েছে। রাজ্যই আমার এক পৃথিবী।’