‘অনেকেই বলেন, অর্চি মানেই উৎসব’

মস্কো চলচ্চিত্র উৎসবে স্পেশাল জুরি পুরস্কার জিতেছিল ‘নির্বাণ’। সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তির পর জানা গেল, এটি এবার ফ্রান্সের গঞ্জ সুর সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। সিনেমার প্রধান অভিনেত্রী প্রিয়াম অর্চি ‘অপ্রত্যাশিত’ ও ‘জুয়েল’ নামে দুটি সিনেমায় অভিনয় করেছেন।

প্রিয়াম অর্চিছবি: প্রথম আলো

আপাতত শুটিং নেই। এই বিরতি অপ্রত্যাশিত। কারণ, দেশে দুটি সিনেমার শুটিং ছিল। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিনেমা দুটির কাজ আপাতত স্থগিত আছে। এখন যুক্তরাজ্যে অভিনয়ের ওপর পড়াশোনা নিয়েই ব্যস্ত হতে চান প্রিয়াম অর্চি। সঙ্গে মঞ্চেও অভিনয় করতে চান। তাহলে কি আর দেশে ফিরবেন না? তাঁর সাদামাটা উত্তর, ‘দেশে এখন সিনেমার কাজ থেমে আছে। এই বছরে মনে হয় ফেরা হচ্ছে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ।’

নির্বাণ সিনেমার দৃশ্য
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নির্বাক ট্রেলার
‘নির্বাণ’ সিনেমায় কোনো সংলাপ নেই। কথা না বলেও ফ্রেমে ফ্রেমে অনেক কথা বলা। এটাই তো ভিজ্যুয়াল মাধ্যমের শক্তি। একটি কর্মক্ষেত্রের মনস্তাত্ত্বিক গল্প বলেছেন পরিচালক আসিফ ইসলাম। গতকাল সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। ট্রেলারে ফ্রেমে ফ্রেমে ফুটে উঠেছে একাকিত্ব। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াম।

প্রিয়াম অর্চি
ছবি: শিল্পীর সৌজন্যে

তিনি বলেন, ‘মস্কো থেকেই আমরা সিনেমাটির ভিজ্যুয়ালের প্রশংসা পাচ্ছিলাম। সাদাকালো সিনেমাটির ট্রেলার নিয়েও অনেকেই প্রশংসা করছেন। দেশের মানুষ সিনেমাটিকে কীভাবে নেয়, সেটাই বেশি ভাবাচ্ছে। পরিস্থিতি বুঝে হয়তো আগামী বছরের শুরুতে সিনেমাটি মুক্তি পাবে।’

যুক্তরাজ্যে শুটিং
স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে থাকেন প্রিয়াম। মাঝখানে দীর্ঘদিন দেশে আসা হয়নি। চলতি বছরের শেষের দিকে দেশে ফেরার কথা থাকলেও দুটি সিনেমার কাজ স্থগিত হয়েছে। প্রি-প্রোডাকশনের কাজও এগোয়নি। তবে এর মধ্যে যুক্তরাজ্যে ‘অপ্রত্যাশিত’ সিনেমার শুটিং করেছেন। পরিচালক কলকাতার দেবাশীষ ব্যানার্জি। প্রিয়াম বলেন, ‘সিনেমায় ঢাকা ও কলকাতা থেকে বেশ কিছু শিল্পী অভিনয় করেছেন।

‘অপ্রত্যাশিত’ সিনেমার দৃশ্য। অভিনেত্রীর সৌজন্যে

বিদেশি প্রযোজনা প্রতিষ্ঠান, শিল্পীদের সঙ্গে কাজ; আমাকে অনেক কিছু শিখিয়েছে। যুক্তরাজ্যে আমি শেখার মধ্যেই ছিলাম। সেটা অভিনয় হোক বা ব্যক্তিজীবনেই হোক। এখানে বিভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেশা হয়। সিনেমা দেখা, বই পড়া হয়, থিয়েটার ও অভিনয় মিলিয়ে সব সময়ই নিজেকে সমৃদ্ধ করার চেষ্টা করি।’ বলেন প্রিয়াম।

উৎসব থেকেই সিনেমায়
ভারতের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় ‘পায়ের তলায় মাটি নাই’ সিনেমার প্রদর্শনীর সময় কৌশিক মুখার্জির সঙ্গে পরিচয়। তিনি ‘গান্ডু’ সিনেমার পরিচালক। প্রিয়ামের কাজের প্রশংসা করেন কৌশিক। এর মধ্যেই একদিন ফোন। ‘জুয়েল’ নামের একটি সিনেমার চরিত্র হতে হবে। প্রিয়াম বলেন, ‘কিউ (কৌশিক মুখার্জি) দাদার “জুয়েল” সিনেমাটির গল্প শুনেই পছন্দ হয়ে যায়। সিনেমাটি আমাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনের নানা ঘটনা রাজনীতির জীবনকে কীভাবে প্রভাবিত করে, সেগুলো বুঝতে চেষ্টা করেছি।’ সিনেমাটি যুক্তরাষ্ট্রের একটি তহবিলও পেয়েছে।

যুক্তরাজ্যে প্রিয়াম অর্চি। শিল্পীর সৌজন্যে

অর্চি মানেই উৎসব
প্রিয়াম অর্চির ‘পায়ের তলায় মাটি নাই’ বুসান উৎসবে প্রিমিয়ার হয়। পরে ইকবাল হোসেন চৌধুরীর বলী সিনেমায় নাম লেখান; সেটিও বুসান উৎসবের শীর্ষ পুরস্কার পায়। গত বছর নিউ কারেন্ট পুরস্কার পায়। পরে মস্কোতে পুরস্কার পায় ‘নির্বাণ’। পরের ছবিগুলোও বিভিন্ন উৎসবের প্রিমিয়ার হবে। প্রিয়াম বলেন, ‘গল্পপ্রধান সিনেমায় পরিচালকেরা বেশি ডাকেন। আন্তর্জাতিকভাবেও গল্পগুলো সমাদৃত হয়। অনেকেই বলেন, অর্চি মানেই উৎসব।’

কক্সবাজার থেকে কেন্ট
একসময় সাগর দেখার জন্য অস্থির হয়ে থাকতেন। পূজার ছুটি পেলে চলে যেতেন কক্সবাজারে। যে কয় দিন থাকতেন, সাগরের প্রেমে আরও বেশি নিমগ্ন থাকতেন। সাগরপাড় থেকে ফিরতে কষ্ট হতো। সেই সাগরেই এখন বেশির ভাগ সময় কাটে।

আরও পড়ুন

প্রিয়াম থাকেন যুক্তরাজ্যের কেন্ট শহরের। বাসা থেকে পাশেই সমুদ্র। প্রতিদিন সেখানে গিয়ে মনে পড়ে কক্সবাজারের কথা। ‘এখন আর মন খারাপ হয় না। মনমতো সাগর দেখতে পারি। রাত–দিন যখন ইচ্ছা যেতে পারি সাগরে। কেন্টের পাড়ে নিজেকে নতুন করে আবিষ্কার করা যায়। কেন্টে জীবনের সেরা সময় কাটাচ্ছি।’