নিজের ফুটেজ দেখে নিজেই মুগ্ধ হয়েছি: পূজা চেরি
গত বছর আগস্ট মাসে শুটিং শুরু হয়। প্রায় সাত মাস পর আজ শনিবার ‘লিপস্টিক’ ছবির শুটিং শেষ হচ্ছে। তিন ধাপে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বেশ কয়েকটি জায়গায় শুটিং হয় ছবিটির। এতে নায়িকা হিসেবে পূজা চেরি দুটি চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র গ্রামের কিশোরীর। সবাই যাকে বুচি বলে ডাকে। আরেকটি ঢালিউডের নায়িকার। চরিত্রের নাম মাধুরী।
এই যে দুটি দুই ধরনের চরিত্র, এক পূজাকে তা করতে সমস্যা হয়নি?—জানতে চাইলে পূজা বলেন, ‘গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করতে আমি অভ্যস্ত নই। তবে শুটিংয়ের সময় তো গ্রামেই থেকেছি, এ জন্য কিছুটা সহজ হয়েছে চরিত্রটি করতে। মজার ব্যাপার হলো, যখন আমি গ্রামের মেয়ের পোশাক পরতাম, মেকআপ নিতাম, কেন জানি নিজেকে গ্রামের মেয়েই মনে হতো। ইউনিটের সবাই বলত, পারফেক্ট গ্রামের মেয়ে! আর নায়িকা চরিত্রটি আমার জন্য কঠিন না। অভিনয়ই তো আমার নিজেরই পেশা।’
বিপরীতধর্মী দুটি চরিত্রে একসঙ্গে এই প্রথম অভিনয় করলেন পূজা। চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘আমার জন্য এটি ছিল চ্যালেঞ্জিং একটি কাজ। একসময় গ্রামের কিশোরী, আরেক সময় সিনেমার জনপ্রিয় নায়িকা। এই দুটি চরিত্রে নিজেকে ভাঙাগড়ার খেলা আছে। নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি, চেষ্টা করেছি চরিত্র দুটি বৈচিত্র্যময় করে তুলতে। যেটি দর্শকেরা সিনেমা হলে বসে বুঝতে পারবেন।’
গ্রামের মেয়ে চরিত্রটির শুটিংয়ের সময় একটা মজার ঘটনার কথা মনে করলেন পূজা। এই অভিনেত্রী জানালেন, একদিন নৌকা করে এপার–ওপার যাওয়ার শুটিং হচ্ছিল। যাঁরা নিয়মিত পারাপার হন নৌকায়, এমন স্থানীয় মানুষও ছিলেন। ঘটনার বিস্তারিত জানিয়ে পূজা বলেন, ‘পোশাক ও মেকআপ এমন ছিল যে নৌকায় সাধারণ মানুষের কারোর আমাকে চেনার উপায় ছিল না। এক নারী যাত্রী শুটিংয়ের ক্যামেরা দেখে নায়িকা কে জানতে চাচ্ছিলেন। ইউনিটের একজন আমাকে দেখিয়ে দিল। অনেকটাই নাক সিটকিয়ে ওই নারী বলেন, ‘‘হুহ, অন্য একটা নায়িকা নিলেই তো পারতেন।’’ তখন বুঝেছি, পোশাক-মেকআপে গ্রামের মেয়ের চরিত্রে আমি সার্থক।’
ঢাকার ছবির এই নায়িকার মন্তব্য, এটি একটি অন্য রকমের ভালো কাজ হচ্ছে। ডাবিং করতে গিয়ে আরও ভালোভাবে টের পেয়েছি। ফুটেজ দেখতে দেখতে ডাবিংয়ের তিন ঘণ্টা যে কখন চলে গেছে, বুঝতেই পারিনি। নিজের ফুটেজ দেখে নিজেই মুগ্ধ হয়েছি।
পূজা আরও বলেন, ‘টিমের সবারই অক্লান্ত পরিশ্রম আছে এই ছবিতে। অনেক দিন পর একটা ভালো ছবি করার সুযোগ পেয়েছি। এই মুহূর্তে আমার সেটি দরকারও। ছবিটি নিয়ে বড় প্রত্যাশা আছে আমার।’
ছবিটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। পূজার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, মুনিরা মিঠু প্রমুখ।