বড় পর্দায় আসছেন মেহজাবীন

মেহজাবীন চৌধুরীপ্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

অপেক্ষার পালা শেষ, ছোট পর্দা ও ওটিটির পর এবার বড় পর্দায় পা রাখছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘প্রিয় মালতী’।

সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন এই তারকা। মালতী রানী দাশ নামে নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্র ধারণা করেছেন মেহজাবীন। যিনি পলাশ কুমার দাশ নামে এক তরুণের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন।

সমাজের আরও আট–দশটা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের স্বপ্ন বুনছিলেন এই জুটি। বিবাহবার্ষিকীতে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় ঘোরাঘুরি, উপহার কিংবা স্বামী-স্ত্রীর খুনসুটি—সবকিছুই চলছিল চেনা ছন্দে।

তবে একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার ঘটনায় ছন্দ কেটে যায়। কী ঘটেছিল আসলে? সেটাই সিনেমায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। এটিই তাঁর প্রথম সিনেমা।

‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী
প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা হলে আসছেন মেহজাবীন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় মালতীর সঙ্গে দেখা হবে থিয়েটারে।’

কথা হয় এই তারকার সঙ্গে। প্রথম আলো‌কে ব‌লেন, ‘এটি আমার প্রথম সিনেমা, যা বাংলাদেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে। তাই এই অনুভূতিটা একদম আলাদা। আমি খুবই অপেক্ষা করছি এটি দেখার এবং আমার প্রিয়জনদের সঙ্গে এটি উদ্‌যাপন করার জন্য। আমার ভক্তরা এবং পরিবারের সঙ্গে দেখব।’

শঙ্খ দাশগুপ্ত জানান, সিনেমায় মালতী চরিত্রটি সংগ্রামের। চরিত্রটিকে সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়। দেশের অনেক নারীর জীবনেই এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন করেছেন তিনি।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী
শিল্পীর সৌজন্যে

তরুণ এই নির্মাতা বলেন, ‘সিনেমার গল্পটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। সত্য যেমন কঠিন, সিনেমার বিভিন্ন মুহূর্তও তেমন কঠিন ও সমস্যার। মালতীর সমস্যা–সংগ্রামগুলো শুধু তার একার না, এগুলো দেশের মানুষের সমস্যা–সংগ্রাম। অন্তঃসত্ত্বা মালতীকে বিশৃঙ্খল এই শহরে শ্বশুরবাড়ি, সমাজ এবং ধর্মীয় রীতিনীতির বিরুদ্ধে লড়াই করতে হয়। এর পাশপাশি আমি প্রশ্ন করতে চেয়েছি, একজন মানুষের অস্তিত্ব কি ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত রিপোর্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে?’

‘প্রিয় মালতী’ সিনেমার দৃশ্যে মেহজাবীন চৌধুরী
প্রযোজনা প্রতিষ্ঠানের সৌজন্যে

এর আগে ওটিটি কনটেন্ট প্রযোজনা করলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রযোজনা করলেন আদনান আল রাজীব। তিনি বলেন, ‘আশা করছি আমরা যে কষ্ট করেছি সেটা মানুষ দেখবে। একই সঙ্গে তাঁদের মন্তব্যটাও জরুরি। যাঁরা সিনেমাটি দেখবেন, তাঁরা একটা অনুভূতি নিয়ে বের হবেন বলে আমি মনে করি। আর সেটা যদি দর্শকদের মধ্যে ইতিবাচকতা তৈরি করে, সেটাই হবে আমাদের সার্থকতা। যাঁরা গল্পের সিনেমা পছন্দ করেন। অনেক দিন প্রেক্ষাগৃহে আসেন না, তাঁদের জন্য বলতে চাই, আপনারা প্রিয় মালতী দেখতে প্রেক্ষাগৃহে আসেন, হতাশ হবেন না।’

এতে আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল হক বরুন, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ অনেকে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে এই ছবির শুটিং হয়েছে।

মেহজাবীন চৌধুরী
ছবি : ফেসবুক থেকে

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায়। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।

আরও পড়ুন