মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে: শরীফুল রাজ

অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়কোলাজ

অভিনেতা শরীফুল রাজের ফেসবুকে গত সোমবার দিবাগত রাতে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালের কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁস হয়। ১৮ মিনিটের মাথায় সেসব ছবি ও ভিডিওগুলো রাজের ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়। তবে তার আগেই তা ফেসবুকের নানা গ্রুপে ছড়িয়ে পড়ে। ভাইরাল হয় সেসব ভিডিও ও ছবি।

অনুমতি ছাড়া এসব ছবি ও ভিডিও প্রকাশের পরদিনই ভুক্তভোগী সুনেরাহ বিনতে কামাল গণমাধ্যমের সঙ্গে কথা বলে প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থান করার কারণে ঘটনার দুদিন পর তানজিন তিশা তাঁর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিয়ে বক্তব্য দিয়েছেন। তবে আরেক ভুক্তভোগী নাজিফা তুষির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

সুনেরাহ বিনতে কামাল
ছবি : শিল্পীর সৌজন্যে

এদিকে বিষয়টি নিয়ে সুনেরাহ ও তিশার প্রতিক্রিয়ায় তাঁদের সামাজিকভাবে সম্মানহানি করার বক্তব্য উঠে এসেছে। এ কারণে তাঁরা দুজনই রাজের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন। রাজও তাঁর বিরুদ্ধে মামলার বিষয়টি স্বাগত জানিয়েছেন। প্রথম আলোকে সুনেরাহ বলেছেন, ‘রাজ আমার বন্ধু। তার বিরুদ্ধে আমি মামলা করতে না চাইলেও আমার পরিবার থেকে মামলা করতে চায়। কারণ, এ ঘটনায় শুধু আমি নিজে নই, পরিবারও ভুক্তভোগী।’

অন্যদিকে তিশা বলেছেন, ‘বিষয়টিতে আমার সম্মানের ক্ষতি তো হয়েছেই, আমার ভক্ত-দর্শকেরাও ভুল বুঝছেন আমাকে। আমার পরিবারও নানাভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে। সুতরাং দেশে ফিরেই মামলা করব।’ তিশা প্রতিক্রিয়ায় আরও বলেছেন, ‘রাজ নাকি বলেছে, তার আইডি হ্যাকড বা আইডির অ্যাকসেস অন্য কারোর কাছে ছিল, সেই চক্র কাজটি করতে পারে। কিন্তু আমার প্রশ্ন, তাহলে রাজ কেন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না?’

আরও পড়ুন

ভুক্তভোগী সুনেরাহ ও তিশার কথা হচ্ছে, যদি অন্য কেউ এসব প্রকাশ করে থাকে, তাহলে রাজ কেন এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন না? এ প্রসঙ্গে শুক্রবার মুঠোফোনে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘প্রথম দিনই এ বিষয় নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা বলেছেন, তাঁদের মতো করে বিষয়টি নিয়ে কাজ করছেন। সত্য কথা কি, বিষয়টি নিয়ে আমি নিজেই বিব্রত। আমি চাই, সত্য বেরিয়ে আসুক। তা না হলে শুধু ভুক্তভোগীরা নয়, দেশের মানুষ আমাকেও ভুল বুঝছে।’

শরিফুল রাজ ও পরীমনি
ফেসবুক

‘কিন্তু বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে ভুক্তভোগীরা আপনার বিরুদ্ধেই মামলা করার কথা বলছেন। এ ব্যাপারে কী বলবেন?’ জবাবে রাজ বলেন, ‘তারা তো হেনস্তার স্বীকার, ভুক্তভোগী। মামলা করতেই পারে। তা ছাড়া মামলা করলে ভালো হবে। মামলা হওয়ার পর তদন্ত হবে। তদন্তে আসল ঘটনা বের হয়ে আসবে। মামলা করলেই আসল কালপ্রিট কে, তা জাতি জানতে পারবে।’

আরও পড়ুন

ঢালিউডের এই অভিনেতা আরও বলেন, ‘এ মামলায় আমাকে জেলে যাওয়া লাগলে আমি যাব। তবে আমি বলতে চাই, আমি কোনো অন্যায় করিনি। যেহেতু আমার আইডি থেকে এটি প্রকাশিত হয়েছে, আমার নামেই মামলা হবে, এটাই স্বাভাবিক। এ মামলাকে স্বাগত জানাই। কারণ, মামলা হলে তদন্ত হবে। আমার ফোন সিজ করবে। কে আপ করেছে, কারা কারা জড়িত ছিল, কোন লোকেশন থেকে এটি প্রকাশ করা হয়েছে, সব বের হওয়া সম্ভব।’

তানজিন তিশা
ফেসবুক থেকে
আরও পড়ুন

রাজ মনে করেন, এই পুরো ঘটনায় সুনেরাহ, তিশাদের মতো তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছেন। রাজ বলেন, ‘আমার নিজেরও পরিবার আছে। কারণ, আমার ছোট বোনের বিয়ে ছিল এ মাসে । হঠাৎই এ ঘটনায় টক অব দ্য টাউন হলাম আমি। এ কারণে আমার বোনের বিয়ে পেছাতে হয়েছে। আমি বিষয়টি নিয়ে খুবই ক্লান্ত, হতাশ। আমি এখান থেকে বের হতে চাই। আমি কাজ নিয়ে থাকতে চাই, কাজের কথা বলতে চাই।’
তবে পুরো বিষয়টি নিয়ে ঘুরেফিরে পরীমনির নামও এলে তাঁর সম্পর্কে কিছুই বলতে চান না রাজ। তিনি বলেন, ‘সে আমার স্ত্রী, আমার বাচ্চার মা। তাকে নিয়ে আমি কোনো বাজে মন্তব্য করব না।’

আরও পড়ুন