সৌদি আরব, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় ‘সুড়ঙ্গ’

‘সুড়ঙ্গ’ চলচ্চিত্রে আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জাছবি : সংগৃহীত

মুক্তির তিন দিনে দর্শক আলোচনায় চলে এসেছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত ঈদের ছবি ‘সুড়ঙ্গ’। এবার দেশের বাইরে সেই আলোচনার ঢেউ লেগেছে। শিগগিরই ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।

ছবিটির পরিচালক রায়হান রাফি জানান, এরই মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় মুক্তি চূড়ান্ত হয়েছে। ৭ জুলাই মুক্তি পাবে অস্ট্রেলিয়ার মেলবোর্ন, ক্যানবেরা, সিডনি, ডারউইনসহ ছয়টি শহরে। আর ২১ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায়। এরপর ২৮ জুলাই একযোগে যুক্তরাষ্ট্রের সব কটি শহরে মুক্তি পাবে এই ছবি। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রথম সপ্তাহের ২৫টি শোর ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

রাফি বলেন, ‘পৃথিবী এখন গল্পনির্ভর কনটেন্ট এন্টারটেইনিংভাবে উপস্থাপন এবং শিল্পীদের উপযুক্ত অভিনয় দেখতে চায়। যার সব উপকরণ “সুড়ঙ্গ”-এর মধ্যে আছে। ছবিটি নিয়ে দেশের দর্শকের মাতামাতির খবর বাইরের বিভিন্ন দেশের বাঙালিদের কাছে  পৌঁছে গেছে।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো ও তমা মির্জা
ছবি : চরকির সৌজন্যে

এ কারণে সেখানকার বাংলা ভাষাভাষীর মধ্যে ছবিটি নিয়ে আগ্রহ দেখা দিয়েছে। তা ছাড়া আফরান নিশোর প্রথম সিনেমা এবং “পরাণ” দেখার পর আমার পরিচালনার ওপর একটা বিশ্বাস তৈরি হয়েছে সেখানকার দর্শকের। এসব মিলে আগ্রহ একটু বেশি। কারণ, এর আগে “পরাণ” ছবি ওই সব দেশে বসবাসরত বাঙালিদের মন জয় করেছে।’

এ পরিচালক আরও জানিয়েছেন আমদানি-রপ্তানি নীতিমালায় ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস থেকে মুক্তির কথা আছে ‘সুড়ঙ্গ’। তাদের ফেসবুক পেজ থেকে নিয়মিত প্রচার করছে ছবিটির খবরাখবর। ইতিমধ্যে সেখানে সেন্সরে পাঠানো হয়েছে ছবিটি। সেন্সর হয়ে এলে বড় পরিসরে সেখানে মুক্তির কথা আছে। পাশাপাশি সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে আরবি সাবটাইটেলে ছবিটির মুক্তির প্রক্রিয়া চলছে।

‘সুড়ঙ্গ’ ছবির গানের দৃশ্যে নুসরাত ফারিয়া
সংগৃহীত


অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশন করছে বঙ্গজ ফিল্মস। এর কর্ণধার তানিম মান্নান শনিবার সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার রাজধানীসহ ৬টি শহরে ২৫টি শো চালাব। এরই মধ্যে ৭০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে। এখানে নিশোর নাটকের অনেক ভক্ত আছেন। সেই আগ্রহ থেকে ছবিটি মুক্তির পরপরই দ্রুত এখানে নিয়ে আসতে পারছি। বাংলাদেশে ছবিটির ভালো রিভিউ পাচ্ছি। যে সাড়া পাচ্ছি, তাতে মনে হচ্ছে ‘পরাণ’–এর মতো রায়হান রাফির এই ছবিও এখানে রেকর্ড গড়বে।’

এ দিকে ‘সুড়ঙ্গ’ যুক্তরাষ্ট্রে পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস। শনিবার রাতে হোয়াটসঅ্যাপে এর কর্ণধার রাজ হামিদ প্রথম আলোকে বলেন, ‘মুক্তির খুব স্বল্প সময়ের মধ্যে “সুড়ঙ্গ” ছবি দেখতে এখানকার বাঙালিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এটি রাফির ছবি। “পরাণ” দেখার পর থেকে রাফির প্রতি একটা বিশ্বাস তৈরি হয়েছে এখানকার দর্শকের। তা ছাড়া নিশোর নাটকের বড় একটা ফ্যানবেজ আছে এখানে। তার ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে মনে হচ্ছে ‘পরাণ’ ছবির মতো হইচই ফেলে দিতে পারে “সুড়ঙ্গ”।’