সুইডেনে যাচ্ছে ‘সাবা’, দেশে কবে আসছে

`সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরীনির্মাতার সৌজন্যে

সুইডেনের ৪৮তম গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে মাকসুদ হোসাইনের `সাবা’। মেহজাবীন চৌধুরী অভিনীত সিনেমাটির সেখানে ইউরোপিয়ান প্রিমিয়ার হবে। সাবার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে দক্ষিণ কোরিয়ার বুসানে হয় এশিয়ান প্রিমিয়ার। সৌদি আরবের রেড সি চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি নির্বাচিত হয়।
গোথেনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২৪ জানুয়ারি। সুইডেনের এ উৎসবে অংশ নেবেন মাকসুদ হোসাইন। উৎসবের ‘ভয়েস’ বিভাগে প্রদর্শিত হবে সাবা। এখানে মূলত তরুণ নির্মাতাদের সিনেমাগুলোকে আলাদা সম্মাননা জানানো হয়, জানালেন পরিচালক।

‘সাবা’ সিনেমার পোস্টার। ছবি: ফেসবুক

মাকসুদ বলেন, ‘গত বছর টরন্টো দিয়ে আমাদের জার্নি শুরু হয়েছিল। আমাদের ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। সিনেমাটি নিয়ে উৎসব কর্তৃপক্ষ ও সমালোচকদের কাছ থেকে সাড়া আমাদের মুগ্ধ করেছে। এটা আমাদের জন্য খুশির খবর। আমরা আরও জানাতে চাই, সামনে সিনেমাটি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায়ও প্রিমিয়ারে যাচ্ছে।’

`সাবা’র গল্পের সঙ্গে জড়িয়ে আছে দুই যুগ আগের একটি সড়ক দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় আহত হয় ১২ বছরের এক কিশোরী ও তার মা। কিশোরীটি সেই ঘটনায় মানসিকভাবে আঘাত পায় আর মায়ের সঙ্গী হয় হুইলচেয়ার। সেই সড়ক দুর্ঘটনা-পরবর্তী ঘটনা নিয়েই এগিয়ে যাবে গল্প।

‘সাবা’ ছবির পরিচালক মাকসুদ হোসাইন
ছবি: নির্মাতার সৌজন্যে

সিনেমায় আহত মায়ের চরিত্রে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী আর মেয়ে হয়েছেন মেহজাবীন চৌধুরী। গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে রয়েছেন মোস্তফা মন্ওয়ার।
সাবা দেশে কবে মুক্তি পাবে, জানতে চাইলে মাকসুদ জানান, ‘দুই ঈদের মাঝামাঝি সময়ে সিনেমাটি মুক্তি দেব। সেভাবেই এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।’