নিরব বলেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…
ছয় মাস আগে ‘অপারেশন জ্যাকপট’ ছবির শুটিং করেছিলেন চিত্রনায়ক নিরব। এরপর নতুন কোনো ছবির খবরে ছিলেন না। স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন। গতকাল রোববার সকালে নিরব জানান, ‘গোলাপ’ নামে নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের মাধ্যমে নতুন ছবির ঘোষণা দেন নিরব।
জানা গেছে, ছবিটির পরিচালক শামসুল হুদা। গল্প, চিত্রনাট্য ও সংলাপ অনিক বিশ্বাসের।
নিরব বলেন, ‘রাজনৈতিক পটভূমির গল্প। এমন গল্পে আমাকে আগে দেখা যায়নি। আমার চরিত্রটাও বেশ চ্যালেঞ্জিং। এ সময় দর্শক যেমন ভিন্নধর্মী গল্প দেখতে চান, এটি তেমনই।’ আগামী ফেব্রুয়ারিতে ছবিটির শুটিং শুরু হবে।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, বাঁয়ে ঝুঁকে বসে আছেন নিরব। একটা হাত মাথায় ঝোলানো। সেই হাতে পিস্তলের ট্রিগারে আঙুল দিয়ে রেখেছেন। তাঁর অভিব্যক্তি হিংস্র। নিরব জানান, ‘গোলাপ’ ছবিতে তিনি নামভূমিকায় অভিনয় করছেন। তিনি বলেন, এই গোলাপ সুবাস নয়, রক্ত ছড়াবে…!
‘গোলাপ’ পরিচালনা করছেন শামসুল হুদা। এটি নির্মাতার প্রথম ছবি। নিরব জানান, পরিচালক এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। গল্প বাছাই প্রসঙ্গে নিরব বলেন, ‘পরিচালকের সাহস আমাকে মুগ্ধ করেছে। তিনি যখন আমাকে গল্প শোনান, আমি বলেছি, এটাই চূড়ান্ত করেন। এই গল্পে আমি কাজ করব। আসলে গল্প নিয়ে যখন পরিকল্পনা হয়, তখন একাধিকবার চিত্রনাট্যে বদল আনা হয়। তবে “গোলাপ” ছবির গল্প শুরুতে যা শুনেছি, সেটাকে ঠিকঠাক রেখেই এগোনো হয়েছে।’
‘গোলাপ’ ছবির নায়ক নিরব চূড়ান্ত হলেও নায়িকা কে, তা এখনো চূড়ান্ত হয়নি। নিরব বলেন, ফেব্রুয়ারিতে তো শুটিং শুরু হচ্ছে, তার আগে নায়িকার নাম জানানো সম্ভব হবে।