শাকিবের ‘দরদ’ নামিয়ে আবার তুলল মণিহার
সম্প্রতি সিনেপ্লেক্সের যুগে পা রেখেছে যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল। হলটিতে মুক্তি পেয়েছে শাকিবের ‘দরদ’। তবে সপ্তাহ না পেরোতেই গত শুক্রবার সেখান থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি। এর জায়গায় পুনরায় মুক্তি দেওয়া হয় শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’। তবে এক দিন না পেরোতেই আবারও ‘দরদ’ সিনেমায় ফিরেছে সিনেপ্লেক্সটি।
মণিহার সিনেপ্লেক্স থেকে শুক্রবার ‘দরদ’ নামিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ম্যানেজার ফারুক আহমেদ। এমনকি মণিহারের ফেসবুক পেজেও বিষয়টি জানানো হয়। প্রথম আলোকে তখন তিনি বলেন, ‘আমাদের সিনেপ্লেক্স থেকে শাকিব খানের “দরদ” সিনেমা নেমে গেছে। সেখানে চলছে শিহাব শাহীনের “ছুঁয়ে দিলে মন”।’
সপ্তাহ না পেরোতেই নামিয়ে দেওয়ার কারণ হিসেবে খরচ না ওঠার বিষয়কে সামনে এনেছিলেন তিনি। তাঁর কথায়, ‘সিনেপ্লেক্সের জন্য আমাদের অনেক টাকা খরচ করতে হয়েছে। এই সিনেমাও অনেক টাকায় এনেছি। সব মিলিয়ে ভালো চলেনি। তাই নামিয়ে দিতে বাধ্য হয়েছি।’ এর সঙ্গে তিনি জানিয়েছিলেন, সিনেপ্লেক্স থেকে নামলেও মণিহারের সিঙ্গেল স্ক্রিন, মণিহার সিনেমায় চলবে ‘দরদ’।
তবে এক দিন না যেতেই সিনেপ্লেক্সটিতে ফিরেছে ‘দরদ’। পুনরায় সিনেমাটির মুক্তির বিষয়ে প্রথম আলোকে ফারুক আহমেদ বলেন, ‘আমাদের সিনেপ্লেক্সটি নতুন। মণিহারের সিনেপ্লেক্স আর সিঙ্গেল স্ক্রিন, দুই জায়গাতেই “দরদ” মুক্তি দিয়েছিলাম। কিন্তু সিনেপ্লেক্সে তেমন সাড়া পাইনি বলে নামিয়ে দিয়েছিলাম। কিন্তু পুরোনো সিনেমা চালানোর পর দর্শকদের থেকে নেতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। নতুন সিনেপ্লেক্সে পুরোনো সিনেমা চালানোর ফলে দর্শকদের তেমন আগ্রহ পাওয়া যায়নি। আর এখন হাতে অন্য কোনো সিনেমাও নেই। তাই “দরদ” সিনেমায় চালানো উত্তম বলে মনে করছি।’
গত শুক্রবার দেশজুড়ে ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বেশ বড় পরিসরের মুক্তি পেয়েছে সিনেমাটি। শাকিব খানের এই সিনেমা নিয়ে ভক্তদের উচ্ছ্বাস ও উন্মাদনার কমতি ছিল না। মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্সে সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে সিনেমাটি। তবে সপ্তাহ না পেরোতেই মুদ্রার অন্য পিঠ দেখতে হচ্ছে সিনেমাটিকে। সিঙ্গেল স্ক্রিন থেকে সিনেপ্লেক্স, সুবিধা করতে পারছে না সিনেমাটি।
‘দরদ’ সিনেমায় দুলু মিয়া চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ফাতিমা চরিত্রে তাঁর নায়িকা বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো–থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। সিনেমার কাহিনি ও চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন।
সহপ্রযোজক (হিন্দি) হিসেবে আছেন করণ শাহ (ওয়ান ওয়ার্ল্ড মুভিজ)। বিশ্বজুড়ে পরিবেশন করছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। শাকিব খান ও সোনাল চৌহান ছাড়াও এতে অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, অলোক জৈন, রাজেশ শর্মা, সাফা মারুয়া, ইমতু রাতিশ, তানভীর তারেক, জাকির হোসাইন, ফারহান খান রিও এবং বিশ্বজিৎ চক্রবর্তী।