যে ঘরে আপনাদের সঙ্গে দেখা হয়, সেই ঘর ভাঙবেন না: সিয়াম

সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক পর্যায়ে ছাত্রদের বিজয় আসে। সেই বিজয় উদ্‌যাপন করতে গিয়ে অনেকেই সিনেমা হলে ভাঙচুর করেছেন। এতে আহত হয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি সোমবার সন্ধ্যায় প্রথম আলোর আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’ অনুষ্ঠানে বলেন, ‘যে ঘরে আপনাদের সঙ্গে দেখা হয়, সেই ঘর ভাঙবেন না, প্লিজ।’

সিয়াম বলেন, ‘রাস্তাটা সহজ রাখুন। আপনাদের সঙ্গে আমাদের দেখা হয় সিনেমা হলে। সে হলই যদি ভেঙে দেন, তাহলে কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে? আমাদের এখনো অনেক কিছু নির্মাণের বাকি আছে। আমাদের পথচলায় আর পিছিয়ে দেবেন না। এরপর যখন দেখবেন এমন অন্যায় হচ্ছে, তখন আপনার ভয়েস রাইজ করেন, এটা আমার অনুরোধ।’

সিয়াম আহমেদ। ছবি: শিল্পীর সৌজন্য

জীবনে প্রথমবার এমন আন্দোলনে অংশ নেন সিয়াম। তিনি মনে করেন, এবার শিল্পীরা অধিকার আদায়ে সোচ্চার হয়েছেন। তাঁদের মধ্যে মধ্যপন্থা বলে কিছু ছিল না। সবাইকে লেজুড়বৃত্তি থেকে বের হতে হবে। তিনি বলেন, ‘তেল মারতে মারতে ড্রাম শেষ হয়ে গেছে, এখনো তেল মারছে। কিন্তু আমরা তো শুনেছি, শিল্পীরা নিরপেক্ষ থাকবেন। ব্যক্তিগত জীবনে তাঁদের রাজনৈতিক মতাদর্শ থাকতেই পারে। ১৯৭১ সালেও কিন্তু শিল্পীদের বিশাল অংশগ্রহণ ছিল। তাঁদের কথার একটি মূল্য থাকত। তাঁদের কথা শুনত। এখন কিছু বলার আগেই খুব সহজেই মানুষ লিখতে পারছে দালাল, লেজুড়বৃত্তি, তেল মারছে—শব্দগুলো। কত জেনারেশন কাজ করলে শিল্পীদের তাঁদের হারানো সম্মান ফেরত পাবে, সেটা জানি না।’

সিয়াম আহমেদ
ছবি: প্রথম আলো

সাম্প্রতিক পরিস্থিতির মধ্যে সিয়াম আহমেদ অভিনীত সিনেমা ‘জংলি’র মুক্তি পিছিয়েছে। একই কারণে কলকাতার সিনেমা ‘প্রতিপক্ষ’ও পিছিয়েছে। সিয়াম বলেন, ‘আমার ক্যারিয়ারে “জংলি”র যে গল্প, সেটা হৃদয়ের সবচেয়ে কাছাকাছি থাকার মতো একটা গল্প। আমি দর্শকদের বলব, সিনেমাটি দেখেন। সঠিক সময়ে তাঁদের সিনেমাটি দেখাতে চাই। আমি চাই, নতুন বাংলাদেশে এটা আমার প্রথম সিনেমা হোক।’

‘জংলি’ সিনেমার লুকে সিয়াম
জংলি সিনেমার ফেসবুক