‘রক্তজবা’, ঢাকা চলচ্চিত্র উৎসবে আরও যেসব সিনেমা রয়েছে আজ
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ দেখা যাবে নুসরাত ইমরোজ তিশা ও শরীফুল রাজ অভিনীত সিনেমা ‘রক্তজবা’। সিনেমাটি বাংলাদেশ প্যানোরোমা বিভাগে প্রদর্শিত হচ্ছে। যে কেউ চাইলে সিনেমাটি আজ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে দেখতে পারবেন।
একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে হঠাৎ করেই একটি চিঠি আসে। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান এক যুগ আগের কর্মকাণ্ডে। সেই চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচন হতে থাকে নানান রহস্য। গল্পে উন্মোচন হতে থাকে একটি ধর্ষণের ঘটনা।
নিয়ামুল মুক্তা পরিচালিত ‘রক্তজবা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ।
আজকে আরও যে সিনেমাগুলো দেখতে পারবেন; বাংলাদেশ জাদুঘরের প্রধান মিলনায়তনে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে ইরানি সিনেমা ‘প্রজেক্টশনিস্ট’। শিল্পকলা একাডেমিতে সাড়ে পাঁচটায় প্রদর্শিত হবে ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস ট্রার্ন ইয়েলো।’ আলিয়ঁস ফ্রঁসেজে প্রদর্শিত হবে ‘সামার টাইম।’ পূর্বাচলের গ্রিন ইউনিভার্সিটির ভেন্যুতে বিকেল পাঁচটায় দেখা যাবে রাশিয়ার সিনেমা ‘অ্যাঞ্জেলস অব রেভল্যুশন’।
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে উৎসবটির আয়োজন করেছে রেইনবো চলচ্চিত্র সংসদ। ১১ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমা বিভাগে ১০টি সিনেমা দেখা যাবে।