ক্রিকেটার ছিলেন প্রবীর মিত্র, ফুটবল–হকিও খেলেছেন

প্রবীর মিত্র।ছবি: সংগৃহীত

স্কুলজীবনে ক্রিকেটার ছিলেন খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র। শুধু ক্রিকেট নয়, হকি, ব্যাডমিন্টন, ফুটবলও খেলেছেন তিনি।

তবে অভিনেতা পরিচয়ের আড়ালে খেলোয়াড় পরিচয় চাপা পড়ে গেছে। গতকাল রোববার মারা গেছেন প্রবীর মিত্র।

আরও পড়ুন

প্রায় ১০ বছর আগে ইউরো বিডিনিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কুলজীবনের স্মৃতিচারণা করেছিলেন এই খ্যাতিমান অভিনেতা। ঢাকার পোগোজ স্কুলে পড়াকালে প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন তিনি।

প্রবীর মিত্র বলেন, ‘আসলে সাংস্কৃতিক জগতে আমার আসার কথা ছিল না। আমি ছিলাম স্পোর্টসম্যান। ফুটবল, ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন খেলতাম। সারা বছর মাঠে পড়ে থাকতাম। সারা বছর খেলতাম। আমি ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলতাম, হকি ফার্স্ট ডিভিশনে খেলতাম। ফুটবলে সেকেন্ড ডিভিশনে খেলতাম। ফার্স্ট ডিভিশনে ওঠার পর বাসা থেকে খেলা বন্ধ করে দিল।’

পরে আর খেলা চালিয়ে যাননি প্রবীর মিত্র। অভিনয়ে নিয়মিত হয়েছেন, অভিনয়শিল্পী হিসেবে তারকাখ্যাতি পেয়েছেন।

আরও পড়ুন

১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরের নতুনবাজার গুয়াখোলায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। দাদার বসতবাড়ি কেরানীগঞ্জে। প্রয়াত এই অভিনেতার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন। স্কুলজীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র ‘নায়ক’ হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। পরে চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি দর্শকপ্রিয়তা পেয়েছেন।

‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয়-পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূ’সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন