মুখোমুখি হচ্ছেন ফারুকী-সেলিম, সঙ্গে জাহিদ হাসান, রিয়াজ, ফেরদৌস, সিয়াম, মিমরা
মুখোমুখি হচ্ছেন ঢালিউডের জনপ্রিয় দুই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও গিয়াস উদ্দিন সেলিম। শুধু তাঁরাই নন। তাঁদের সঙ্গে রয়েছেন একঝাঁক চলচ্চিত্র ও টেলিভিশন তারকা। তাঁদের দেখা যাবে খেলার মাঠে। ভক্তদের মনে প্রশ্নের উদয় হতে পরে, কেনই বা তাঁরা মুখোমুখি হচ্ছেন? আদতে ‘দামাল’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে প্রীতি ফুটবল খেলায় অংশ নেবেন তাঁরা।
২৮ অক্টোবর ‘দামাল’ সিনেমা দেশের হলে মুক্তি পাবে। সিনেমাটি নিয়ে বিশ্ববিদ্যালয়সহ নানা জায়গায় প্রচারণায় ব্যস্ত ‘দামাল’ টিম। এবার তারা আয়োজন করেছে ফুটবল খেলা। সিনেমার গল্পও ফুটবল খেলাকে ঘিরে। এই খেলায় অংশ নেওয়ার কথা রয়েছে জাহিদ হাসান, মোস্তফা সরয়ার ফারুকী, গিয়াস উদ্দিন সেলিম, গাউসুল আলম শাওন, রিয়াজ, ফেরদৌস আহমেদ, মীর সাব্বির, আশফাক নিপুণ, আবদুন নূর সজল, এফ এস নাঈম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ, মনোজ প্রামাণিক, সুমিত, সৌমিকসহ আরও অনেকে। শুধু তা–ই নয়, দর্শক হিসেবে উপস্থিত থাকবেন নিপুণ আক্তার, বিদ্যা সিনহা মিম, শাহনাজ সুমী, প্রিয়া জান্নাত, সুনেরা বিনতে কামাল, হৃদি শেখসহ অনেকে।
‘দামাল’ সিনেমার পরিচালক রায়হান রাফি বলেন, ‘“দামাল” সিনেমা নিয়ে আমরা শুরু থেকেই ব্যতিক্রমী প্রচারণা চালাচ্ছি। আমরা এবার প্রচারণায় তারকাদের নিয়ে খেলার আয়োজন করছি। এ ধরনের প্রচারণা আগে দেশে কোনো সিনেমার ক্ষেত্রে হয়নি। আমাদের সিনেমার গল্প ফুটবল নিয়ে। মুক্তির আগপর্যন্ত ফুটবল নিয়েই মেতে থাকতে চাই। আমরা চাই আমাদের সিনেমাটি দর্শকদের কাছে পৌঁছাক। ফুটবলকে ঘিরেই মুক্তিযুদ্ধের সময়ের মানবিক ঘটনা তুলে ধরা হয়েছে সিনেমায়। দেশের সিনেমাটি দর্শকদের দেখা দরকার। প্রচারণার শুরু থেকেই আমরা দারুণ সারা পাচ্ছি। আমরা আশাবাদী।’
খেলায় অংশ নেবেন ২২ তারকা। কে কোন দলে খেলবেন জানতে চাইলে রায়হান রাফি বলেন, ‘এটা এখনই বলতে চাই না। এটা খেলার সময় জানানো হবে। তবে এখানেও চমক থাকবে। তা ছাড়া ঢাকার ট্রাফিক জ্যামে কে কখন পৌঁছান সেটাও বলা যাচ্ছে না, এ কারণেও বলতে পারছি না। দেখা যাবে কেউ দেরি করে আসায় যে দলে থাকার কথা ছিল, পরে অন্য দলে খেললেন। এমন হবে। তবে আমরা একটি তালিকা তৈরি করেছি।’ খেলায় ঢালিউডের খ্যাতিমান দুই পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও গিয়াস উদ্দিন সেলিম অংশ নিচ্ছেন। তাঁরা একই দলে খেলবেন কি না জানতে চাইলে রাফি বলেন, ‘এটুকু বলতে পারি, আমরা চেষ্টা করছি তারা আলাদা দলে খেলবেন।’ তবে একটি সূত্র জানায়, মোস্তফা সরয়ার ফারুকী ও গিয়াস উদ্দিন সেলিম দুই দলের প্রধানের দায়িত্ব পালন করবেন। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় বসুন্ধরা কিংস অ্যারেনায় এই খেলা অনুষ্ঠিত হবে।
ইমপ্রেস টেলিফিল্মস প্রযোজিত স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প–অনুপ্রেরণায় নির্মিত হয়েছে সিনেমা ‘দামাল’। শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সিনেমায় অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, সুমিত, রাশেদ অপু, সাঈদ বাবু, শাহনাজ সুমি, বৃষ্টি, অথৈ, পূজা প্রমুখ।