পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি: পরীমনি

এ ছবিটি ফেসবুকে শেয়ার করেছেন পরীমনি

১৭ সেপ্টেম্বর পরীমনি ও শরীফুল রাজের বিবাহবিচ্ছেদের এক বছর পূর্ণ হয়েছে। দিনটিকে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন পরী। সেখানে গত এক বছরে সন্তানকে নিয়ে পথচলায় দিনগুলোর স্মৃতিচারণা করেছেন তিনি।

স্ট্যাটাসের একাংশে পরী লিখেছেন, ‘আজ এখন যখন আমি আমার দিকে দেখি, আমি দেখতে পাই একজন পরিপূর্ণ সুখী মানুষকে। এই জীবনে কষ্ট থাকুক। সেটা কেবল বড় হওয়ার কষ্ট। আমি সেই কষ্টটা আনন্দ নিয়েই করতে চাই। অন্যের ছেড়ে যাওয়ার কষ্ট পেতে দেব না আর নিজেকে আমি। এই তো কেমন হাসতে খেলতে ওদের (ছেলে ও মেয়ে) নিয়ে জীবন উদ্‌যাপন করছি।’

‘পরে ঢাকাই ছবির এই অভিনেত্রীর সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি এই প্রতিবেদককে বলেন জীবন নিয়ে উপলব্ধির কথা। তাঁর ভাষ্যে, ‘প্রতিটি মানুষের জীবনে দিন শেষে কিন্তু সফলতা আসে। জীবনচলার পথে অনেক বাধা আসে। সেই বাধা কতবারই–বা আসবে? একটা সময় না একটা সময় সফলতা আসেই। আমি সেই দলের মানুষ। বলতে পারেন আমার জীবনটা পুড়ে পুড়ে আজ এই জায়গায় এসেছি। ব্যর্থতা আমাকে আটকাতে পারিনি। সত্যি আমি আজ সুখী।’

সন্তানদের সঙ্গে পরীমনি
অভিনেত্রীর সৌজন্যে

সাবেক স্বামী শরীফুল রাজকে ইঙ্গিত করে স্ট্যাটাসের আরেকটি অংশে তিনি লিখেছেন, ‘আজ আমরা একটু একটু করে নিজেদের মতন ভালো থাকতে শিখে গেছি। আজ আর সেই ভুল মানুষের কোনো অস্তিত্ব নেই আমাদের কারোর জীবনে। না সেটা আমার বা আমার ছেলের। শুকরিয়া, আমরা ভালো আছি।’

প্রথম আলোকে পরী আরও বলেন, ‘ভালো আমাকে থাকতেই হবে। কারণ, অন্য কোনো অপশন নেই আমার। অন্য কোথাও যাওয়ার জায়গা নেই আমার। দুটি জীবনের  দায়িত্ব আমার ওপর। ওদের জন্য আমাকে ভালো থাকতেই হবে।’

পরীমনি
ফেসবুক থেকে

ছেলে ও মেয়েকে নিয়ে অন্য আরেকটি অংশে তিনি লিখেছেন, ‘আমার মানিকজোড়। একদিন আমরা সত্যি ওই আকাশ ছোঁব দেখিস। আজ থেকে এক বছর আগে আমার জীবনের সেই ভুল মানুষকে ছেড়ে দিয়েছিলাম। একবুক হাহাকার, হতাশা আর বুকের মধ্যে জাপটে ধরে ছিল আমার ছোট্ট বাচ্চা ছেলেটা।’

এই অভিনেত্রীর বক্তব্য, ‘এক বছর আগে আমার জীবন থেকে যখন ভুল মানুষকে আমি ছেড়ে দিয়েছিলাম, তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার দুশ্চিন্তা হয়েছে। কিন্তু আমি তো থেমে যাইনি। বুকে ধরে এগিয়েছি। কিন্তু আস্তে আস্তে আজ আমি সেই কঠিন পথ অতিক্রম করে ফেলেছি। এর মাঝে  আরও একটি মেয়েসন্তান পেয়েছি আমি। দুজনই এখন আমার সুখ, শান্তি, আমার সবকিছু।’  

আরও পড়ুন

পরীমনি আরও বলেন, ‘আমি মনে করি আমার মতো অনেক মেয়ের জীবনেই এমন ঘটনা ঘটেছে। আমার এই লেখা হয়তো সমাজের অনেক মেয়ের কথাই বলে দিয়েছে। এ জন্যই এই লেখা ও ছবি সবাই ভালোভাবে গ্রহণ করেছেন।’
এদিকে ফেসবুকে পোস্ট করার পরপরই নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়ে পরীর ওই স্ট্যাটাস ও ছবি। ১৭ ঘণ্টার মাথায় প্রায় আড়াই লাখ প্রতিক্রিয়া এসেছে।