সাড়া ফেলেছে ‘তুফান’-এর ট্রেলার

‘তুফান’–এ এভাবেই দেখা গেছে শাকিব খানকেছবি : চরকির সৌজন্যে

ট্রেলার আসবে,এমন কোনো পূর্বঘোষণা ছিল না। এক দিন পরই ঈদ, অনেকে হয়তো ধরেই নিয়েছিলেন যে প্রেক্ষাগৃহে মুক্তির আগে ট্রেলার মুক্তি দেবেন না নির্মাতারা। তবে সবাইকে চমকে দিয়ে গতকাল রাতে মুক্তি পেয়েছে এবারের ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এর ট্রেলার।

২ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার মুক্তির পর থেকেই অন্তর্জালে আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলারটির প্রশংসা করেছেন সাধারণ দর্শক থেকে সমালোচকেরা।

আরও পড়ুন

শাকিব–ভক্তদের বহুল প্রতীক্ষিত এই সিনেমার আগে টিজার ও দুটি গান মুক্তি পেয়েছে। সেখানে কেবল ছিল শাকিব খান, চঞ্চল চৌধুরী আর মিমি চক্রবর্তীর উপস্থিতি। কিন্তু গতকাল মুক্তি পাওয়া ট্রেলারে দেখা মিলেছে নাবিলা, মিশা সওদাগর, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলুসহ আরও অনেক অভিনেতার। দীর্ঘ ট্রেলার হলেও এতে ছবিটির গল্প সম্পর্কে ধারণা দেননি নির্মাতারা।

‘তুফান’ সিনেমার পোস্টারে শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তী

ট্রেলারে দেখা যায়, ‘তুফান’ হয়ে উঠেছে দেশের ত্রাস। তাকে কেউ থামাতে পারে না। দায়িত্ব পান এক সিআইডি অফিসার। তিনি কি পারবেন? তাকে বলতে শোনা যায়, শক্তিতে তুফানের সঙ্গে পেরে ওঠা যাবে না, খেলতে হবে বুদ্ধি দিয়ে। ছবিতে ‘তুফান’ চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সিআইডি অফিসারের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

‘তুফান’-এর ট্রেলার কতটা পছন্দ হয়েছে, সেটা ইউটিউবে মন্তব্য করে জানিয়েছেন অনেক দর্শক। একজন যেমন লিখেছেন, ‘বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের সেরা মুভি হতে চলেছে এটা।’ আরেক দর্শক লিখেছেন, ‘“তুফান” বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেক উঁচুতে নিয়ে গেল সম্ভবত। আর কেউ সিনেমা বানানোর বা চিন্তা করার আগেও “তুফান”কে তুলনা করবে, ভাববে, তারপর বানাবে। নিশ্চিতভাবে আমরা সামনে আরও চমৎকার সব সিনেমা পেতে যাচ্ছি এর হাত ধরে।’

ট্রেলারটির প্রশংসা করেছেন ভারতীয় সমালোচকেরাও। জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘অরিত্রজ জ্ঞান’-এর অরিত্র ট্রেলারটি নিয়ে মন্তব্য করেছেন, ‘শাকিব খান একজন সুপারস্টার। কোনো পরিচালক যখন তাঁকে নিয়ে সিনেমা করেন, তখন ভক্তদের প্রত্যাশা থাকে, তাঁকে কত ভালোভাবে পর্দায় তুলে ধরতে পারবেন। এ কাজটা রায়হান রাফী দুর্দান্তভাবে করেছেন।’ এ ছাড়া ট্রেলারের সংলাপ, অ্যাকশন, শিল্পীদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।

‘তুফান’ সিনেমায় শাকিব খান। ছবি : চরকির সৌজন্যে

এদিকে ট্রেলার নিয়ে এত আলোচনার মধ্যেই আগামীকাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড, ডিজিটাল পার্টনার চরকি ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে এসভিএফ। ছবিটির দেশীয় পরিবেশনা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ শহীদুল্লাহ জানিয়েছেন, মাল্টিপ্লেক্সসহ ১২০টির বেশি হলে ‘তুফান’ মুক্তি পাবে।