ওয়ান ইলেভেন: নতুন সিনেমায় আফজাল হোসেন

আফজাল হোসেনছবি : প্রথম আলো

কখনো বিচারক, কখনো দাগি আসামি চরিত্রে—একের পর এক সিনেমা কিংবা ওয়েব সিরিজে ভেঙেচুরে নিজেকে দর্শকের সামনে নিয়ে এসে আলোচনায় রয়েছেন অভিনেতা আফজাল হোসেন। এবার লেখকের চরিত্রে হাজির হবেন তিনি, ‘ওয়ান ইলেভেন’ নামের মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্টের সঙ্গে গত ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন এই অভিনেতা
ছবি: সংগৃহীত

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মিডিয়া পোস্টের সঙ্গে গত ২২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চুক্তি সেরেছেন এই অভিনেতা। আফজাল হোসেন প্রথম আলোকে জানান, সিনেমার গল্পটি তাঁর পছন্দ হয়েছে; ফলে অভিনয়ের প্রস্তাবে রাজি হয়েছেন।

আরও পড়ুন

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সিনেমায় একটি গোয়েন্দা চরিত্রে শরীফুল রাজ ও আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য টালিউডের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির সঙ্গে কথাবার্তা চলছে। তবে তাঁদের সঙ্গে এখনো চুক্তি হয়নি। শিল্পীদের সঙ্গে চুক্তি সেরে এপ্রিলে সিনেমার দৃশ্যধারণ শুরুর পরিকল্পনা রয়েছে।
হুমায়ুন কবিরের গল্পে সিনেমার সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটি পরিচালনা করবেন কামরুল ইসলাম।

ওটিটি প্ল্যাটফর্মে ‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’, ‘পেটকাটা ষ’, ‘কারাগার’, ‘বোধ’সহ বেশ কয়েকটি সিরিজে অভিনয় করে এই সময়ে আলোচিত হয়েছেন আফজাল হোসেন। ওটিটি প্ল্যাটফর্ম ছাড়াও ‘যাপিত জীবন’ ও ‘অপরাজেয়’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন আফজাল হোসেন। আফজাল হোসেন পরিচালিত প্রথম সিনেমা মানিকের ‘লাল কাঁকড়া’ মুক্তির অপেক্ষায় আছে।