৬ বছর আগে এ সিনেমায় অভিনয় করেছিলেন ফারিণ, যাচ্ছে ‘ফজর’ উৎসবে
কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে ব্যস্ত অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ। ছোট পর্দার এই অভিনেত্রী দেশে একাধিক ওয়েব ফিল্মের পাশাপাশি কলকাতার একটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তবে অভিনয়জীবনের শুরুতে তিনি দেশের নির্মাতার পরিচালনায় একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ধ্রুব হাসান পরিচালিত সেই ছবির নাম ‘ফাতিমা’। বড় খবর হচ্ছে, ছবিটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে ইস্টার্ন ভিসতা কম্পিটিশন বিভাগে মনোনীত হয়েছে। ফারিণও খবরটি জেনে ভীষণ উচ্ছ্বসিত।
ফজর চলচ্চিত্র উৎসবের এটি ৪২তম আসর। এই আসরে জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ ছবিটিও উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে। বেশ কিছুদিন ধরে দেশের বাইরে ছিলেন তাসনিয়া ফারিণ। দেশে ফেরার এক দিন পর আজ শুক্রবার নতুন নাটকের শুটিং শুরু করেছেন। শুটিং শুরুর আগে নিজের অভিনীত ছবি নিয়ে শুনলেন এই সুখবর। প্রথম আলোর সঙ্গে আলাপে ফারিণ জানালেন, পরিচালকের কাছ থেকে শুনেছেন যে তাঁর অভিনীত ছবিটি ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
নাটকের অভিনয়শিল্পী তাসনিয়া ফারিণ চরকি অরিজিনালস ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় দিয়ে আলোচনায় আসেন। এরপর তাঁকে ‘নিঃশ্বাস’সহ আরও কয়েকটি ওয়েব ফিল্মে দেখা গেছে। এ মাসেই মুক্তি পাবে তাঁর ‘অসময়’ নামের আরেকটি ওয়েব ফিল্ম। কলকাতায় তিনি অভিনয় করেছেন ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রে। তবে ফারিণ অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ফাতিমা’র শুটিং শুরু হয় ছয় বছর আগে, জানালেন ফারিণ ও পরিচালক ধ্রুব হাসান।
ধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’ ছবিতে ফারিণ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মানস বন্দ্যোপাধ্যায়, ইয়াশ রোহান, সুমিত সেনগুপ্ত আয়শা মনিকা, পান্থ কানাই প্রমুখ।
আজ শুক্রবার দুপুরে আনন্দিত ফারিণ বললেন, ‘এটা আমার অভিনয়জীবনের একদম শুরুর দিককার ছবি। নাটকে অভিনয়েরও আগে এই ছবির শুটিং করেছি। আমি যখন গতকাল দেশে ফেরার ফ্লাইটে ছিলাম, তখন পরিচালক মেসেজ পাঠিয়ে সুখবরটা জানিয়েছেন। এরপর দেশে ফিরে কাজে ব্যস্ত হয়ে গেছি, তাই পরিচালকের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে নিঃসন্দেহে অনেক ভালো লাগার অনুভূতি হচ্ছে। বিস্তারিত যদিও জানি না, তারপরও যতটা শুনেছি, সত্যিই ভীষণ ভালো লাগার খবর। আমার কাছে বড় বিষয়, এটা পরিচালকের স্বপ্নের একটা প্রজেক্ট। এই ছবির আগে–পরে তিনিই কিছুই করেননি। লেগে ছিলেন। সেটারই একটা ফল ফজর ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির জায়গা পাওয়া। পরিচালকের জন্য হলেও ছবিটি একটা ভালো জায়গায় যাক, এটাই আমার চাওয়া।’
নির্মাতা ধ্রুব হাসান ২০০৯ সাল থেকে বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে জড়িত। ‘ফাতিমা’ তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। ফেব্রুয়ারিতে উৎসবে অংশ নিতে ইরানের তেহরানে যাচ্ছেন নির্মাতা ও অভিনয়শিল্পী। পরিচালক জানালেন, এরই মধ্যে ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। সুবিধাজনক সময় দেখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। ফজর উৎসবে ‘ফাতিমা’ ছবিটি নির্বাচিত হওয়া কতটা আনন্দের ও অনুপ্রেরণার মনে করছেন পরিচালক ধ্রুব হাসান, জানতে চাইলে বললেন, ‘আসলে আমাদের ঐকান্তিক কোনো প্রচেষ্টা যদি সফল হয়, তা হয় সব সময় আনন্দের ও অনুপ্রেরণার। ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪২তম আয়োজনের ইস্টার্ন বিসতা প্রতিযোগিতায় আমার প্রথম ফিল্ম “ফাতিমা”র জায়গা করে নেওয়াটাকে আমি সৌভাগ্য বলে মনে করি। মনে হয়, দীর্ঘ প্রতীক্ষার পর সূর্য উঠল!’
আর ছবিটির নির্মাণ নিয়ে বলতে গেলে অনেক কিছু মনে পড়ে বলে জানালেন পরিচালক ধ্রুব হাসান। শুটিং সময়ের কথা মনে করে তিনি বললেন, ‘২০১৭ সালেই আমি বুঝতে পেরেছিলাম, আমাদের চলচ্চিত্রের সুদিন আসছে। কিন্তু ছবিটি বানাতে নেমে পড়লাম মহাবিপদে, বিশেষ করে অর্থের জোগান নিয়ে। মুক্তিযুদ্ধের পটভূমিতে একটি অ্যাকশন ও প্রেমনির্ভর ছবি বানাতে গিয়ে শেষ পর্যন্ত ২০২৩ সালের জুনে এসে শেষ করলাম একজন মধ্যবিত্ত মেয়ের সংগ্রামের ছবি হিসেবে! এই ছবি আমাকে বলতে গেলে “জীবনের প্রকৃত শিক্ষা” দিয়েছে। আশা করি, এই শিক্ষা আমার বাকি জীবনের পথচলা সহজ করে দেবে। বিশেষ করে ফজরের মতো এই উৎসব আন্তর্জাতিক অঙ্গনের দুয়ার খুলতে সহায়ক হবে বলে মনে করি।’