সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন পরীমনি
আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমনির অভিনয়জীবন ১০ বছর হতে চলছে। শুরুর দিকে একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় এসেছিলেন। সময় যতই যেতে থাকে, নানান ইস্যুতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। তবে এই দীর্ঘ অভিনয়জীবনে তাঁর কোনো সিনেমা হিট-সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি। তারপরও ফেসবুক অনুসারীতে তিনি অভিনয় অঙ্গনের সবাইকে ছাড়িয়ে। এবার তো তিনি বাংলাদেশি ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানকেও ছাড়িয়ে গেলেন। ফেসবুক অনুসারীতে বাংলাদেশ থেকে এখন সব মাধ্যমে শীর্ষে আছেন পরীমনি। আজ সোমবার সকালে দুজনের ফেসবুক পেজে থেকে এমনটাই জানা গেছে।
লম্বা সময় ধরে বাংলাদেশি তারকাদের মধ্যে সাকিব আল হাসান ফেসবুক অনুসারীতে সবার শীর্ষে ছিলেন। গত বছর হঠাৎ জানা যায়, কিছুদিন ধরে সাকিব আল হাসান ও পরীমনির ফেসবুক অনুসারী সমানে সমান ছিল।
এরপর গত বছরের আগস্টে বাংলাদেশি তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীতে এগিয়ে থাকা নামটি হয় আবার সাকিবের। পরীমনিরও খুব বেশি দিন লাগেনি সাকিবের সেই রেকর্ড স্পর্শ করতে। কয়েক মাসের ব্যবধানে দুজনের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ক্লাবে পৌঁছে যায়।
আজ সোমবার সকালে দুজনের ফেসবুক পেজ থেকে প্রাপ্ত তথ্যমতে জানা গেছে, সাকিব আল হাসানের অনুসারী ১৫ মিলিয়ন, আর পরীমনির ১৬ মিলিয়ন। ১৫ মিলিয়ন অনুসারীর সাকিবের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে।
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসিকে অনুসরণ করার পাশাপাশি পেজটি থেকে বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন আছেন এই তালিকায়। প্রতিষ্ঠানের মধ্যে আছে সাকিব আল হাসান ফাউন্ডেশন ও ফরচুন বরিশালের ফেসবুক পেজটি অনুসরণ করা হয়। অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমনি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির নাম। এর বাইরে তারকাদের মধ্যে শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেলর সুইফটের নামও দেখা গেছে।
ক্রিকেট মাঠে সাকিবের কীর্তির গল্প বলে শেষ করা যাবে না। প্রতিনিয়ত নিজেকে নিজেই ছাড়িয়েছেন তিনি। গতকাল রোববারও পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব। ক্রিকেটে নিত্যনতুন অধ্যায়ের পাশাপাশি কয়েক বছর ধরে ক্রিকেটের বাইরে কিছু ঘটনায় সাকিব আলোচনায় থাকেন। সম্প্রতি ছাত্র আন্দোলনে নিহত এক পোশাককর্মী হত্যা মামলায় তাঁকে আসামির তালিকায় রাখা হয়েছে। আইনের দৃষ্টিতে সাকিব এ মুহূর্তে একজন খুনের মামলার আসামি। রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালেই ঢাকায় এক খুনের মামলায় আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।
অন্যদিকে চলচ্চিত্রেও পরীমনি বেশ আলোচিত একটি নাম। তবে ৯ বছরের অভিনয়জীবনে চলচ্চিত্রের চেয়ে চলচ্চিত্রের বাইরের নানা কর্মকাণ্ডে তিনি বেশি আলোচিত। তাঁর অভিনীত দুই ডজনের মতো সিনেমা মুক্তি পেলেও এখন পর্যন্ত কোনোটি হিট-সুপারহিট কিংবা ব্লকবাস্টার হয়নি।
ঢালিউডের আলোচিত তারকা পরীমনি সম্প্রতি শুটিং শেষ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’–এর। তার আগে তিনি ডোডোর গল্প নামে আরেকটি ছবির শুটিং করেছিলেন। সামনে নতুন কাজের পরিকল্পনাও চলছে।