কক্সবাজার ও রামুতে গোপনে শুটিং
দিন দশেকের বেশি সময় ধরে কক্সবাজার ও রামু এলাকায় শুটিং হচ্ছে ‘পিনিক’ সিনেমার। সাধারণত শুটিংয়ের আগে পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পীরা শুটিংয়ের খবর জানিয়ে থাকেন। কিন্তু এই ছবির ক্ষেত্রে তা ঘটেনি। বৃহস্পতিবার সন্ধ্যায় নায়কের একটি ফার্স্ট লুক পোস্টার করে চরিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। ছবির সহপ্রযোজক ও আয়োজক শিমুল খান নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে জানালেন, ‘আমরা আসলে গোপনে ছবিটির শুটিং করছি। বলতে পারেন, কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।’
‘পিনিক’ ছবির পরিচালক জাহিদ জুয়েল। তিনি এর আগে নাটক ও বিজ্ঞাপনচিত্র বানিয়েছেন। এটি হতে যাচ্ছে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র। ২ নভেম্বর থেকে কক্সবাজার ও রামু এলাকায় ছবিটির শুটিং শুরু হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত শুটিং হলে ছবির পুরো কাজ শেষ হবে, এমনটাই জানালেন শিমুল খান।
গোপনীয়তায় শুটিংয়ের কারণ প্রসঙ্গে প্রথম আলোকে তিনি বললেন, ‘আমরা আসলে এই চলচ্চিত্রের জন্য এমন এক্সক্লুসিভ কিছু শুটিং করছি, যা এর আগে বাংলাদেশি চলচ্চিত্রে ঘটেনি। তাই শুটিং ইউনিটেও বেশ কড়াকড়ি রেখেছি। শুটিংয়ের কোনো কিছু কোনোভাবেই যেন বাইরে না যায়, সেটাও কঠোরভাবে তদারক করা হচ্ছে। পুরো শুটিং শেষ করে আমরা পর্যায়ক্রমে ছবিটি সম্পর্কে সবাইকে জানাব, যতটা আমরা জানাতে চাই। আমরা আসলে চাইছি, দর্শক ছবিটি প্রেক্ষাগৃহে গিয়েই দেখুক। তারপর মিলিয়ে নিতে পারবেন, কেন আমরা এত গোপনীয়তা রক্ষা করেছি।’
এদিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। আগামী বছরের ঈদুল ফিতরে ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। আদর আজাদ ছাড়া ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, আশরাফ কিটু, এল আর খান সীমান্ত, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, সানজীদ রহমান খান, নাফিস আহমেদ, আফফান মিতুল, জয়ীতা মহলানবীশ প্রমুখ।