কনকচাঁপা, সামিনা লুৎফা, আশফাক নিপুন, নওশাবাসহ শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য যাঁরা

১৫ সদস্যের ট্রাস্টি বোর্ডে রয়েছেন—কনক চাঁপা, সামিনা লুৎফা, আশফাক নিপুন ও নওশাবাছবি: কোলাজ

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট পরিচালনার জন্য ১৫ সদস্যের ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার। আজ রোববার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় প্রজ্ঞাপনে জানিয়েছে, ট্রাস্টি বোর্ডের সদস্যরা আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য ক্ষেত্রের মতো সংস্কৃতি অঙ্গনেও সংস্কার চলছে। এর মধ্যে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১–এর ৬ নম্বর ধারার প্রদত্ত ক্ষমতাবলে ট্রাস্টি বোর্ড পুনর্গঠন করেছে সরকার।


ট্রাস্টি বোর্ডে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টাকে চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবকে ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্যসচিবের দায়িত্বে দেওয়া হয়েছে।

১২ সদস্যের মধ্যে চারজন সংগীতশিল্পী, নাট্যব্যক্তিত্ব, নির্মাতা, অভিনয়শিল্পী রয়েছেন। তাঁরা হলেন কনকচাঁপা, সামিনা লুৎফা, আশফাক নিপুন ও নওশাবা আহমেদ।

অন্য সদস্যরা হলেন—বাংলা একাডেমির মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন যুগ্ম সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, কবি নাহিদ হাসান, লেখক ও শিক্ষক তুহিন ওয়াদুদ, কবি ইমতিয়াজ মাহমুদ ও কবি সাইয়েদ জামিল।

দেশের অসচ্ছল শিল্পীদের কল্যাণসাধন, শিল্পীদের কল্যাণার্থে প্রকল্প অনুমোদন-বাস্তবায়নের মতো লক্ষ্যে কাজ করে ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট’।

আরও পড়ুন