ছি ছি ছি তুমি এত খারাপ...অভিনয়ই ছিল তাঁর ধ্যানজ্ঞান

অভিনেতা খালেদ খান। ছবি: সংগৃহীত

এক বন্ধু আরেক বন্ধুর কাছ থেকে সিগারেট নিয়ে জ্বালাবেন, সিগারেট ধার করা নিয়ে দুজনের কথা হয়। এমন সময় একজন দরজায় দাঁড়িয়ে তাঁদের কথা শুনতে থাকেন। একসময় একটি সংলাপ ছুড়ে দেন। নাটকের সেই চরিত্রের মুখে প্রথম সংলাপ ছিল, ‘ছি ছি ছি, তোমরা এত খারাপ।’ দর্শকেরা হয়তো ধরেই ফেলেছেন কার কথা বলা হচ্ছে। তিনি অভিনেতা খালেদ খান। আজ এই অভিনেতার জন্মদিন।

পরবর্তী সময়ে পুরো নাটকেই এই অভিনেতার মুখে সংলাপটি দর্শকদের বিনোদন দিতে থাকে। দর্শকদের মুখে মুখে শোভা পেতে থাকে এই সংলাপ, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত জনপ্রিয়তা পেয়েছিল।

অভিনেতা খালেদ খান। ছবি: সংগৃহীত

‘রূপনগর’ নামে ধারাবাহিক নাটকটি লিখেছিলেন ইমদাদুল হক মিলন। নাটকটি নির্দেশনা দিয়েছিলেন শেখ রিয়াজ উদ্দিন বাদশা। সেই সময় নাটকে নানাভাবে সংলাপটি খালেদ খানের মুখে শোনা যেত। কখনো তিনি বলতেন, ‘ছি ছি ছি তুমি এত খারাপ’, ‘ছি ছি ছি মাস্তান এত খারাপ’। সব কটি সংলাপ এতটা জনপ্রিয় হবে, কখনো ভাবেননি এই অভিনেতা।
এর আগে এই অভিনেতার স্ত্রী মিতা হক জানিয়েছিলেন, খালেদ খান নিয়মিত অভিনয় করে গেছেন। নিজের কাজটা মনোযোগ দিয়ে করতেন। কোন ডায়ালগ বা নাটক, চরিত্র জনপ্রিয় হবে, সেটা তিনি কখনো ভাবেননি। এগুলো নিয়ে বাসায়ও খুব একটা কথা বলতে চাইতেন না। মিতা হক ২০২১ সালের ১১ এপ্রিল মারা যান।

অভিনেতা খালেদ খান। ছবি: সংগৃহীত

মিতা হক বলেছিলেন, ‘বাইরে বের হলেই তাঁকে সংলাপটি খুব শুনতে হতো। অনেকেই সংলাপটি নিয়ে কথা বলতেন। তিনি জনপ্রিয়তা উপভোগ করলেও কখনো মাতামাতি করতেন না। অভিনয় ছাড়া অন্য কিছুর প্রতি ফোকাস করতেন না। অভিনয়ই ছিল তাঁর ধ্যানজ্ঞান।’

খালেদ খানের ডাকনাম যুবরাজ। তিনি যত দিন বেঁচে ছিলেন, তত দিন হইচই করে জন্মদিন উদ্‌যাপন করেছেন। দিনটি এলেই খালেদ খানের বাসায় অনেক মানুষের রান্না হতো। বন্ধুরা কেক, উপহার, ফুল নিয়ে বাসায় হাজির হতেন। খালেদ খান বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠতেন।

খালেদ খান ও স্ত্রী মিতা হক। ছবি: সংগৃহীত

খালেদ খান খুবই মিশুক প্রকৃতির ছিলেন। জন্মদিনটা সবার সঙ্গে কাটানোর জন্য এই দিনে কোনো শুটিং রাখতেন না। অনেক মানুষ আসতেন তাঁর সঙ্গে দেখা করতে। সে জন্য খুব একটা বাইরেও বের হতেন না। কেউ হতাশ হোক, এটা তিনি চাইতেন না।
১৯৮১ সালে বাংলাদেশ টেলিভিশনের ‘সিঁড়িঘর’ নাটক দিয়ে টিভিতে অভিষেক। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেন তিনি। টিভি নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘এইসব দিনরাত্রি’, ‘কোন কাননের ফুল’, ‘রূপনগর’, ‘মফস্বল সংবাদ’, ‘ওথেলো এবং ওথেলো’, ‘দমন’, ‘লোহার চুড়ি’, ‘সকাল সন্ধ্যা’ ইত্যাদি। ৫৭ বছর বয়সে ২০১৩ সালের ২০ ডিসেম্বর মারা যান খালেদ খান।

আরও পড়ুন