নুরি বললেন, ‘অভিনন্দন, ভালো করেছ’

নুরি বিলগে জিলানের সঙ্গে আসিফ ইসলাম। ছবি: পরিচালকের সৌজন্যে

ইউরো এশিয়া চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেল নির্বাণ। গতকাল কাজাখস্তানে উৎসবের সমাপনী দিনে সিনেমাটি এই বিশেষ স্বীকৃতি পেয়েছে।

ছবির পরিচালক আসিফ ইসলাম বলেন, ‘মস্কো উৎসবের জুরি পুরস্কার দিয়ে আমাদের পথচলার শুরু। এরপর ফ্রান্সের গঞ্জ সুর সেন। এবার তৃতীয় জুরি পুরস্কার পেলাম। আমি খুবই এক্সাইটেড। কারণ, এই পুরস্কারের সঙ্গে জড়িয়ে আছেন আমার পছন্দের নির্মাতা তুরস্কের নুরি বিলগে জিলানের নাম। তিনি ছিলেন বিচারকদের সভাপতি। তাঁর এই রায় আমার ক্যারিয়ারের জন্য মাইলস্টোন হয়ে থাকবে। যাঁর সিনেমা দেখে অনুপ্রেরণা পেয়েছি, তাঁর কাছ থেকে পুরস্কার পাওয়া কল্পনার মতো ছিল। এবারের জুরি পুরস্কারটা আমার জন্য স্বপ্ন স্বপ্ন লাগছিল।’

আসিফ ইসলাম। ছবি: পরিচালকের সৌজন্যে

১৭তম ইউরো এশিয়া উৎসবে নির্বাণ–এর প্রদর্শনী ছিল গত ২৫ নভেম্বর। সেখানে দর্শক, সমালোচকদের সঙ্গে সিনেমাটি দেখেন পরিচালক আসিফ ইসলাম। সিনেমা শেষে আধো অন্ধকার রুমে অনেকেই তাঁর সঙ্গে হাত মেলাচ্ছিলেন। তার মধ্যে একজন হাত মিলিয়ে বলেন, ‘অভিনন্দন, ভালো করেছ।’ আসিফ তাকিয়ে দেখেন মানুষটা নুরি বিলগে জিলান। বিশ্বের গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন জিলান। উইন্টার স্লিপ সিনেমার জন্য কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জিতেছেন তিনি। তাঁর ক্লাইমেট, ওয়ান্স আপন আ টাইম ইন আনাতোলিয়া, অ্যাবাউট ড্রাই গ্রাসেসসহ প্রায় সব সিনেমাই আসিফ ইসলামের পছন্দ। বাংলাদেশের এই নির্মাতা জানান, প্রিয় নির্মাতার সঙ্গে সিনেমার প্রদর্শনীতে খুব বেশি কথা না হলেও সুযোগের অপেক্ষায় ছিলেন।

সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়াম অর্চি। ছবি: পরিচালকের সৌজন্যে

পরের দিনই মিলে যায় সেই সুযোগ। সিনেমা নিয়ে প্রশ্ন–উত্তর পর্বে উপস্থিত ছিলেন নুরি বিলগে জিলান। সেখানে একটি প্রশ্ন করেন এই তুর্কি পরিচালক। ‘তোমার সিনেমার টিমে সদস্য ছিল কতজন?’ উত্তরে আসিফ জানান, তাঁরা তিন–চারজন মিলে সিনেমাটি বানিয়েছেন। আর সেই উত্তর শুনে যেন অতীতে চলে গেলেন নুরি বিলগে। প্রশ্নোত্তর পর্বে সেই গল্প শোনান তিনি। তাঁর ক্লাউডস অব মে, ডিসট্যান্সসহ শুরুর তিন সিনেমার টিমের সদস্য ছিল মাত্র তিন–চারজন। শুধু তা–ই নয়, বাজেটও ছিল কম। নুরি বিলগে বলেন, ‘আমার প্রথম তিন সিনেমাতে টিমের সদস্য ছিল খুবই কম। অভিনয়শিল্পী ছিলেন দু–তিনজন। আমি নিজেই ফটোগ্রাফি করে অর্থ জমিয়ে কাজ করেছি। শুটিং হয়েছে আমার বাসায়। সেখানেই অভিনয়শিল্পীদের দিয়ে রিহার্সাল করানো হয়েছিল।’
এগুলোও আগে থেকেই জানতেন আসিফ। তিনি তুর্কি এই নির্মাতাকে জানিয়ে দেন, তাঁকেই অনেকটা অনুসরণ করার চেষ্টা করেন।

সিনেমার নতুন পোস্টার। ছবি: পরিচালকের সৌজন্যে

আসিফ বলেন, ‘তরুণ প্রজন্মের অনেক নির্মাতাই নুরি বিলগে জিলানকে অনুসরণ করেন, তাঁর সিনেমা থেকে অনুপ্রেরণা নেন। তাঁদের মধ্যে আমিও আছি। যে কারণে আমি তাঁর সিনেম বানানোর স্ট্রাগলের গল্পগুলো আগে থেকেই জানতাম। যেটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। আমাদের নির্বাণ অল্প টাকায় বানানো। অভিনয়শিল্পী ২–৩ জন। যেখানে শুটিং করা হয়েছে, সেখানেই রিহার্সাল করেছি। এগুলো শুনে তিনি উৎসাহিত করলেন। তবে সেদিনই বুঝতে পেরেছিলাম আমার নির্মাণ তিনি পছন্দ করেছেন। এবারের পুরস্কার আমাকে ইমোশনাল করেছে।’
সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করছেন প্রিয়াম অর্চি। আরও আছেন ফাতেমা তুয জোহরা, ইমরান মাহাথির প্রমুখ। সিনেমাটি আগামী বছর বাংলাদেশে মুক্তি পাবে। নিরীক্ষাধর্মী এই সিনেমায় কোনো সংলাপ নেই।