এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম...
সিলেটের জাফলং। পাহাড়, টিলা, চা–বাগান, নদী—চমৎকার সব লোকেশনে ঘুরে ঘুরে গানের সুরে প্রেমের গল্প বুনছেন ইমন ও সালওয়া। ‘ভালোবাসা বলা হয়ে যায়’ শিরোনামের গানটি ‘বীরত্ব’ ছবির। বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে। আর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর। তার আগে গানের মাধ্যমে প্রথম পর্দায় নায়িকা হিসেবে অভিষেক হলো সালওয়ার। গানটি লিখেছেন সাইদুল ইসলাম। গোলাম রাব্বির সুর ও সংগীতে এতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান ও পূজা।
এবারই প্রথম চলচ্চিত্রের সুবাদে পর্দায় নিজেকে দেখলেন সালওয়া। কেমন লাগছে? জানতে চাইলে সালওয়া বলেন, ‘এমন একটা দিনের অপেক্ষায় ছিলাম। গানটিতে নিজেকে দেখে নিজের খারাপ লাগেনি। সিলেটের মেয়ে আমি। সিলেটের লোকেশনে গানটি শুটিং হয়েছে। সেই সময় একরকমের আনন্দ নিয়েই গানের শুটিং করেছিলাম। গানের সঙ্গে লোকেশনটা খুব সুন্দর মানিয়েছে। তবে অপেক্ষা করছি সিনেমা হলে পুরো ছবি দেখে দর্শকের প্রতিক্রিয়া জানার।’
সালওয়া জানান, গানটি প্রকাশের পর থেকে ফেসবুক, ইউটিউবে গানের নিচে দর্শকেরা প্রশংসামূলক মন্তব্য করছেন, পরিচিত মানুষেরা ফোনে অভিনন্দন জানাচ্ছেন। তিনি বলেন, ‘আমার মা, বাবা ও কাজিনরা গানটি দেখে প্রশংসা করেছেন। রোমান্টিক এই গানের সঙ্গে লোকেশন, দুজনের এক্সপ্রেশন, কোরিওগ্রাফি তাঁদের নাকি খুব পছন্দ হয়েছে। পরিবারের সদস্যরা সবাই প্রশংসা করছেন। ভালো লাগছে।’
গানের মাধ্যমে পর্দায় অভিষেক হলেও এখন ছবিটি বড় পর্দায় আসা পর্যন্ত অপেক্ষা করছেন সালওয়া। বলেন, ‘গানটি প্রকাশের মধ্য দিয়ে প্রস্তুতি পরীক্ষা শুরু হয়েছে আমার। চূড়ান্ত পরীক্ষা হবে সিনেমা হলে। ছোটবেলায় স্কুলে পরীক্ষার সময় আমি ভয় পেতাম। প্রথম সিনেমায় অভিষেক নিয়ে সে অবস্থা শুরু হয়েছে আমার।’
সালওয়ার শুটিং করা প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’। এরপর ‘এই তুমি সেই তুমি’। মুক্তির তালিকায় আছে ছবি দুটি। এরপর ‘বীরত্ব’। শুটিং করা তৃতীয় ছবি ‘বীরত্ব’ প্রথম হিসেবে মুক্তি পাচ্ছে। এর মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হবে এই নবাগত নায়িকার।
‘বীরত্ব’ নিয়ে প্রত্যাশা কেমন, জানতে চাইলে সালওয়া বলেন, ‘আমার অভিনীত তৃতীয় সিনেমা প্রথম হিসেবে মুক্তি পাচ্ছে। এর আগে আরও দুটি সিনেমায় কাজ করেছি। ফলে তৃতীয় সিনেমা হিসেবে কিছুটা অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। আমি চেষ্টা করেছি। ছবিতে প্রেম, বিরহ, অ্যাকশন, রহস্য—একটা সিনেমায় যা যা থাকতে হয়, সবই আছে এখানে। দর্শকেরা পরিপূর্ণ সিনেমার স্বাদ পাবেন এই ছবিতে।’
‘বীরত্ব’ পরিচালনা করেছেন সাইদুল ইসলাম। চিত্রনাট্যও তাঁর নিজের। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মনিরা মিঠু, মামনুন ইমন, নিপুণ আক্তার, আরমান পারভেজ মুরাদ, আহসান হাবিব, কচি খন্দকার, শিল্পী সরকার অপু প্রমুখ।
এদিকে সালওয়া জানিয়েছেন, এরই মধ্যে তাঁর আরেকটি ছবি ‘বুবুজান’-এর শুটিং শেষ হয়েছে। মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে ছবিটি।